বহরমপুর, 18 এপ্রিল: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গলায় সিপিএমের প্রতীক আঁকা উত্তরীয় । একই উত্তরীয় পরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমের গলায় । লোকসভা ভোটে জোটের বার্তা দিয়ে এভাবেই হাতে হাত ধরে, পায়ে পা মেলালেন দুই নেতা ৷ তাঁদের দাবি, আগামী দিনে মুর্শিদাবাদ বাংলাকে পথ দেখাবে ।
বৃহস্পতিবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন মনোনয়ন পত্র জমা দেন । মিছিল করে তাঁর সঙ্গে যান কংগ্রেস ও সিপিআইএম সমর্থকরা ৷ অধীরকে সঙ্গে নিয়ে এ দিন মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান মহম্মদ সেলিমও । সেলিমকে পাশে নিয়ে মিছিলে হাঁটেন অধীর। মহম্মদ সেলিমের হাত ধরে বুঝিয়ে দিলেন, মুর্শিদাবাদ জেলায় বাম ও কংগ্রেস জোটে কোনও ফাটল নেই ।
বহরমপুরের এফইউসি মাঠ থেকে এ দিন মিছিল করে জেলাশাসকের দফতরে যান অধীর ও সেলিম । মিছিলে যোগ দেন বহু সংখ্যাক বাম ও কংগ্রেস সমর্থক ৷ মুর্শিদাবাদে জোটের বার্তায় দারুণ উজ্জীবিত বাম ও কংগ্রেস সমর্থকরা । শুরু থেকেই মিছিলের অগ্রভাগে হাত ধরাধরি করে হাঁটেন বাম ও কংগ্রেসের জোটের অন্যতম দুই সেনাপতি । যদিও মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ভিতরে যাননি অধীর । জোটের হয়ে মহম্মদ সেলিমের সঙ্গে ছিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম বলেন, "এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই । মুর্শিদাবাদ বাংলাকে পথ দেখাবে ।"
এ দিন শক্তিপুরের ঘটনা নিয়ে সেলিম বলেন, "ধর্মের নামে শক্তিপুরে বিজেপি-তৃণমূল শক্তি প্রদর্শন করছে । ধর্মের নামে ভোট বিভাজনের চেষ্টা করছে । বাংলার মানুষ মোদি আর মমতাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে দেবে ।" আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় অভিযোগ তুলেছেন যে, রামনবমীর আগে পরিকল্পিতভাবে ডিআইজি মুকেশ কুমারকে নির্বাচন কমিশন অপসারণ করেছে । এ প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, "মুকেশ কুমারের বিরুদ্ধে আমি এবং অধীর চৌধুরী অভিযোগ করেছিলাম ।"
আরও পড়ুন: