ETV Bharat / international

শ্রীলঙ্কার তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হরিণী অমরসূর্য, নিবীর যোগ দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে - new PM Harini Amarasuriya - NEW PM HARINI AMARASURIYA

Sri Lanka's new PM Harini Amarasuriya: গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক শ্রীলঙ্কার 16তম প্রধানমন্ত্রী এবং এই পদে অধিষ্ঠিত তৃতীয় মহিলা হয়ে ইতিহাস গড়েছেন হরিণী অমরসূর্য ৷ দিল্লির হিন্দু কলেজের জন্য যা অত্যন্ত গর্বের ৷

Sri Lanka's new PM Harini Amarasuriya
দ্বীপরাষ্ট্রের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হরিণী অমরসূর্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 6:52 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: দ্বীপরাষ্ট্রের নয়া প্রধানমন্ত্রী হলেন হরিণী অমরসূর্য ৷ তাঁকেই প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিলেন সদ্য নির্বাচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে। পড়শি দেশের 16তম প্রধানমন্ত্রী হরিণী অমরসূর্য একজন শিক্ষাবিদ। শ্রীলঙ্কার রাজনীতির ইতিহাসে হরিণী অমরসূর্য তৃতীয় মহিলা যিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে চলেছেন। সিরিমাভো বন্দরনায়েকে এবং চন্দ্রিকা কুমারতুঙ্গার পর তিনি সে দেশের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন।

ভারতের সঙ্গেও নিবীর যোগসূত্র রয়েছে শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রীর ৷ দিল্লির হিন্দু কলেজের প্রাক্তন ছাত্রী হরিণী অমরাসুর্য ৷ শ্রীলঙ্কার 16তম প্রধানমন্ত্রী হয়ে গর্বও প্রকাশ করেছেন তিনি। কলেজের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "হিন্দু কলেজ গর্বিত, তাদের প্রাক্তন ছাত্রী হরিণী অমরাসূর্যের অসাধারণ কৃতিত্বের জন্য ৷ যিনি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক শ্রীলঙ্কার 16তম প্রধানমন্ত্রী এবং এই দফতরে অধিষ্ঠিত তৃতীয় মহিলা হয়ে ইতিহাস তৈরি করেছেন ৷ হরিণী তাঁর দেশের সর্বোচ্চ দফতরে বসেছেন ৷ হিন্দু কলেজের জন্য অত্যন্ত গর্বের এই মুহূর্ত ৷”

ন্যাশনাল পিপলস পাওয়ার (NPP) পার্টির অমরাসুর্য একজন শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের কাজের জন্য পরিচিত । প্রধানমন্ত্রী হিসাবে তাঁর মনোনয়ন শ্রীলঙ্কার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত।

দিল্লির হিন্দু কলেজের অধ্যক্ষ অঞ্জু শ্রীবাস্তব বলেন, "হরিণী অমরসূর্য হিন্দু কলেজে 1991 থেকে 1994 সাল পর্যন্ত সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। আমরা তাঁর সাফল্যে গর্বিত। তাঁর গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকায় উত্থানের ফলে আমরা নিশ্চিত যে, হিন্দু কলেজে তার সময় একজন রূপান্তরকামী নেতা হওয়ার পথ তৈরিতে ভূমিকা রেখেছিল।" হিন্দু কলেজ দীর্ঘদিন ধরে তার অনন্য ছাত্র-নেতৃত্বাধীন সংসদীয় ব্যবস্থার মাধ্যমে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করেছে, যেখানে ছাত্ররা প্রতি বছর একজন ছাত্র সংসদ সভাপতি এবং বিরোধী দলের নেতা নির্বাচন করে।

শ্রীবাস্তব বলেন, "এই ব্যবস্থাটি ছাত্রদের দিগন্তকে প্রসারিত করে এবং আগামী দিনের নেতাদের গড়ে তুলতে সাহায্য করে। কীভাবে এই অভিজ্ঞতা ছাত্রদের সমাজ এবং তাদের জাতির উপর স্থায়ী প্রভাব ফেলতে অনুপ্রাণিত ও ক্ষমতায়ন করতে পারে তার একটি উজ্জ্বল উদাহরণ হরিণী অমরাসুর্য ৷ আমরা নিশ্চিত হরিণী অমর সূর্যের নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি এবং জনসেবার প্রতি অটল প্রতিশ্রুতি শ্রীলঙ্কার জন্য আশার আলোকবর্তিকা হিসাবে কাজ করবে, জাতিকে বৃহত্তর অগ্রগতি ও সমৃদ্ধির দিকে পরিচালিত করবে ৷" (এএনআই)

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: দ্বীপরাষ্ট্রের নয়া প্রধানমন্ত্রী হলেন হরিণী অমরসূর্য ৷ তাঁকেই প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিলেন সদ্য নির্বাচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে। পড়শি দেশের 16তম প্রধানমন্ত্রী হরিণী অমরসূর্য একজন শিক্ষাবিদ। শ্রীলঙ্কার রাজনীতির ইতিহাসে হরিণী অমরসূর্য তৃতীয় মহিলা যিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে চলেছেন। সিরিমাভো বন্দরনায়েকে এবং চন্দ্রিকা কুমারতুঙ্গার পর তিনি সে দেশের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন।

ভারতের সঙ্গেও নিবীর যোগসূত্র রয়েছে শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রীর ৷ দিল্লির হিন্দু কলেজের প্রাক্তন ছাত্রী হরিণী অমরাসুর্য ৷ শ্রীলঙ্কার 16তম প্রধানমন্ত্রী হয়ে গর্বও প্রকাশ করেছেন তিনি। কলেজের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "হিন্দু কলেজ গর্বিত, তাদের প্রাক্তন ছাত্রী হরিণী অমরাসূর্যের অসাধারণ কৃতিত্বের জন্য ৷ যিনি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক শ্রীলঙ্কার 16তম প্রধানমন্ত্রী এবং এই দফতরে অধিষ্ঠিত তৃতীয় মহিলা হয়ে ইতিহাস তৈরি করেছেন ৷ হরিণী তাঁর দেশের সর্বোচ্চ দফতরে বসেছেন ৷ হিন্দু কলেজের জন্য অত্যন্ত গর্বের এই মুহূর্ত ৷”

ন্যাশনাল পিপলস পাওয়ার (NPP) পার্টির অমরাসুর্য একজন শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের কাজের জন্য পরিচিত । প্রধানমন্ত্রী হিসাবে তাঁর মনোনয়ন শ্রীলঙ্কার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত।

দিল্লির হিন্দু কলেজের অধ্যক্ষ অঞ্জু শ্রীবাস্তব বলেন, "হরিণী অমরসূর্য হিন্দু কলেজে 1991 থেকে 1994 সাল পর্যন্ত সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। আমরা তাঁর সাফল্যে গর্বিত। তাঁর গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকায় উত্থানের ফলে আমরা নিশ্চিত যে, হিন্দু কলেজে তার সময় একজন রূপান্তরকামী নেতা হওয়ার পথ তৈরিতে ভূমিকা রেখেছিল।" হিন্দু কলেজ দীর্ঘদিন ধরে তার অনন্য ছাত্র-নেতৃত্বাধীন সংসদীয় ব্যবস্থার মাধ্যমে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করেছে, যেখানে ছাত্ররা প্রতি বছর একজন ছাত্র সংসদ সভাপতি এবং বিরোধী দলের নেতা নির্বাচন করে।

শ্রীবাস্তব বলেন, "এই ব্যবস্থাটি ছাত্রদের দিগন্তকে প্রসারিত করে এবং আগামী দিনের নেতাদের গড়ে তুলতে সাহায্য করে। কীভাবে এই অভিজ্ঞতা ছাত্রদের সমাজ এবং তাদের জাতির উপর স্থায়ী প্রভাব ফেলতে অনুপ্রাণিত ও ক্ষমতায়ন করতে পারে তার একটি উজ্জ্বল উদাহরণ হরিণী অমরাসুর্য ৷ আমরা নিশ্চিত হরিণী অমর সূর্যের নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি এবং জনসেবার প্রতি অটল প্রতিশ্রুতি শ্রীলঙ্কার জন্য আশার আলোকবর্তিকা হিসাবে কাজ করবে, জাতিকে বৃহত্তর অগ্রগতি ও সমৃদ্ধির দিকে পরিচালিত করবে ৷" (এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.