সাদা চাদরে মুখ ঢাকল হিমাচল থেকে কাশ্মীর, দেখুন তুষারপাতের নৈসর্গিক অ্যালবাম - বরফ
রোজনামচা থেকে খানিক সময় বের করে পাহাড়ের কোলে হারিয়ে যেতে প্রস্তুত সকলেই। আর পাহাড়ে রওনা হওয়ার আগেই এল সুখবর। বরফের চাদরে ঢেকেছে সিমলা টু কাশ্মীর ৷ চারধারে তুষারচূড়ার মধ্যে মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন এই তুষারপাত চলবে। ছবিতে দেখে নিন প্রকৃতির এই সৌন্দর্য...
Published : Jan 31, 2024, 12:17 PM IST