ETV Bharat / politics

অধীরের গলায় বাম উত্তরীয়, সেলিমের মনোনয়নে জোটের বার্তা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Adhir draped in Left scarf: অধীররঞ্জন চৌধুরীর গলায় বাম উত্তরীয় ৷ তাঁর সঙ্গে মিছিল করে গিয়ে মনোনয়ন পত্র পেশ করলেন মহম্মদ সেলিম ৷ মুর্শিদাবাদে কংগ্রেস ও সিপিআইএম-এর জোটের বার্তা দিলেন এই দুই নেতা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 3:24 PM IST

Updated : Apr 18, 2024, 5:45 PM IST

সেলিমের মনোনয়ন পেশের মিছিলে অধীরের গলায় বাম উত্তরীয়

বহরমপুর, 18 এপ্রিল: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গলায় সিপিএমের প্রতীক আঁকা উত্তরীয় । একই উত্তরীয় পরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমের গলায় । লোকসভা ভোটে জোটের বার্তা দিয়ে এভাবেই হাতে হাত ধরে, পায়ে পা মেলালেন দুই নেতা ৷ তাঁদের দাবি, আগামী দিনে মুর্শিদাবাদ বাংলাকে পথ দেখাবে ।

বৃহস্পতিবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন মনোনয়ন পত্র জমা দেন । মিছিল করে তাঁর সঙ্গে যান কংগ্রেস ও সিপিআইএম সমর্থকরা ৷ অধীরকে সঙ্গে নিয়ে এ দিন মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান মহম্মদ সেলিমও । সেলিমকে পাশে নিয়ে মিছিলে হাঁটেন অধীর। মহম্মদ সেলিমের হাত ধরে বুঝিয়ে দিলেন, মুর্শিদাবাদ জেলায় বাম ও কংগ্রেস জোটে কোনও ফাটল নেই ।

বহরমপুরের এফইউসি মাঠ থেকে এ দিন মিছিল করে জেলাশাসকের দফতরে যান অধীর ও সেলিম । মিছিলে যোগ দেন বহু সংখ্যাক বাম ও কংগ্রেস সমর্থক ৷ মুর্শিদাবাদে জোটের বার্তায় দারুণ উজ্জীবিত বাম ও কংগ্রেস সমর্থকরা । শুরু থেকেই মিছিলের অগ্রভাগে হাত ধরাধরি করে হাঁটেন বাম ও কংগ্রেসের জোটের অন্যতম দুই সেনাপতি । যদিও মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ভিতরে যাননি অধীর । জোটের হয়ে মহম্মদ সেলিমের সঙ্গে ছিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম বলেন, "এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই । মুর্শিদাবাদ বাংলাকে পথ দেখাবে ।"

এ দিন শক্তিপুরের ঘটনা নিয়ে সেলিম বলেন, "ধর্মের নামে শক্তিপুরে বিজেপি-তৃণমূল শক্তি প্রদর্শন করছে । ধর্মের নামে ভোট বিভাজনের চেষ্টা করছে । বাংলার মানুষ মোদি আর মমতাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে দেবে ।" আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় অভিযোগ তুলেছেন যে, রামনবমীর আগে পরিকল্পিতভাবে ডিআইজি মুকেশ কুমারকে নির্বাচন কমিশন অপসারণ করেছে । এ প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, "মুকেশ কুমারের বিরুদ্ধে আমি এবং অধীর চৌধুরী অভিযোগ করেছিলাম ।"

আরও পড়ুন:

  1. 'মুর্শিদাবাদের ঘটনা পূর্বপরিকল্পিত', কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা
  2. শক্তিপুরে ঢোকার 14 কিলোমিটার আগে থেকে 144 ধারা, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল
  3. মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা

সেলিমের মনোনয়ন পেশের মিছিলে অধীরের গলায় বাম উত্তরীয়

বহরমপুর, 18 এপ্রিল: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গলায় সিপিএমের প্রতীক আঁকা উত্তরীয় । একই উত্তরীয় পরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমের গলায় । লোকসভা ভোটে জোটের বার্তা দিয়ে এভাবেই হাতে হাত ধরে, পায়ে পা মেলালেন দুই নেতা ৷ তাঁদের দাবি, আগামী দিনে মুর্শিদাবাদ বাংলাকে পথ দেখাবে ।

বৃহস্পতিবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন মনোনয়ন পত্র জমা দেন । মিছিল করে তাঁর সঙ্গে যান কংগ্রেস ও সিপিআইএম সমর্থকরা ৷ অধীরকে সঙ্গে নিয়ে এ দিন মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান মহম্মদ সেলিমও । সেলিমকে পাশে নিয়ে মিছিলে হাঁটেন অধীর। মহম্মদ সেলিমের হাত ধরে বুঝিয়ে দিলেন, মুর্শিদাবাদ জেলায় বাম ও কংগ্রেস জোটে কোনও ফাটল নেই ।

বহরমপুরের এফইউসি মাঠ থেকে এ দিন মিছিল করে জেলাশাসকের দফতরে যান অধীর ও সেলিম । মিছিলে যোগ দেন বহু সংখ্যাক বাম ও কংগ্রেস সমর্থক ৷ মুর্শিদাবাদে জোটের বার্তায় দারুণ উজ্জীবিত বাম ও কংগ্রেস সমর্থকরা । শুরু থেকেই মিছিলের অগ্রভাগে হাত ধরাধরি করে হাঁটেন বাম ও কংগ্রেসের জোটের অন্যতম দুই সেনাপতি । যদিও মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ভিতরে যাননি অধীর । জোটের হয়ে মহম্মদ সেলিমের সঙ্গে ছিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম বলেন, "এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই । মুর্শিদাবাদ বাংলাকে পথ দেখাবে ।"

এ দিন শক্তিপুরের ঘটনা নিয়ে সেলিম বলেন, "ধর্মের নামে শক্তিপুরে বিজেপি-তৃণমূল শক্তি প্রদর্শন করছে । ধর্মের নামে ভোট বিভাজনের চেষ্টা করছে । বাংলার মানুষ মোদি আর মমতাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে দেবে ।" আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় অভিযোগ তুলেছেন যে, রামনবমীর আগে পরিকল্পিতভাবে ডিআইজি মুকেশ কুমারকে নির্বাচন কমিশন অপসারণ করেছে । এ প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, "মুকেশ কুমারের বিরুদ্ধে আমি এবং অধীর চৌধুরী অভিযোগ করেছিলাম ।"

আরও পড়ুন:

  1. 'মুর্শিদাবাদের ঘটনা পূর্বপরিকল্পিত', কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা
  2. শক্তিপুরে ঢোকার 14 কিলোমিটার আগে থেকে 144 ধারা, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল
  3. মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা
Last Updated : Apr 18, 2024, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.