বহরমপুর, 1 মার্চ: কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ বিভ্রান্ত করার চেষ্টা করবে বলে দাবি করলেন অধীররঞ্জন চৌধুরী । শুক্রবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠক থেকে এই বিস্ফোরক দাবি করেছেন তিনি ৷ তাঁর আরও দাবি, তৃণমূল নেতারা কেন্দ্রীয় বাহিনীকে মদ-মাংস খাইয়ে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে । প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘আমি কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সতর্ক থাকতে বলব । কেন্দ্র ও নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করব ।’’
লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে ৷ শুক্রবার মুর্শিদাবাদে পৌঁছেছে ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তিন কোম্পানি করে দু’টি জায়গায় তাদের রাখা হবে । প্রত্যেক থানায় রুটমার্চ করানো হবে । আগামী 7 মার্চ এই জেলায় আসছে আরও দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । বিভিন্ন স্কুলে তাঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে । তার জন্য সংশ্লিষ্ট স্কুলগুলিতে ছুটি ঘোষণাও করা হচ্ছে । আপাতত আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দখলে চলে যাবে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলা মুর্শিদাবাদ ।
তার আগেই কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন প্রলোভন দিয়ে ম্যানেজ করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী । এ দিন তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে প্রলোভন দেখাবে তৃণমূল । মদ-মাংস খাইয়ে টাকা দিয়ে তাদের ম্যানেজ করার চেষ্টা করা হবে । কেন্দ্রীয় বাহিনীকে আমি সতর্ক থাকতে বলব । কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানিয়ে আমি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব ।’’
তিনি আরও বলেন, ‘‘ কেন্দ্র বাহিনীকে প্রলোভিত করার চেষ্টা করবে তৃণমূল নেতৃত্ব । কারণ, তৃণমূলের টাকার অভাব নেই । চুরির টাকা খাইয়ে সাধারণ কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার চেষ্টা করা হবে । পুলিশ মিথ্যা কথা বলে কেন্দ্র বাহিনীকে ভুল বোঝাবে । কারণ, বুঝতে হবে কেন্দ্রীয় বাহিনীর নিচে আছে রাজ্য পুলিশ ।’’
একই সঙ্গে শেখ শাহজাহানকে নিয়ে কার্যত শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তিনি বলেন, ‘‘জেলখানা শাহজাহানের অপারেটিং সেন্টার হবে । কমান্ড অফিস হবে । জেলখানা থেকেই সব নিয়ন্ত্রণ করবে শাহজাহান ।’’
সিআইডির প্রশ্নের জবাব দিতে চাইছে না শেখ শাহজাহান । একই প্রশ্নের উত্তর বারবার দেব না বলে নাকি তিনি জানিয়েছে । এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘‘শাহজাহান সিআইডির প্রশ্নের উত্তর দিতে জেলখানায় যায়নি । কারণ, প্রভু চাকরের প্রশ্নের উত্তর দেয় না । শেখ শাহজাহান জেলে গিয়েছে মাংস, পোলাও বিরিয়ানি খেতে । মমতা বন্দ্যোপাধ্য়ায় বলে দিয়েছেন, ভোট এলে তুমি জেল থেকেই সব নিয়ন্ত্রণ করো । এখন বিশ্রাম নাও ।’’
আরও পড়ুন: