ETV Bharat / international

আর যুদ্ধ সহ্য করা অসম্ভব, মত রাষ্ট্রসংঘের মহাসচিবের - Iran Israel Conflict - IRAN ISRAEL CONFLICT

Iran-Israel Conflict: শনিবার ইজরায়েলের উপর হামলা চালায় ইরান ৷ সেই নিয়ে রবিবার বৈঠক হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ৷ বৈঠকের পর রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানান, আর যুদ্ধ সহ্য করা অসম্ভব ৷ তিনি অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার ডাক দিয়েছেন ৷

UN Secretary General Antonio Guterres
UN Secretary General Antonio Guterres
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 1:38 PM IST

নিউইয়র্ক, 15 এপ্রিল: এই মুহূর্তে আরও একটা যুদ্ধ সহ্য করা বিশ্বের পক্ষে সম্ভব নয় ৷ এমনটাই মনে করেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ৷ ইজরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হানার প্রেক্ষিতে রবিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হয় ৷ সেখানেই এই কথা জানান অ্যান্তোনিও গুতেরেস ৷ তাঁর কথায়, মধ্যপ্রাচ্য এখন প্রায় খাদের কিনারায় এসে পৌঁছেছে ৷ এই পরিস্থিতিতে ওই এলাকা আর একটা যুদ্ধের সহ্য করতে পারবে না ৷

রাষ্ট্রসংঘের তরফে গুতেরেসের যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে তিনি বলেন, "শান্তির জন্য কাজ করা আমাদের দায়িত্ব । আঞ্চলিক এবং প্রকৃতপক্ষে সারা বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে । এই অঞ্চল বা বিশ্ব কেউই আর যুদ্ধ সহ্য করতে পারবে না । মধ্যপ্রাচ্য খাদের কিনারায় রয়েছে । এই অঞ্চলের জনগণ ধ্বংসাত্মক সংঘাতের সত্যিকারের বিপদের মোকাবিলা করছে । এখনই সময় উত্তেজনা কমানোর । এখন সর্বোচ্চ সংযমের সময় ।"

ইরানের দাবি, সিরিয়াতে তাদের দূতাবাসের উপর হামলায় সেনার তিনজন শীর্ষ জেনারেল নিহত হন ৷ ওই হামলার জন্য ইজরায়েলকেই কাঠগড়ায় তুলেছিল ইরান ৷ সেই কারণেই শনিবার তারা ইজরায়েলে হামলা চালায় ৷ এই হামলার কড়া নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব ৷ তিনি অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধ করার আর্জিও জানিয়েছেন ৷ পণবন্দিদের ছেড়ে দেওয়ার কথাও বলেছেন তিনি ৷

এদিকে হামলার পর ইজরায়েলের তরফে দাবি করা হয় যে আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে ইরান ৷ তাই এই নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকতে রাষ্ট্রসংঘের কাছে আর্জি জানায় ইজরায়েল ৷ সেখানে এই হামলার নিন্দা করার অনুরোধ করা হয় ইজরায়েলের তরফে ৷ তার পর রবিবার ওই বৈঠক হয় ৷

(এএনআই)

আরও পড়ুন:

  1. ইরানকে যোগ্য জবাব দেওয়ার অপেক্ষায় ইজরায়েলের ওয়ার ক্য়াবিনেট
  2. ইরানের এয়ারস্ট্রাইকের জের, দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত ইজরায়েলের
  3. কয়েকশো ড্রোন-মিসাইলে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি

নিউইয়র্ক, 15 এপ্রিল: এই মুহূর্তে আরও একটা যুদ্ধ সহ্য করা বিশ্বের পক্ষে সম্ভব নয় ৷ এমনটাই মনে করেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ৷ ইজরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হানার প্রেক্ষিতে রবিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হয় ৷ সেখানেই এই কথা জানান অ্যান্তোনিও গুতেরেস ৷ তাঁর কথায়, মধ্যপ্রাচ্য এখন প্রায় খাদের কিনারায় এসে পৌঁছেছে ৷ এই পরিস্থিতিতে ওই এলাকা আর একটা যুদ্ধের সহ্য করতে পারবে না ৷

রাষ্ট্রসংঘের তরফে গুতেরেসের যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে তিনি বলেন, "শান্তির জন্য কাজ করা আমাদের দায়িত্ব । আঞ্চলিক এবং প্রকৃতপক্ষে সারা বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে । এই অঞ্চল বা বিশ্ব কেউই আর যুদ্ধ সহ্য করতে পারবে না । মধ্যপ্রাচ্য খাদের কিনারায় রয়েছে । এই অঞ্চলের জনগণ ধ্বংসাত্মক সংঘাতের সত্যিকারের বিপদের মোকাবিলা করছে । এখনই সময় উত্তেজনা কমানোর । এখন সর্বোচ্চ সংযমের সময় ।"

ইরানের দাবি, সিরিয়াতে তাদের দূতাবাসের উপর হামলায় সেনার তিনজন শীর্ষ জেনারেল নিহত হন ৷ ওই হামলার জন্য ইজরায়েলকেই কাঠগড়ায় তুলেছিল ইরান ৷ সেই কারণেই শনিবার তারা ইজরায়েলে হামলা চালায় ৷ এই হামলার কড়া নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব ৷ তিনি অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধ করার আর্জিও জানিয়েছেন ৷ পণবন্দিদের ছেড়ে দেওয়ার কথাও বলেছেন তিনি ৷

এদিকে হামলার পর ইজরায়েলের তরফে দাবি করা হয় যে আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে ইরান ৷ তাই এই নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকতে রাষ্ট্রসংঘের কাছে আর্জি জানায় ইজরায়েল ৷ সেখানে এই হামলার নিন্দা করার অনুরোধ করা হয় ইজরায়েলের তরফে ৷ তার পর রবিবার ওই বৈঠক হয় ৷

(এএনআই)

আরও পড়ুন:

  1. ইরানকে যোগ্য জবাব দেওয়ার অপেক্ষায় ইজরায়েলের ওয়ার ক্য়াবিনেট
  2. ইরানের এয়ারস্ট্রাইকের জের, দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত ইজরায়েলের
  3. কয়েকশো ড্রোন-মিসাইলে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.