ETV Bharat / international

'কোনও বন্দুকবাজ রুখতে পারবেন না', রিপাবলিকান সম্মেলনে যাওয়ার আগে স্পষ্ট বার্তা ট্রাম্পের - Donald J Trump

author img

By PTI

Published : Jul 15, 2024, 11:12 AM IST

Donald Trump En routes for Milwaukee: রিপাবলিকান ন্যাশনাল কনভেনসনে যোগ দেওয়ার জন্য মিলওয়াকির জন্য রওনা দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তার আগে এক মার্কিনি সোশাল মিডিয়া সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানান, কোনও বন্দুকবাজ আটকাতে পারবেন না ৷

Donald Trump
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (এক্স হ্যান্ডেল)

ওয়াশিংটন, 15 জুলাই: আক্রান্ত হয়েছেন ঠিকই কিন্তু কোনও সফরের সময় পরিবর্তন হবে না ৷ মিলওয়াকি যাওয়ার আগে স্পষ্ট জানান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

রবিবার রিপাবলিকান ন্যাশনাল কনভেনসনে যোগ দেওয়ার জন্য মিলওয়াকির জন্য রওনা দেন তিনি ৷ মিলওয়াকি যাওয়ার আগে এক মার্কিনি সোশাল মিডিয়া সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, "শনিবারের ঘটনার জন্য উইকনসিনের অনুষ্ঠান আমাকে দেরিতে শুরু করতে হয় ৷ কিন্তু আর কোনও সফরে এর প্রভাব পড়বে না ৷ কোনও বন্দুকবাজ আমার সফরসূচীতে কোনও পরিবর্তন আনতে পারবে না ৷"

বিমানবন্দরের পথে তাঁর সফরের একটি ভিডিয়ো পোস্ট করেন ট্রাম্পের সহকারী ড্যান স্ক্যাভিনো ৷ অনুগামীদের ট্রাম্পের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "তিনি আপনাদের সকলের প্রার্থনা, সমর্থন এবং শুভকামনার জন্য কৃতজ্ঞ ৷"

ট্রাম্পের উপর হামলার তীব্র নিন্দায় সরব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন:
প্রাক্তন প্রেসিডেন্টের উপর হামলার তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এধরণের ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য় নয়, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ৷ প্রাক্তন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টার ঘটনায় সমগ্র রাষ্ট্রকে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান তিনি ৷ সেইসঙ্গে, ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ও দ্রুত তদন্ত করা হবে বলেও জানান বাইডেন ৷

শনিবার পেনসিলভেনিয়ার এক জনসভায় বক্তব্য রাখার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ডান কানের উপরের অংশে গুলির আঘাত লাগে তাঁর ৷ গুলি চলার ডায়াসের নীচে বসে যান ট্রাম্প ৷ পরে নিরাপত্তরক্ষীরা এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যান ৷ তবে আততায়ীর ছোঁড়া গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাম্পের এক সমর্থকের ৷ ঘটনায় তোলপাড় পড়ে যায় আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ৷ যদিও প্রাক্তন প্রেসিডেন্টের নিরাপত্তরক্ষীর গুলিতে মারা যান ওই আততায়ী ৷

ওয়াশিংটন, 15 জুলাই: আক্রান্ত হয়েছেন ঠিকই কিন্তু কোনও সফরের সময় পরিবর্তন হবে না ৷ মিলওয়াকি যাওয়ার আগে স্পষ্ট জানান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

রবিবার রিপাবলিকান ন্যাশনাল কনভেনসনে যোগ দেওয়ার জন্য মিলওয়াকির জন্য রওনা দেন তিনি ৷ মিলওয়াকি যাওয়ার আগে এক মার্কিনি সোশাল মিডিয়া সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, "শনিবারের ঘটনার জন্য উইকনসিনের অনুষ্ঠান আমাকে দেরিতে শুরু করতে হয় ৷ কিন্তু আর কোনও সফরে এর প্রভাব পড়বে না ৷ কোনও বন্দুকবাজ আমার সফরসূচীতে কোনও পরিবর্তন আনতে পারবে না ৷"

বিমানবন্দরের পথে তাঁর সফরের একটি ভিডিয়ো পোস্ট করেন ট্রাম্পের সহকারী ড্যান স্ক্যাভিনো ৷ অনুগামীদের ট্রাম্পের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "তিনি আপনাদের সকলের প্রার্থনা, সমর্থন এবং শুভকামনার জন্য কৃতজ্ঞ ৷"

ট্রাম্পের উপর হামলার তীব্র নিন্দায় সরব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন:
প্রাক্তন প্রেসিডেন্টের উপর হামলার তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এধরণের ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য় নয়, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ৷ প্রাক্তন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টার ঘটনায় সমগ্র রাষ্ট্রকে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান তিনি ৷ সেইসঙ্গে, ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ও দ্রুত তদন্ত করা হবে বলেও জানান বাইডেন ৷

শনিবার পেনসিলভেনিয়ার এক জনসভায় বক্তব্য রাখার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ডান কানের উপরের অংশে গুলির আঘাত লাগে তাঁর ৷ গুলি চলার ডায়াসের নীচে বসে যান ট্রাম্প ৷ পরে নিরাপত্তরক্ষীরা এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যান ৷ তবে আততায়ীর ছোঁড়া গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাম্পের এক সমর্থকের ৷ ঘটনায় তোলপাড় পড়ে যায় আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ৷ যদিও প্রাক্তন প্রেসিডেন্টের নিরাপত্তরক্ষীর গুলিতে মারা যান ওই আততায়ী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.