ETV Bharat / lifestyle

129 বছরে পা, জৌলুস হারিয়েছে প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো - DURGA PUJA PARIKRAMA 2024

তাঁকে ছাড়া চার বছর ৷ স্বাভাবিকভাবেই আড়ম্বর হারিয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো ৷ এই নিয়ে তাঁর ছেলের সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷

Durga Puja of Pranab Mukherjee Birbhum House
প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 8:40 PM IST

মিরাটি (বীরভূম), 9 অক্টোবর: 129 বছরে পা দিল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো । সারাবছর যেখানেই থাকুক না কেন, পুজোর চারটে দিন গ্রামের বাড়িতে আসতেন প্রণববাবু ৷ দেশের রাষ্ট্রপতি হয়ে নিজেই পুজোর তদারকি করেছেন ৷ তাঁকে ঘিরে বিরাট উন্মাদনা থাকত ৷ তবে 2020 সালে তাঁর প্রয়াণের পর স্বাভাবিকভাবেই জৌলুস হারিয়েছে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো ৷ যদিও, তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এই পুজো প্রথা মেনে করে আসছেন ৷ তিনি বলেন, 'পিতৃহীন মাতৃপুজো ।'

বীরভূম জেলার কীর্ণাহারের মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রণব মুখোপাধ্যায় । এই গ্রামেই বড় হয়ে ওঠা । প্রত্যন্ত এই গ্রামের ছেলে এক সময় ভারতের বিদেশমন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রক, অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ৷ পরবর্তীতে ভারতের 13তম রাষ্ট্রপতি হন 'ভারতরত্ন' প্রণব মুখোপাধ্যায় ।

বীরভূমে প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোর বর্তমান অবস্থা (ইটিভি ভারত)

1896 সালে প্রণব মুখোপাধ্যায়ের দাদু তারকনাথ মুখোপাধ্যায় কীর্ণাহারের মিরাটি গ্রামে মুখার্জি ভবনের অভ্যন্তরে দুর্গাপুজোর সূচনা করেছিলেন ৷ সেই থেকে চলে আসছে পুজো । পুজোর চারটে দিন গ্রামের বাড়িতে ছুটে আসতেন প্রণব মুখোপাধ্যায় । ঢাকের সঙ্গে হেলিকপ্টারের শব্দে নজর ছিল গ্রামবাসীদের ৷ পুলিশ, আমলা, ভারতের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ছিল গ্রামজুড়ে ৷ এই সব কিছুর মাঝে গ্রামের মানুষের সঙ্গেই পুজো কাটাতেন প্রণব মুখোপাধ্যায় । এমনকি, রাষ্ট্রপতি হওয়ার আগে নিজেই চণ্ডীপাঠ করতেন ৷

Pranab Mukherjee House Durga Puja
প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপ্রতিমা (ইটিভি ভারত)

2020 সালের 31 অগস্ট প্রয়াত হন ভারতের 13তম রাষ্ট্রপতি । আগের মত তাঁর বাড়ির দুর্গাপুজোয় গ্রামবাসীদের ভিড় নেই ৷ কোনওরকমে হচ্ছে পুজো ৷ এই বিষয়ে প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "বাবা যখন ছিলেন তখন নিরাপত্তা, প্রোটোকল, পুলিশ, আমলা এদের ভিড় থাকত ৷ এখন আর সেসব নেই ৷ তবে প্রথা মেনে পুজো হচ্ছে ৷ আমাদের বংশের নিয়ম অনুযায়ী পুজোয় পরিবারের একজনে উপস্থিত থাকতেই হবে ৷ সেই মতো আমি ও আমার পরিবার পুজোয় গ্রামের বাড়িতে আসি।"

Birbhum News
মিরাটিতে প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির রাস্তায় লাগানো হয়েছে তোরণ (ইটিভি ভারত)
মুখোপাধ্য়ায় বাড়ির এক রাঁধুনি অমিত্র কোনাইয়ের কথায়, "আমি 30 বছর পুজোর সময় এই বাড়িতে রান্না করে আসছি ৷ যখন প্রণববাবু আসতেন তখন বিশাল ব্যাপার ছিল । লোকে লোকারণ্য, পুলিশ, অফিসারে ভর্তি থাকত ৷ সেই সময় একটা অন্যরকম ব্যাপার ছিল ৷ প্রচুর রান্না হত ৷ এখন পুজো হচ্ছে ৷ তবে আগের মতো নয় ।"

মিরাটি (বীরভূম), 9 অক্টোবর: 129 বছরে পা দিল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো । সারাবছর যেখানেই থাকুক না কেন, পুজোর চারটে দিন গ্রামের বাড়িতে আসতেন প্রণববাবু ৷ দেশের রাষ্ট্রপতি হয়ে নিজেই পুজোর তদারকি করেছেন ৷ তাঁকে ঘিরে বিরাট উন্মাদনা থাকত ৷ তবে 2020 সালে তাঁর প্রয়াণের পর স্বাভাবিকভাবেই জৌলুস হারিয়েছে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো ৷ যদিও, তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এই পুজো প্রথা মেনে করে আসছেন ৷ তিনি বলেন, 'পিতৃহীন মাতৃপুজো ।'

বীরভূম জেলার কীর্ণাহারের মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রণব মুখোপাধ্যায় । এই গ্রামেই বড় হয়ে ওঠা । প্রত্যন্ত এই গ্রামের ছেলে এক সময় ভারতের বিদেশমন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রক, অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ৷ পরবর্তীতে ভারতের 13তম রাষ্ট্রপতি হন 'ভারতরত্ন' প্রণব মুখোপাধ্যায় ।

বীরভূমে প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোর বর্তমান অবস্থা (ইটিভি ভারত)

1896 সালে প্রণব মুখোপাধ্যায়ের দাদু তারকনাথ মুখোপাধ্যায় কীর্ণাহারের মিরাটি গ্রামে মুখার্জি ভবনের অভ্যন্তরে দুর্গাপুজোর সূচনা করেছিলেন ৷ সেই থেকে চলে আসছে পুজো । পুজোর চারটে দিন গ্রামের বাড়িতে ছুটে আসতেন প্রণব মুখোপাধ্যায় । ঢাকের সঙ্গে হেলিকপ্টারের শব্দে নজর ছিল গ্রামবাসীদের ৷ পুলিশ, আমলা, ভারতের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ছিল গ্রামজুড়ে ৷ এই সব কিছুর মাঝে গ্রামের মানুষের সঙ্গেই পুজো কাটাতেন প্রণব মুখোপাধ্যায় । এমনকি, রাষ্ট্রপতি হওয়ার আগে নিজেই চণ্ডীপাঠ করতেন ৷

Pranab Mukherjee House Durga Puja
প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপ্রতিমা (ইটিভি ভারত)

2020 সালের 31 অগস্ট প্রয়াত হন ভারতের 13তম রাষ্ট্রপতি । আগের মত তাঁর বাড়ির দুর্গাপুজোয় গ্রামবাসীদের ভিড় নেই ৷ কোনওরকমে হচ্ছে পুজো ৷ এই বিষয়ে প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "বাবা যখন ছিলেন তখন নিরাপত্তা, প্রোটোকল, পুলিশ, আমলা এদের ভিড় থাকত ৷ এখন আর সেসব নেই ৷ তবে প্রথা মেনে পুজো হচ্ছে ৷ আমাদের বংশের নিয়ম অনুযায়ী পুজোয় পরিবারের একজনে উপস্থিত থাকতেই হবে ৷ সেই মতো আমি ও আমার পরিবার পুজোয় গ্রামের বাড়িতে আসি।"

Birbhum News
মিরাটিতে প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির রাস্তায় লাগানো হয়েছে তোরণ (ইটিভি ভারত)
মুখোপাধ্য়ায় বাড়ির এক রাঁধুনি অমিত্র কোনাইয়ের কথায়, "আমি 30 বছর পুজোর সময় এই বাড়িতে রান্না করে আসছি ৷ যখন প্রণববাবু আসতেন তখন বিশাল ব্যাপার ছিল । লোকে লোকারণ্য, পুলিশ, অফিসারে ভর্তি থাকত ৷ সেই সময় একটা অন্যরকম ব্যাপার ছিল ৷ প্রচুর রান্না হত ৷ এখন পুজো হচ্ছে ৷ তবে আগের মতো নয় ।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.