ETV Bharat / politics

'তারিখ ঠিক করুন', মোদি-শাহকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ অভিষেক-ডেরেকের - Abhishek Derek Challenge Modi Shah

Abhishek-Derek Challenge Modi-Shah: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও' ব্রায়েন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 1:02 PM IST

Updated : Mar 14, 2024, 1:35 PM IST

কলকাতা, 14 মার্চ: লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ জানাল তৃণমূল নেতৃত্ব ৷ বিজেপি শীর্ষ নেতৃত্বকে তাঁর সঙ্গে মুখোমুখি 'ওয়ান অন ওয়ান' বিতর্কে অংশ নেওয়ার জন্য এক্স হ্যান্ডেলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর পোস্টটি রিটুইট করে ডেরেক ও' ব্রায়েন সরাসরি মোদি ও শাহকে বিতর্কে যোগ দেওয়ার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন ৷

লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে 'বঞ্চনার প্রতিবাদে' বাংলার অধিকার যাত্রা শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবার থেকে শুরু হবে তাঁদের তফশিলি সংলাপ কর্মসূচি ৷ দরজায় দরজায় গিয়ে জনসংযোগের সময় বিজেপির বিরুদ্ধে প্রচার চালানোর পাশাপাশি এ বার গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাল রাজ্যের শাসকদল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ দিন তাঁর এক্স হ্যান্ডল থেকে তীব্র আক্রমণ করেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে ৷ তাঁর অভিযোগ, জনগণের টাকা নষ্ট করে মিথ্যাচার ছড়াচ্ছে বিজেপি ৷

অভিষেক তাঁর পোস্টে বিজেপির উদ্দেশে লিখেছেন, "সর্বভারতীয় বিজেপিকে বলছি, মিথ্যাচার ছড়ানোর জন্য পাবলিক ফান্ড নষ্ট করছেন । আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে ওয়ান অন অন বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি ৷ 2021 সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে তাদের পরাজয়ের পর থেকে আবাস যোজনা ও মনরেগার মতো প্রকল্পগুলিতে একটিও পয়সা বরাদ্দ করে থাকলে তার প্রমাণ দিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন ৷"

অভিষেকের এই পোস্টটি রিটুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন ৷ তিনি একেবারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পোস্টটিতে ট্যাগ করে মোদি ও শাহকে মুখোমুখি বিতর্কে বসার জন্য খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৷ ডেরেক লিখেছেন, "একটি বিতর্কের জন্য খোলা চ্যালেঞ্জ নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ৷ তারিখ ঠিক করুন ৷ অপেক্ষা করছি ৷"

অভিষেক ও ডেরেক চ্যালেঞ্জ জানালেও এ বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও জানা যায়নি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখনও সরাসরি কোনও প্রশ্ন নেন না বলে এর আগেও তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন বিরোধীরা ৷ এ বার তৃণমূল নেতৃত্বের আক্রমণের কী জবাব দেয় বিজেপি শীর্ষ নেতৃত্ব সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. বৃহস্পতিতেই বিজেপিতে অর্জুন, সঙ্গী তৃণমূলের 'বড়' নেতা
  2. 'ছবি তোলার জন্য আদিবাসীদের ব্যবহার করে বিজেপি', তফশিলির সংলাপ শোনাবে তৃণমূল
  3. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী

কলকাতা, 14 মার্চ: লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ জানাল তৃণমূল নেতৃত্ব ৷ বিজেপি শীর্ষ নেতৃত্বকে তাঁর সঙ্গে মুখোমুখি 'ওয়ান অন ওয়ান' বিতর্কে অংশ নেওয়ার জন্য এক্স হ্যান্ডেলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর পোস্টটি রিটুইট করে ডেরেক ও' ব্রায়েন সরাসরি মোদি ও শাহকে বিতর্কে যোগ দেওয়ার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন ৷

লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে 'বঞ্চনার প্রতিবাদে' বাংলার অধিকার যাত্রা শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবার থেকে শুরু হবে তাঁদের তফশিলি সংলাপ কর্মসূচি ৷ দরজায় দরজায় গিয়ে জনসংযোগের সময় বিজেপির বিরুদ্ধে প্রচার চালানোর পাশাপাশি এ বার গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাল রাজ্যের শাসকদল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ দিন তাঁর এক্স হ্যান্ডল থেকে তীব্র আক্রমণ করেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে ৷ তাঁর অভিযোগ, জনগণের টাকা নষ্ট করে মিথ্যাচার ছড়াচ্ছে বিজেপি ৷

অভিষেক তাঁর পোস্টে বিজেপির উদ্দেশে লিখেছেন, "সর্বভারতীয় বিজেপিকে বলছি, মিথ্যাচার ছড়ানোর জন্য পাবলিক ফান্ড নষ্ট করছেন । আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে ওয়ান অন অন বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি ৷ 2021 সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে তাদের পরাজয়ের পর থেকে আবাস যোজনা ও মনরেগার মতো প্রকল্পগুলিতে একটিও পয়সা বরাদ্দ করে থাকলে তার প্রমাণ দিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন ৷"

অভিষেকের এই পোস্টটি রিটুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন ৷ তিনি একেবারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পোস্টটিতে ট্যাগ করে মোদি ও শাহকে মুখোমুখি বিতর্কে বসার জন্য খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৷ ডেরেক লিখেছেন, "একটি বিতর্কের জন্য খোলা চ্যালেঞ্জ নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ৷ তারিখ ঠিক করুন ৷ অপেক্ষা করছি ৷"

অভিষেক ও ডেরেক চ্যালেঞ্জ জানালেও এ বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও জানা যায়নি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখনও সরাসরি কোনও প্রশ্ন নেন না বলে এর আগেও তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন বিরোধীরা ৷ এ বার তৃণমূল নেতৃত্বের আক্রমণের কী জবাব দেয় বিজেপি শীর্ষ নেতৃত্ব সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. বৃহস্পতিতেই বিজেপিতে অর্জুন, সঙ্গী তৃণমূলের 'বড়' নেতা
  2. 'ছবি তোলার জন্য আদিবাসীদের ব্যবহার করে বিজেপি', তফশিলির সংলাপ শোনাবে তৃণমূল
  3. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী
Last Updated : Mar 14, 2024, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.