চলছে বিয়ের মরশুম ৷ বিয়ের জন্য সাজগোজ ও পোশাক নিয়ে প্রস্তুতি চলতে থাকে বহুদিন ধরে ৷ প্রায় প্রত্যেক মেয়ের স্বপ্ন থাকে বিয়ে নিয়ে ৷ জীবনের বিশেষ দিনটা প্রত্যেকের কাছেই খুব আনন্দের । অনেক আগে থেকেই ভাবা শুরু হয়ে যায় কেমন বেনারসি পরা হবে, মেকআপ কেমন হবে ৷ বেনারসির রং, মেকআপ, হেয়ার স্টাইল- সব কিছু নিয়েই চলতে থাকে আলোচনা । বিয়ের বেনারসি প্রতিটি মেয়েরই খুব আবেগের । কেউ যেমন প্রথা মেনে বেনারসি বাছেন, তেমন আজকাল অনেকেই আবার ডিজাইনার বেনারসিও কিনছেন ।
কেউ লাল রঙের পছন্দ করেন আবার কেউ কমলা, তুঁতে, গোলাপি, পিচ, সবুজ রঙের বেনারসিও কিনে থাকেন ৷ আপনিও যদি বেনারসি লুকের আইডিয়া চান বাংলা টেলিভিশনের অভিনেত্রীদের এই লুকগুলি ফলো করতে পারেন ৷ একনজরে দেখে নিন তালিকা ৷
তৃণা সাহা: বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ তৃণা সাহা ৷ বিয়ের দিন লাল বেনারসি শাড়ি এবং সোনার গয়নায় সেজেছিলেন তৃণা । মেকআপও ছিল বেশ সুন্দর ৷ আপনি যদি বিয়ের সাজের আইডিয়া নিতে চান অভিনেত্রী তৃণা সাহার মতো লুক ক্রিয়েট করতে পারেন ৷
দর্শনা বণিক: দর্শনা বনিকের বিয়ের লুক নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছিল ৷ অভিনেত্রীর বিয়ের সাজ এতটাই মনমুগ্ধকর ছিল যে তাঁকে দেখে চোখ ফেরানোই যাচ্ছিল না । রুপোর জরিতে সোনার জল করা বেনারসি পরেছিলেন তিনি ৷ এই শাড়ির সঙ্গে এলবো স্লিভ ব্লাউজ ছিল যা দেখতে লাগছিল অসাধারণ ৷ শাড়ির সঙ্গে গয়নাও বেশ সুন্দর ছিল ৷ কপালে খুব সাধারণ ডিজাইনের কলকা ও মুকুটের ডিজাইনও নজরকাড়া ৷ আপনিও চাইলে এই লুক ক্রিয়েট করতে পারেন ৷ আপনাকেও লাগতে পারে অসাধারণ ৷
কৌশাম্বি চক্রবর্তী: টলি অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীকে সবাই চেনেন ৷ সদ্য কিছুদিন আগেই বিয়ে সেরেছেন ৷ বিয়ের লুক কীভাবে করবেন এই নিয়ে চিন্তিত থাকলে এই অভিনেত্রীর মতো লুক ক্রিয়েট করতে পারেন ৷ বিয়ের সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া । কৌশাম্বী সেজেছেন লাল বেনারসিতে । মাথায় লাল ওড়না । গলায় সোনার হার । নাকে নথ । যা দেখতে অসাধারণ ৷
রূপসা চট্টোপাধ্যায়: সাবেকি বেনারসিতে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের সাজ অসাধারণ ৷ বিয়ের জন্যে মেরুন রঙের বেনারসি বেছে নিয়েছিলেন কনে ৷ সঙ্গে গা ভর্তি সোনার গয়না । মাথায় সুন্দর ডিজাইনের শোলার মুকুট ৷ আপনি যদি লাল বাদ দিয়ে অন্য ধরনের কোনও রঙ বাছতে চান অভিনেত্রীর মতো এই লুকও ক্রিয়েট করতে পারেন ৷