কিয়েভ, 9 জুলাই: দুনিয়ার সবচেয়ে বড় অপরাধীকে আলিঙ্গন করেছেন সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধান নরেন্দ্র মোদি। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আলিঙ্গন নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি।
দুদিনের রাশিয়া সফরে পুতিনের বাসভবনে নৈশভোজে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী । সেখানেই দুই নেতার একান্তে কথা হয়। পরে দু'জনের ছবি প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায় একে অপরকে উষ্ণ আলিঙ্গন করছেন দুই রাষ্ট্রনায়ক। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদি রুশ প্রেসিডেন্টের প্রশংসাও করেন।
আড়াই বছর ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে দুই নেতার এমন ছবি অবশ্যই চর্চার বিষয় হয়েছে। বিশেষ করে ইউক্রেন মনে করছে রাশিয়া মানবিধার লঙ্ঘন করে চলেছে। এমতাবস্থায় পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধান হিসেবে মোদির তাঁকে আলিঙ্গন করা উচিত হয়নি। এতে শান্তি প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খেল। যদিও যুদ্ধের শুরু থেকেই ভারতের তরফে শান্তি বজায় রাখার দাবি জানানো হচ্ছে। এহেন পরিস্থিতিতেই মোদি-পুতিন সাক্ষাৎ শান্তি স্থাপনে অন্তরায় হতে পারে বলে দাবি ইউক্রেনের।
প্রেসিডেন্ট জেলেনস্কিও সে কথাই তুলে ধরতে চেয়েছেন। ঠিক যেদিন মোদি-পুতিন বৈঠক হচ্ছে, সেদিন রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের কী কী ক্ষতি হয়েছে তাও তুলে ধরেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট জানান, রাশিয়ার মিসাইল হানায় 37 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 3 শিশু আছে। পাশপাশি 170 জন আহত হয়েছেন । এর মধ্যে আছে 13 শিশু। তাঁর দাবি, বেছে বেছে ইউক্রেনের একটি ক্যানসার হাসপাতালকেই নিশানা করেছে রাশিয়া। যেখানে কমবয়সি ক্যানসার রোগীদের চিকিৎসা হয়। সেখানেই হামলা হয়েছে।
এই তথ্য উল্লেখ করে জেলেনস্কির দাবি এমন অবস্থায় দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধান হিসেবে নরেন্দ্র মোদির পুতিনকে আলিঙ্গন করা শোভনীয় নয়। তাঁর কথায়, "দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধান হিসেবে নরেন্দ্র মোদি দুনিয়ার সবেচেয়ে বড় অপরাধীকে আলিঙ্গন করছেন। "