ETV Bharat / politics

আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অধীরের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Adhir Ranjan Chowdhury: মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা আসনে টানা পাঁচবারের সাংসদ কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী ৷ এবার তাঁর লক্ষ্য় জয়ের ডাবল হ্যাটট্রিক করা ৷ সেই লক্ষ্য জয়ে লড়াইয়ে নেমেছেন তিনি ৷ সেই লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে মঙ্গলবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অধীর চৌধুরী ৷ বললেন, ‘‘আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব ৷’’

LOK SABHA ELECTION 2024
LOK SABHA ELECTION 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 4:54 PM IST

Updated : Apr 2, 2024, 8:13 PM IST

আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অধীরের

বহরমপুর, 2 এপ্রিল: ‘‘আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’’, ফের মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী । মঙ্গলবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ৷ পাশাপাশি বলেন, ‘‘উলুখাগড়াদের সঙ্গে লড়ে আমার পোষাবে না । আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আসুন । কমসে কম খোকাবাবুকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) পাঠান ।’’

আগামিকাল, মঙ্গলবার বহরমপুরে বিজেপির নির্বাচনী প্রচারে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘‘উনি একজন গিরগিটি । আজ তৃণমূল, কাল বিজেপি । আমি বলে রাখলাম আগামিদিনে আবার তৃণমূলে যাবে । গতবার ওই পালোয়ান আমাকে হারাতে এসেছিল । বলেছিল হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব । কোথায় গেল ?’’

এর পর তিনি সরাসরি চ্যালেঞ্জ ছোড়েন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশ্যে৷ অধীর চৌধুরী বলেন, ‘‘আমি আবার বলছি মুখ্যমন্ত্রী বলুক আমার জয় মানে ওঁর পরাজয় । আমার সঙ্গে লড়ার চ্যালেঞ্জ জানাচ্ছি । আমাকে হারাতে পারলে রাজনীতিই ছেড়ে দেব ।’’

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বহরমপুর লোকসভায় তাঁর বিরুদ্ধে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অধীর চৌধুরী । তখন অবশ্য হারলে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা বলেছিলেন । এ দিন বললেন, ‘‘আমাকে হারাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব ।’’

বহরমপুরে এবার ত্রিমুখী হাইভোল্টেজ লড়াই ৷ সেখানে অধীরের বিপক্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান ৷ যিনি আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন প্রাক্তন ক্রিকেটার ৷ আর রয়েছেন বিজেপির চিকিৎসক প্রার্থী নির্মলকুমার সাহা ৷ এহেন লড়াইয়ের ময়দানে ‘আত্মপ্রত্যয়ী’ অধীরের কথা শুনে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে । অধীরের সঙ্গে বিজেপির সেটিং তত্ত্বের অভিযোগ বারবার তৃণমূলের তরফে তোলা হয়েছে ৷ তাই প্রশ্ন উঠেছে, এবারও কি কারও ঘর ভেঙে নিজের ঘর সাজাতে চাইছেন অধীর ?

একই সঙ্গে সাংবাদিক বৈঠক থেকে অধীর বলেন, ‘‘ডায়মন্ড হারবারে কে প্রার্থী দেবে, তা নিয়ে সিপিএম ও আইএসএফের মধ্যে কথা হচ্ছিল । আমরা আইএসএফের সঙ্গে ছিলাম না । তবে আসন ফাঁকা থাকলে আমরা প্রস্তুত আছি ।’’

আরও পড়ুন:

  1. কেন্দ্রীয় বাহিনীকে প্রলোভন দিয়ে ম্যানেজ করবে তৃণমূল, আশঙ্কা অধীরের
  2. রামের নামে রাজনীতি করছে বিজেপি, নাম না করে আক্রমণ অধীরের
  3. কার ভয়ে ইন্ডিয়া জোট ভাঙলেন মমতা, প্রশ্ন অধীরের

আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অধীরের

বহরমপুর, 2 এপ্রিল: ‘‘আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’’, ফের মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী । মঙ্গলবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ৷ পাশাপাশি বলেন, ‘‘উলুখাগড়াদের সঙ্গে লড়ে আমার পোষাবে না । আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আসুন । কমসে কম খোকাবাবুকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) পাঠান ।’’

আগামিকাল, মঙ্গলবার বহরমপুরে বিজেপির নির্বাচনী প্রচারে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘‘উনি একজন গিরগিটি । আজ তৃণমূল, কাল বিজেপি । আমি বলে রাখলাম আগামিদিনে আবার তৃণমূলে যাবে । গতবার ওই পালোয়ান আমাকে হারাতে এসেছিল । বলেছিল হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব । কোথায় গেল ?’’

এর পর তিনি সরাসরি চ্যালেঞ্জ ছোড়েন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশ্যে৷ অধীর চৌধুরী বলেন, ‘‘আমি আবার বলছি মুখ্যমন্ত্রী বলুক আমার জয় মানে ওঁর পরাজয় । আমার সঙ্গে লড়ার চ্যালেঞ্জ জানাচ্ছি । আমাকে হারাতে পারলে রাজনীতিই ছেড়ে দেব ।’’

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বহরমপুর লোকসভায় তাঁর বিরুদ্ধে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অধীর চৌধুরী । তখন অবশ্য হারলে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা বলেছিলেন । এ দিন বললেন, ‘‘আমাকে হারাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব ।’’

বহরমপুরে এবার ত্রিমুখী হাইভোল্টেজ লড়াই ৷ সেখানে অধীরের বিপক্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান ৷ যিনি আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন প্রাক্তন ক্রিকেটার ৷ আর রয়েছেন বিজেপির চিকিৎসক প্রার্থী নির্মলকুমার সাহা ৷ এহেন লড়াইয়ের ময়দানে ‘আত্মপ্রত্যয়ী’ অধীরের কথা শুনে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে । অধীরের সঙ্গে বিজেপির সেটিং তত্ত্বের অভিযোগ বারবার তৃণমূলের তরফে তোলা হয়েছে ৷ তাই প্রশ্ন উঠেছে, এবারও কি কারও ঘর ভেঙে নিজের ঘর সাজাতে চাইছেন অধীর ?

একই সঙ্গে সাংবাদিক বৈঠক থেকে অধীর বলেন, ‘‘ডায়মন্ড হারবারে কে প্রার্থী দেবে, তা নিয়ে সিপিএম ও আইএসএফের মধ্যে কথা হচ্ছিল । আমরা আইএসএফের সঙ্গে ছিলাম না । তবে আসন ফাঁকা থাকলে আমরা প্রস্তুত আছি ।’’

আরও পড়ুন:

  1. কেন্দ্রীয় বাহিনীকে প্রলোভন দিয়ে ম্যানেজ করবে তৃণমূল, আশঙ্কা অধীরের
  2. রামের নামে রাজনীতি করছে বিজেপি, নাম না করে আক্রমণ অধীরের
  3. কার ভয়ে ইন্ডিয়া জোট ভাঙলেন মমতা, প্রশ্ন অধীরের
Last Updated : Apr 2, 2024, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.