কলকাতা, 5 মার্চ: জল্পনাই সত্যি হল ৷ বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ সাংবাদিক বৈঠকে নিজেই এ কথা ঘোষণা করলেন তিনি ৷ তিনি জানিয়েছেন, আগামী সাত তারিখ তিনি বিজেপিতে যোগ দেবেন ৷ তবে লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াবেন কি না, সে বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি ৷ শাসকদলের অপমানজনক মন্তব্যই তাঁকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা দিয়েছে বলে দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷
এ দিন তাঁর সল্টলেকের বাড়িতে সাংবাদিক বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি বিজেপিতে যোগ দিচ্ছি ৷ আমি লড়ব কি না সেটা বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে ৷ হয়তো 7 তারিখ বিজেপিতে যোগ দেব ৷" তিনি কেন বিজেপিতে যাচ্ছেন এই প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন,
"শাসকদল আমাকে অপমানজনক কথা বলেছে ৷ তাঁরা জাজকে উদ্দেশ্য করে গালাগালি করেছেন ৷ তাঁদের অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে বলে এসব করেছে ৷ শাসকদলের এই অপমানজনক কথাই আমাকে রাজনীতিতে আসার অনুপ্রেরণা জুগিয়েছে ৷ তাঁদের জন্যই আমি অনেক আর্থিক ক্ষতি করে অবসরের পাঁচ মাস আগে ইস্তফা দিলাম ৷ বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল, যাঁরা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে ৷ তাই আমি বিজেপিতে যোগ দিচ্ছি ৷"
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, এই তৃণমূল দল আর পশ্চিমবঙ্গে বেশিদিন টিঁকে থাকবে না । ঠিক কবে থেকে বিজেপির সঙ্গে তিনি কথাবার্তা শুরু করেন এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, গত সাত দিন ধরে তিনি বিজেপির সঙ্গে কথা বলছেন ৷ তিনি এবং বিজেপি উভয়ের পক্ষ থেকেই একে অপরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় তিনি যাবেন কি না সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি তিনি ৷ তবে তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী খুবই ভালো মানুষ ৷ তিনি খুব পরিশ্রমী ৷ দেশের জন্য তিনি খুব ভালো কাজ করছেন ৷"
বিজেপি কেন, সিপিএম বা কংগ্রেসে কেন যোগ দিলেন না ? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যুক্তি, "সিপিএমে যোগ দেব না তার কারণ হল আমি ঈশ্বর বিশ্বাসী । ধর্মে বিশ্বাস করি । তাদের সঙ্গে আমার ঠিক মিল হবে না । কংগ্রেস পারিবারিক জমিদারির একটা দল । সেখানে জয়রাম রমেশের মতো শিক্ষিত মানুষেরা থাকেন । কিন্তু তাঁরা কোনও পদ পান না । রাহুল গান্ধির মতো নেতাদের পিছনেই তাঁদের থেকে যেতে হয় ।"
এ দিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর মতে, "যাঁকে আপনারা সেনাপতি বলছেন, জানি না তিনি কোন যুদ্ধ জিতেছেন ৷ আমি তাঁরও নাম করছি না । আমি এখানে কোনও কুকথা বলতে আসিনি ৷ তাঁর নামটা আমি কুকথা বলেই মনে করি ৷ তাই নাম বলছি না ৷" অভিজিতের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত রাজনীতিবিদ, তবে অন্যজন তালপাতার সেপাই ৷
আরও পড়ুন: