ETV Bharat / international

'ভারতের রাজনীতি থেকে ভালোবাসা, শ্রদ্ধা, নম্রতা হারিয়ে গিয়েছে', তোপ রাহুলের - Rahul Gandhi US Visits - RAHUL GANDHI US VISITS

Rahul Gandhi on Indian Politics: ভালোবাসা, শ্রদ্ধা এবং নম্রতা উধাও হয়ে গিয়েছে ভারতের রাজনীতি থেকে ৷ তাঁর লক্ষ্য এগুলি ফিরিয়ে আনা ৷ টেক্সাসে বিশ্ববিদ্যালয়ে ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখার সময় এমনই জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

Rahul Gandhi
মার্কিন সফরে রাহুল (এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Sep 9, 2024, 2:34 PM IST

ওয়াশিংটন, 9 সেপ্টেম্বর: ভালোবাসা, শ্রদ্ধা এবং নম্রতা উধাও হয়ে গিয়েছে ভারতের রাজনীতি থেকে ৷ টেক্সাসে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখার সময় এমনই মত পোষণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ পাশাপাশি, দেশ সম্পর্কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মতামত নিয়েও এদিন কটাক্ষ করেন তিনি ৷

দেশের প্রধান বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর এই প্রথম মার্কিন সফরে গিয়েছেন রাহুল ৷ তিন দিনের এই সফরে রবিবার সকালে ডালাসে পৌঁছন তিনি ৷ এদিন, সন্ধ্য়ায় টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রবাশী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখেন রাহুল ৷ সেখানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে একাধিক আক্রমণ করেন কংগ্রেসের এই নেতা ৷ তাঁর কথায়, "আমরা বিশ্বাস করি, প্রত্যেককে স্বপ্ন দেখতে দেওয়া উচিত ৷ জাতি, ভাষা, ধর্ম, ঐতিহ্য, ইতিহাস নির্বিশেষে প্রত্যেককে স্থান দেওয়া উচিত ৷ কিন্তু, এই মুহূর্তে সেই অধিকার নেই ৷"

রাহুলের মতে, সেই অধিকার কেড়ে নিয়ে প্রধানমন্ত্রী দেশের সংবিধানকে বার বার আক্রমণ করেছেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে দেশবাসীর কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে বলে দাবি রাহুলের ৷ জাতীয় রাজনীতিতে সেই হারিয়ে যাওয়া ভালোবাসা, শ্রদ্ধা এবং নম্রতাকে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন তিনি ৷ এর পরই আরএসএস-কে আক্রমণ করে তিনি বলেন, "আরএসএস বিশ্বাস করে ভারত একটি ধারনা ৷ তবে আমি মনে করি একাধিক ধারনার মিশ্রণে তৈরি হয়েছে ভারত ৷"

'24-এর লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি ৷ এদিন সেই প্রসঙ্গে রাহুল বলেন, "দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা সবকিছুকে আক্রমণ করেছে বিজেপি ৷ এককথায় দেশের সংবিধানকে আক্রমণ করেছে বিজেপি ৷ দেশবাসী তাই তার উপর আস্থা হারিয়েছে ৷" তিনি আরও বলেন, "লোকসভা ভোটের ফলপ্রকাশের পর কয়েক মুহূর্তেই আমরা দেখলাম, ভারতের কেউ আর বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছে না । গণতন্ত্র যারা বোঝেন, তাদের জন্য এটি একটা বড় পাওনা ৷"

উল্লেখ্য, 8 থেকে 10 সেপ্টেম্বরের মার্কিন সফরে রাহুল গান্ধি ডালাস ও ওয়াশিংটন ডিসিতে একাধিক কর্মসূচি রয়েছে ৷ ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতেই তাঁর এই মার্কিন সফর বলে জানায় কংগ্রেস ৷

ওয়াশিংটন, 9 সেপ্টেম্বর: ভালোবাসা, শ্রদ্ধা এবং নম্রতা উধাও হয়ে গিয়েছে ভারতের রাজনীতি থেকে ৷ টেক্সাসে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখার সময় এমনই মত পোষণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ পাশাপাশি, দেশ সম্পর্কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মতামত নিয়েও এদিন কটাক্ষ করেন তিনি ৷

দেশের প্রধান বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর এই প্রথম মার্কিন সফরে গিয়েছেন রাহুল ৷ তিন দিনের এই সফরে রবিবার সকালে ডালাসে পৌঁছন তিনি ৷ এদিন, সন্ধ্য়ায় টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রবাশী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখেন রাহুল ৷ সেখানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে একাধিক আক্রমণ করেন কংগ্রেসের এই নেতা ৷ তাঁর কথায়, "আমরা বিশ্বাস করি, প্রত্যেককে স্বপ্ন দেখতে দেওয়া উচিত ৷ জাতি, ভাষা, ধর্ম, ঐতিহ্য, ইতিহাস নির্বিশেষে প্রত্যেককে স্থান দেওয়া উচিত ৷ কিন্তু, এই মুহূর্তে সেই অধিকার নেই ৷"

রাহুলের মতে, সেই অধিকার কেড়ে নিয়ে প্রধানমন্ত্রী দেশের সংবিধানকে বার বার আক্রমণ করেছেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে দেশবাসীর কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে বলে দাবি রাহুলের ৷ জাতীয় রাজনীতিতে সেই হারিয়ে যাওয়া ভালোবাসা, শ্রদ্ধা এবং নম্রতাকে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন তিনি ৷ এর পরই আরএসএস-কে আক্রমণ করে তিনি বলেন, "আরএসএস বিশ্বাস করে ভারত একটি ধারনা ৷ তবে আমি মনে করি একাধিক ধারনার মিশ্রণে তৈরি হয়েছে ভারত ৷"

'24-এর লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি ৷ এদিন সেই প্রসঙ্গে রাহুল বলেন, "দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা সবকিছুকে আক্রমণ করেছে বিজেপি ৷ এককথায় দেশের সংবিধানকে আক্রমণ করেছে বিজেপি ৷ দেশবাসী তাই তার উপর আস্থা হারিয়েছে ৷" তিনি আরও বলেন, "লোকসভা ভোটের ফলপ্রকাশের পর কয়েক মুহূর্তেই আমরা দেখলাম, ভারতের কেউ আর বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছে না । গণতন্ত্র যারা বোঝেন, তাদের জন্য এটি একটা বড় পাওনা ৷"

উল্লেখ্য, 8 থেকে 10 সেপ্টেম্বরের মার্কিন সফরে রাহুল গান্ধি ডালাস ও ওয়াশিংটন ডিসিতে একাধিক কর্মসূচি রয়েছে ৷ ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতেই তাঁর এই মার্কিন সফর বলে জানায় কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.