বহরমপুর, 2 এপ্রিল: ‘‘আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’’, ফের মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী । মঙ্গলবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ৷ পাশাপাশি বলেন, ‘‘উলুখাগড়াদের সঙ্গে লড়ে আমার পোষাবে না । আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আসুন । কমসে কম খোকাবাবুকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) পাঠান ।’’
আগামিকাল, মঙ্গলবার বহরমপুরে বিজেপির নির্বাচনী প্রচারে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘‘উনি একজন গিরগিটি । আজ তৃণমূল, কাল বিজেপি । আমি বলে রাখলাম আগামিদিনে আবার তৃণমূলে যাবে । গতবার ওই পালোয়ান আমাকে হারাতে এসেছিল । বলেছিল হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব । কোথায় গেল ?’’
এর পর তিনি সরাসরি চ্যালেঞ্জ ছোড়েন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশ্যে৷ অধীর চৌধুরী বলেন, ‘‘আমি আবার বলছি মুখ্যমন্ত্রী বলুক আমার জয় মানে ওঁর পরাজয় । আমার সঙ্গে লড়ার চ্যালেঞ্জ জানাচ্ছি । আমাকে হারাতে পারলে রাজনীতিই ছেড়ে দেব ।’’
লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বহরমপুর লোকসভায় তাঁর বিরুদ্ধে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অধীর চৌধুরী । তখন অবশ্য হারলে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা বলেছিলেন । এ দিন বললেন, ‘‘আমাকে হারাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব ।’’
বহরমপুরে এবার ত্রিমুখী হাইভোল্টেজ লড়াই ৷ সেখানে অধীরের বিপক্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান ৷ যিনি আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন প্রাক্তন ক্রিকেটার ৷ আর রয়েছেন বিজেপির চিকিৎসক প্রার্থী নির্মলকুমার সাহা ৷ এহেন লড়াইয়ের ময়দানে ‘আত্মপ্রত্যয়ী’ অধীরের কথা শুনে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে । অধীরের সঙ্গে বিজেপির সেটিং তত্ত্বের অভিযোগ বারবার তৃণমূলের তরফে তোলা হয়েছে ৷ তাই প্রশ্ন উঠেছে, এবারও কি কারও ঘর ভেঙে নিজের ঘর সাজাতে চাইছেন অধীর ?
একই সঙ্গে সাংবাদিক বৈঠক থেকে অধীর বলেন, ‘‘ডায়মন্ড হারবারে কে প্রার্থী দেবে, তা নিয়ে সিপিএম ও আইএসএফের মধ্যে কথা হচ্ছিল । আমরা আইএসএফের সঙ্গে ছিলাম না । তবে আসন ফাঁকা থাকলে আমরা প্রস্তুত আছি ।’’
আরও পড়ুন: