ETV Bharat / politics

রাজনীতিতে যাওয়ার জন্য বিচারপতির পদকে ব্যবহার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়: শোভনদেব - TMC

Abhijit Gangopadhyay Used Post of Judge: বিচারপতির পদকে ব্যবহারের অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ আর এই অভিযোগ তুললেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, বিচারপতির আসনে বসে রাজনৈতিক মন্তব্য করে গিয়েছিলেন তিনি ৷ তখনই বোঝা উচিত ছিল, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যাওয়ার পরিকল্পনা করছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 6:30 PM IST

কলকাতা, 5 মার্চ: রাজনীতিতে যাওয়ার জন্য বিচারপতির পদকে ব্যবহার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এমনটাই মনে করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তাঁর কথায়, "বিচারপতির আসনে বসে যখন রাজনৈতিক নেতার মতো কথা বলছিলেন, তখন আমাদের মনে হয়েছিল কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলে যাওয়ার পথ তৈরি করছেন ৷ আজ সেই আশঙ্কাই সত্যি হল ৷"

খড়দার বিধায়কের মতে, "রাজনীতির পথ পাওয়ার জন্য বিচারপতির আসনকে ব্যবহার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷" আজ কলকাতা পৌরনিগমের সমবায় ব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শোভনদেব ৷

গত রবিবার সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, বৃহত্তর স্বার্থের কথা ভেবে রাজনীতিতে যোগদানের মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন ৷ সেজন্য পদত্যাগ করছেন তিনি ৷ তবে সে সময় খোলসা করে তিনি বলেননি, কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন ৷ আজ তিনি জানিয়ে দেন, আগামী 7 মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ একই সঙ্গে নারোদা কেলেঙ্কারিতে শুভেন্দুর নাম জরানো নিয়েও মুখ খোলেন তিনি ৷ তারও জবাব দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷

এদিন রাজ্যের এই প্রবীণ মন্ত্রী বলেন, "রাজনৈতিকভাবে ওনার লক্ষ্য সফল হয়েছে ৷ বিচারপতির আসনে বসে অনেকটা রাজনৈতিক নেতার মতো কথা বলছিলেন তিনি ৷ তখনই আমাদের সন্দেহ হয়েছিল ৷ আমাদের মনে হয়েছিল উনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন বলেই এই ধরনের কথা বলছেন ৷ উনি ওনার লক্ষ্যে সফল হয়েছেন ৷ বিচারপতির আসনকে ব্যবহার করে যে, রাজনৈতিক দলে প্রবেশ করা যায়, লোকসভা বা বিধানসভার প্রার্থী হওয়া যায়, সেটা উনি জানতেন উনি বুদ্ধিমান লোক ৷

শোভনদেবের মতে, সুচতুরভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদটিকে ব্যবহার করেছেন ৷ তিনি অভিযোগ করেছেন, "এ ধরনের ঘটনার কারণেই গোটা ভারতবর্ষের মানুষের বিচার ব্যবস্থার প্রতি যে ভরসা ছিল, সেটা আসতে চলে যাচ্ছে ৷ বিচারপতির আসনে বসে সেই পথটিকে যদি রাজনীতিতে প্রবেশের জন্য ব্যবহার করা হয়, সেটা দেশের প্রতি দুর্ভাগ্যজনক এবং সংবিধানের জন্যও ৷ এমনটা চলতে থাকলে আগামিদিন সাধারণ মানুষ বিচারব্যবস্থাকে ভরসা করতে পারবে কিনা সন্দেহ !"

এদিন তৃণমূল কংগ্রেসকে নিয়েও কটাক্ষ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "শুধু আজকে নয়, বিগত কয়েকদিন ধরেই উনি এ ধরনের কথা বলছেন ৷ 2021 সালের নির্বাচনে একবার মানুষ প্রমাণ করে দিয়েছে ৷ 24-এ আরও একবার মানুষ প্রমাণ করে দেবে ৷ উনি যাই বলুন মানুষের আস্থা তৃণমূল কংগ্রেসের উপর রয়েছে ৷ তৃণমূল আসলে মানুষের দল না দুর্বৃত্তদের দল, সবটাই জবাব দিতে পারে মানুষ ৷ উনি যা বলছেন তার জবাব দেবে মানুষই ৷"

আরও পড়ুন:

  1. তালপাতার সেপাই! ডায়মন্ডহারবারে দাঁড়ালে লক্ষ ভোটে হারাব; অভিষেককে কটাক্ষ অভিজিতের
  2. তৃণমূলের অপমানজনক মন্তব্যই বিজেপিতে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
  3. কালীঘাটে মঞ্চ বেঁধে জবাব দেব, মমতার কটাক্ষে হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা, 5 মার্চ: রাজনীতিতে যাওয়ার জন্য বিচারপতির পদকে ব্যবহার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এমনটাই মনে করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তাঁর কথায়, "বিচারপতির আসনে বসে যখন রাজনৈতিক নেতার মতো কথা বলছিলেন, তখন আমাদের মনে হয়েছিল কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলে যাওয়ার পথ তৈরি করছেন ৷ আজ সেই আশঙ্কাই সত্যি হল ৷"

খড়দার বিধায়কের মতে, "রাজনীতির পথ পাওয়ার জন্য বিচারপতির আসনকে ব্যবহার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷" আজ কলকাতা পৌরনিগমের সমবায় ব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শোভনদেব ৷

গত রবিবার সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, বৃহত্তর স্বার্থের কথা ভেবে রাজনীতিতে যোগদানের মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন ৷ সেজন্য পদত্যাগ করছেন তিনি ৷ তবে সে সময় খোলসা করে তিনি বলেননি, কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন ৷ আজ তিনি জানিয়ে দেন, আগামী 7 মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ একই সঙ্গে নারোদা কেলেঙ্কারিতে শুভেন্দুর নাম জরানো নিয়েও মুখ খোলেন তিনি ৷ তারও জবাব দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷

এদিন রাজ্যের এই প্রবীণ মন্ত্রী বলেন, "রাজনৈতিকভাবে ওনার লক্ষ্য সফল হয়েছে ৷ বিচারপতির আসনে বসে অনেকটা রাজনৈতিক নেতার মতো কথা বলছিলেন তিনি ৷ তখনই আমাদের সন্দেহ হয়েছিল ৷ আমাদের মনে হয়েছিল উনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন বলেই এই ধরনের কথা বলছেন ৷ উনি ওনার লক্ষ্যে সফল হয়েছেন ৷ বিচারপতির আসনকে ব্যবহার করে যে, রাজনৈতিক দলে প্রবেশ করা যায়, লোকসভা বা বিধানসভার প্রার্থী হওয়া যায়, সেটা উনি জানতেন উনি বুদ্ধিমান লোক ৷

শোভনদেবের মতে, সুচতুরভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদটিকে ব্যবহার করেছেন ৷ তিনি অভিযোগ করেছেন, "এ ধরনের ঘটনার কারণেই গোটা ভারতবর্ষের মানুষের বিচার ব্যবস্থার প্রতি যে ভরসা ছিল, সেটা আসতে চলে যাচ্ছে ৷ বিচারপতির আসনে বসে সেই পথটিকে যদি রাজনীতিতে প্রবেশের জন্য ব্যবহার করা হয়, সেটা দেশের প্রতি দুর্ভাগ্যজনক এবং সংবিধানের জন্যও ৷ এমনটা চলতে থাকলে আগামিদিন সাধারণ মানুষ বিচারব্যবস্থাকে ভরসা করতে পারবে কিনা সন্দেহ !"

এদিন তৃণমূল কংগ্রেসকে নিয়েও কটাক্ষ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "শুধু আজকে নয়, বিগত কয়েকদিন ধরেই উনি এ ধরনের কথা বলছেন ৷ 2021 সালের নির্বাচনে একবার মানুষ প্রমাণ করে দিয়েছে ৷ 24-এ আরও একবার মানুষ প্রমাণ করে দেবে ৷ উনি যাই বলুন মানুষের আস্থা তৃণমূল কংগ্রেসের উপর রয়েছে ৷ তৃণমূল আসলে মানুষের দল না দুর্বৃত্তদের দল, সবটাই জবাব দিতে পারে মানুষ ৷ উনি যা বলছেন তার জবাব দেবে মানুষই ৷"

আরও পড়ুন:

  1. তালপাতার সেপাই! ডায়মন্ডহারবারে দাঁড়ালে লক্ষ ভোটে হারাব; অভিষেককে কটাক্ষ অভিজিতের
  2. তৃণমূলের অপমানজনক মন্তব্যই বিজেপিতে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
  3. কালীঘাটে মঞ্চ বেঁধে জবাব দেব, মমতার কটাক্ষে হুঁশিয়ারি শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.