ETV Bharat / lifestyle

ভুলবশত দেবীর গায়ে নীল রং দিয়ে ফেলেন শিল্পী, তারপরই মেলে স্বপ্নাদেশ !

স্বপ্নাদেশে ভুল শোধরাতে নিষেধ করেছিলেন দেবী ৷ নির্দেশ দিয়েছিলেন নীল রঙেই পুজো করার ৷ সেই থেকেই কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় বাড়ির দুর্গা নীল রঙের ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Neel Durga Puja of Krishnanagar
কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় বাড়ির অপরাজিতা (ইটিভি ভারত)

কৃষ্ণনগর, 9 অক্টোবর: নীল দুর্গা ৷ ভাবতে অবাক লাগলেও নদিয়ার কৃষ্ণনগরে চট্টোপাধ্য়ায় বাড়িতে অপরাজিতা রং অর্থাৎ নীল রঙের দুর্গা পূজিত হয়ে আসছে ৷ যদিও পুজোর শুরু ওপার বাংলায় ৷ তবে প্রতিমার গায়ের রং নীল হওয়ার নেপথ্যেও রয়েছে ইতিহাস ৷

শোনা যায়, বহু বছর আগে বাংলাদেশের বরিশাল জেলায় চট্টোপাধ্যায়দের পূর্বপুরুষদের হাতে শুরু হয়েছিল এই দুর্গাপুজো । সেই সময় কোনও বাড়িতে বিদ্যুৎ ছিল না ৷ এহেন অবস্থায় রং করার সময় আলো না থাকায় প্রতিমার গায়ে ভুলবশত নীল রং দিয়ে ফেলেন মৃৎশিল্পী ৷

নীলবর্ণা দুর্গাপুজো শুরুর ইতিহাস (ইটিভি ভারত)

এরপর তিনি গভীর চিন্তায় পড়ে যান দেবীর গায়ের রং নীল হয়ে যাওয়ায় ৷ এরপর ওই নীল রং মুছতে গেলে শিল্পী এবং বাড়ির সদস‍্যদের মা স্বপ্নাদেশ দেন ৷ সেই আদেশে দেবী জানান, তাঁকে যেন নীল অপরাজিতা বর্ণেই পুজো করা হয় ৷

সেই থেকেই নীল দুর্গা পূজিত হয়ে আসছে ৷ তবে এখন পুজো চলে এসেছে এপার বাংলার কৃষ্ণনগরে ৷ আগে এই পুজোতে বলি প্রথা থাকলেও 2006 সাল থেকে হাইকোর্টের নির্দেশে তা বন্ধ হয়ে যায় ৷ জৌলুস কমে গেলেও পুজোর চারদিন দেবীর ভোগে থাকে নানান রকমের পদ ।

Neel Durga
সপরিবারে চট্টোপাধ্যায় বাড়ির নীল দুর্গা (ইটিভি ভারত)

আজও নবমীতে কলার বড়া দেওয়ার রেওয়াজ রয়েছে ৷ এছাড়াও তেঁতো কোনও পদ রান্না করে দিতে হয় ৷ তা সে তেঁতো ডাল হোক বা শুক্তো ৷ দশমীতে পান্তাভাত, কচুর শাক, ডালের বড়া ও গন্ধরাজ লেবু দিয়ে মাকে বিদায় জানানো হয় ৷

কৃষ্ণনগর, 9 অক্টোবর: নীল দুর্গা ৷ ভাবতে অবাক লাগলেও নদিয়ার কৃষ্ণনগরে চট্টোপাধ্য়ায় বাড়িতে অপরাজিতা রং অর্থাৎ নীল রঙের দুর্গা পূজিত হয়ে আসছে ৷ যদিও পুজোর শুরু ওপার বাংলায় ৷ তবে প্রতিমার গায়ের রং নীল হওয়ার নেপথ্যেও রয়েছে ইতিহাস ৷

শোনা যায়, বহু বছর আগে বাংলাদেশের বরিশাল জেলায় চট্টোপাধ্যায়দের পূর্বপুরুষদের হাতে শুরু হয়েছিল এই দুর্গাপুজো । সেই সময় কোনও বাড়িতে বিদ্যুৎ ছিল না ৷ এহেন অবস্থায় রং করার সময় আলো না থাকায় প্রতিমার গায়ে ভুলবশত নীল রং দিয়ে ফেলেন মৃৎশিল্পী ৷

নীলবর্ণা দুর্গাপুজো শুরুর ইতিহাস (ইটিভি ভারত)

এরপর তিনি গভীর চিন্তায় পড়ে যান দেবীর গায়ের রং নীল হয়ে যাওয়ায় ৷ এরপর ওই নীল রং মুছতে গেলে শিল্পী এবং বাড়ির সদস‍্যদের মা স্বপ্নাদেশ দেন ৷ সেই আদেশে দেবী জানান, তাঁকে যেন নীল অপরাজিতা বর্ণেই পুজো করা হয় ৷

সেই থেকেই নীল দুর্গা পূজিত হয়ে আসছে ৷ তবে এখন পুজো চলে এসেছে এপার বাংলার কৃষ্ণনগরে ৷ আগে এই পুজোতে বলি প্রথা থাকলেও 2006 সাল থেকে হাইকোর্টের নির্দেশে তা বন্ধ হয়ে যায় ৷ জৌলুস কমে গেলেও পুজোর চারদিন দেবীর ভোগে থাকে নানান রকমের পদ ।

Neel Durga
সপরিবারে চট্টোপাধ্যায় বাড়ির নীল দুর্গা (ইটিভি ভারত)

আজও নবমীতে কলার বড়া দেওয়ার রেওয়াজ রয়েছে ৷ এছাড়াও তেঁতো কোনও পদ রান্না করে দিতে হয় ৷ তা সে তেঁতো ডাল হোক বা শুক্তো ৷ দশমীতে পান্তাভাত, কচুর শাক, ডালের বড়া ও গন্ধরাজ লেবু দিয়ে মাকে বিদায় জানানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.