ETV Bharat / politics

শিলিগুড়িতে রাহুলের সভার অনুমতি দিচ্ছে না মমতার সরকার, অসহযোগিতার অভিযোগ অধীরের - রাহুল গান্ধি

Adhir Ranjan Chowdhury: পশ্চিমবঙ্গে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পুলিশ-প্রশাসন অসহযোগিতা করছে বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ তাঁর অভিযোগ, শিলিগুড়িতে রাহুল গান্ধির সভার অনুমতি দেওয়া হচ্ছে না ৷

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 3:28 PM IST

Updated : Jan 26, 2024, 3:47 PM IST

শিলিগুড়িতে রাহুলের সভার অনুমতি দিচ্ছে না মমতার সরকার, অসহযোগিতার অভিযোগ অধীরের

শিলিগুড়ি, 26 জানুয়ারি: রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কংগ্রেস ৷ এই অভিযোগ তুলেছেন স্বয়ং লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা এই রাজ্যে কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ তিনি বলেন, "বাংলাতেও রাহুল গান্ধীর ন্যায় যাত্রার জন্য পুলিশ প্রশাসন কোনও সহযোগিতা করছে না ।’’

গত 14 জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্যায় শুরু করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এবারের যাত্রার পোশাকী নাম - ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ মণিপুর, নাগাল্যান্ড ও অসম হয়ে বৃহস্পতিবার এই যাত্রা প্রবেশ করে পশ্চিমবঙ্গে ৷ দু’দফায় পাঁচদিন রাহুলের এই যাত্রা নিয়ে বাংলায় থাকার কথা ছিল ৷ কিন্তু বৃহস্পতিবার কোচবিহারে কিছুটা এগনোর পর তিনি নয়াদিল্লি ফিরে গিয়েছেন ৷ রবিবার আবার তাঁর এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ৷

কিন্তু তার আগে রাহুলের দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অধীর চৌধুরী যা অভিযোগ তুললেন, তা নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷ শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভারত জোড়ো ন্যায় যাত্রার শুরু থেকেই বাধা আসছে । যদিও সব বাধা পেরিয়েই ভারত জোড়ো ন্যায় যাত্রা এগিয়ে চলেছে সফলতার সঙ্গে । এ রাজ্যেও বাধা আসছে । রাহুল গান্ধির সভার অনুমতি মিলছে না শিলিগুড়িতে ।"

এ দিন 75তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে শিলিগুড়িতে থানা মোড় সংলগ্ন এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন অধীররঞ্জন চৌধুরী । পরে শহিদ বেদিতে শ্রদ্ধা জানান । সেখানেই এই কথা বলেন তিনি ৷ পাশাপাশি আক্ষেপের সুরে তাঁকে বলতে শোনা যায়, "পশ্চিমবঙ্গে যে ধরনের সহযোগিতা আশা করেছিলাম তা মিলছে না ।" তাই তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘‘এই যাত্রা ভোটের জন্য নয় । এই যাত্রা সংবিধান রক্ষার যাত্রা ।’’

উল্লেখ্য, গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্য়ে জোট সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ৷ তৃণমূল আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় একাই লড়াই করবে বলেও তিনি জানিয়েছেন ৷ কিন্তু জাতীয়স্তরে তিনি ‘ইন্ডিয়া’র সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন ৷ অথচ কংগ্রেসের দাবি, সেই ‘ইন্ডিয়া’র শরিকের শীর্ষনেতা রাহুল গান্ধির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ৷

আরও পড়ুন:

  1. ভাঙন আরও স্পষ্ট, রাহুলের ন্যায় যাত্রায় তৃণমূলের বিক্ষোভ
  2. পুলিশের চাকরির পরীক্ষা, প্রশাসনের অনুরোধে কাটছাঁট রাহুলের কর্মসূচি
  3. রাহুলের ন্যায় যাত্রায় মমতাকে ফের আমন্ত্রণ জয়রামের, নমণীয় কংগ্রেস

শিলিগুড়িতে রাহুলের সভার অনুমতি দিচ্ছে না মমতার সরকার, অসহযোগিতার অভিযোগ অধীরের

শিলিগুড়ি, 26 জানুয়ারি: রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কংগ্রেস ৷ এই অভিযোগ তুলেছেন স্বয়ং লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা এই রাজ্যে কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ তিনি বলেন, "বাংলাতেও রাহুল গান্ধীর ন্যায় যাত্রার জন্য পুলিশ প্রশাসন কোনও সহযোগিতা করছে না ।’’

গত 14 জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্যায় শুরু করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এবারের যাত্রার পোশাকী নাম - ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ মণিপুর, নাগাল্যান্ড ও অসম হয়ে বৃহস্পতিবার এই যাত্রা প্রবেশ করে পশ্চিমবঙ্গে ৷ দু’দফায় পাঁচদিন রাহুলের এই যাত্রা নিয়ে বাংলায় থাকার কথা ছিল ৷ কিন্তু বৃহস্পতিবার কোচবিহারে কিছুটা এগনোর পর তিনি নয়াদিল্লি ফিরে গিয়েছেন ৷ রবিবার আবার তাঁর এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ৷

কিন্তু তার আগে রাহুলের দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অধীর চৌধুরী যা অভিযোগ তুললেন, তা নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷ শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভারত জোড়ো ন্যায় যাত্রার শুরু থেকেই বাধা আসছে । যদিও সব বাধা পেরিয়েই ভারত জোড়ো ন্যায় যাত্রা এগিয়ে চলেছে সফলতার সঙ্গে । এ রাজ্যেও বাধা আসছে । রাহুল গান্ধির সভার অনুমতি মিলছে না শিলিগুড়িতে ।"

এ দিন 75তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে শিলিগুড়িতে থানা মোড় সংলগ্ন এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন অধীররঞ্জন চৌধুরী । পরে শহিদ বেদিতে শ্রদ্ধা জানান । সেখানেই এই কথা বলেন তিনি ৷ পাশাপাশি আক্ষেপের সুরে তাঁকে বলতে শোনা যায়, "পশ্চিমবঙ্গে যে ধরনের সহযোগিতা আশা করেছিলাম তা মিলছে না ।" তাই তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘‘এই যাত্রা ভোটের জন্য নয় । এই যাত্রা সংবিধান রক্ষার যাত্রা ।’’

উল্লেখ্য, গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্য়ে জোট সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ৷ তৃণমূল আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় একাই লড়াই করবে বলেও তিনি জানিয়েছেন ৷ কিন্তু জাতীয়স্তরে তিনি ‘ইন্ডিয়া’র সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন ৷ অথচ কংগ্রেসের দাবি, সেই ‘ইন্ডিয়া’র শরিকের শীর্ষনেতা রাহুল গান্ধির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ৷

আরও পড়ুন:

  1. ভাঙন আরও স্পষ্ট, রাহুলের ন্যায় যাত্রায় তৃণমূলের বিক্ষোভ
  2. পুলিশের চাকরির পরীক্ষা, প্রশাসনের অনুরোধে কাটছাঁট রাহুলের কর্মসূচি
  3. রাহুলের ন্যায় যাত্রায় মমতাকে ফের আমন্ত্রণ জয়রামের, নমণীয় কংগ্রেস
Last Updated : Jan 26, 2024, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.