বহরমপুর, 10 মার্চ: ইউসুফ পাঠানকে নর্দমায় নামাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে যোগ্য সম্মান জানাতে হলে তাঁকে রাজ্যসভায় আনতে হত । বহরমপুরে তৃণমূলের প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা হওয়ার পর রবিবার এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তাঁর দাবি, বহরমপুরে মুসলিম প্রার্থী দিয়ে তৃণমূল ভোট বিভাজনের খেলা খেলছে ।
বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান । এ বিষয়ে অধীর রঞ্জন চৌধুরীর কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "একজন ভারতীয় দলের ক্রিকেটারকে মমতা বন্দোপাধ্যায় সম্মান জানাতে জানেন না । যদি সত্যিই তাঁকে সম্মান জানাতেন তাহলে যেখানে উনি চিটফান্ডের লোককে রাজ্যসভায় নিয়ে যাচ্ছেন সেখানে ইউসুফ পাঠানের মত ভারতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়কে রাজ্যসভার সদস্য করে সম্মান জানাতে পারতেন । আমি আমাদের দলীয় মিটিংয়ে অনেকবার বলেছি যে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল পার্টি কোনও না কোনও মুসলিম প্রার্থী দেবে । এই বিষয়ে তাদের রাজনৈতিক একটি ব্যাখ্যা আছে । বহরমপুর লোকসভা ভোটে সংখ্যালঘু ভোটকে বিভাজন করাই উদ্দেশ্য । ভোট বিভাজন চাইছে তৃণমূল ৷"
তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই কার্যত ঢোক গিললেন অধীর চৌধুরী । চাপের মুখেই ইউসুফের হয়ে ব্যাট ধরে মমতার সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ 2014 লোকসভা নির্বাচনে রাজ্যে সবথেকে বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী । 2019 সালে তাঁরই হাতে গড়া শিষ্য তৃণমূলের প্রার্থী অপূর্ণ সরকারের কাছে কার্যত তীরে এসে তরী ডোবার মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন । ভোটের ব্যবধান এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় এবার জয় নিয়ে কার্যত কংগ্রেস শিবির কিছুটা হলেও চিন্তিত । গতবার বিজেপি প্রার্থী কার্যত অধীর চৌধুরীকে ওয়াকওভার দিয়েছিল । এবার বিজেপি প্রার্থী জেলার জনপ্রিয় চিকিৎসক নির্মল সাহা । তৃণমূলও গুজরাত থেকে তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে বহরমপুর লোকসভায় দাঁড় করিয়েছে । ফলে এবার বহরমপুরে ত্রিমুখী লড়াই । তবে দুঁদে রাজনৈতিক অধীর চৌধুরী কী তাস খেলেন সেদিকেই তাকিয়ে থাকবে অনেকে ।
আরও পড়ুন :