ETV Bharat / international

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা 6.1 - Earthquake in Indonesia - EARTHQUAKE IN INDONESIA

Indonesia Earthquake: গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 6.1 ৷ কম্পন অনুভূত হয়েছে পশ্চিম জাভা, জাকার্তা এবং পূর্ব জাভা প্রদেশের কিছু শহরেও ৷

Earthquake hits Indonesia
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 10:27 AM IST

জাকার্তা, 28 এপ্রিল: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ৷ স্থানীয় সময় রবিবার গভীর রাতে ভূমিকম্প হয় দেশের দক্ষিণ অংশে ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6.1 ৷ যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খোঁজ পাওয়া যায়নি ৷ মার্কিন ভূতাত্ত্বিক কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্প বানজার শহরের 102 কিলোমিটার (63 মাইল) দক্ষিণে আঘাত হেনেছে ৷ যার উৎপত্তি ভূ-পৃষ্ঠের 68.3 কিলোমিটার (42.4 মাইল) গভীরে ।

একই সঙ্গে মার্কিন ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, সুনামির কোনও আগাম সতর্কতা ছিল না । রাজধানী জাকার্তায় প্রায় এক মিনিট ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ পশ্চিম জাভা প্রদেশের রাজধানী বান্দুং এবং দেপোক, ট্যানজেরাং, বোগর এবং বেকাসির মতো একাধিক শহরে কম্পন অনুভূত বয়েছে ৷

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ‘পশ্চিম জাভা, জাকার্তা এবং পূর্ব জাভা প্রদেশের কিছু শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে ৷’ একই সঙ্গে, ফের কম্পন অনুভূত হতে পারে বলে সতর্কও করা হয়েছে ৷

দিনকয়েক আগেই কেঁপে উঠেছিল তাইওয়ান ৷ নতুন বছরের প্রথমদিনে জাপানেও নেমে এসেছিল বিপর্যয় । শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল সূর্যোদয়ের দেশের কয়েকটি এলাকা ৷ বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল অনেকের। ওই ভূকম্পনের প্রভাবে কেঁপে উঠেছিল সুদূর দিল্লির মাটিও ৷ দিল্লি ছাড়া এনসিআর, অযোধ্যা, লখনউ, বিহার-সহ উত্তর ভারতের বড় অংশের মাটিতে কম্পন অনুভূত হয়েছিল ৷

তারপরেই জাপান-সহ একাধিক দেশে সুনামির সতর্কতা জারি হয় ৷ মনে করা হচ্ছে, 1999 সালের পর তাইওয়ানে এটাই সবচেয়ে বড় ভূমিকম্প ৷ প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার' অঞ্চলে অবস্থিত তাইওয়ান, ইন্দোনেশিয়া, জাপান ৷ এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা ৷

আরও পড়ুন:

  1. 25 বছরের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল তাইওয়ান; জাপানেও সুনামি সতর্কতা
  2. কেন ও কীভাবে হয় ভূমিকম্প ? সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনী 'দ্য রাম্বলিং আর্থ'
  3. নেই জল-বিদ্যুৎ,কাটেনি সুনামির আতঙ্ক! জাপান থেকে ইটিভি ভারতকে জানালেন বাঙালি অধ্যাপক

জাকার্তা, 28 এপ্রিল: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ৷ স্থানীয় সময় রবিবার গভীর রাতে ভূমিকম্প হয় দেশের দক্ষিণ অংশে ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6.1 ৷ যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খোঁজ পাওয়া যায়নি ৷ মার্কিন ভূতাত্ত্বিক কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্প বানজার শহরের 102 কিলোমিটার (63 মাইল) দক্ষিণে আঘাত হেনেছে ৷ যার উৎপত্তি ভূ-পৃষ্ঠের 68.3 কিলোমিটার (42.4 মাইল) গভীরে ।

একই সঙ্গে মার্কিন ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, সুনামির কোনও আগাম সতর্কতা ছিল না । রাজধানী জাকার্তায় প্রায় এক মিনিট ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ পশ্চিম জাভা প্রদেশের রাজধানী বান্দুং এবং দেপোক, ট্যানজেরাং, বোগর এবং বেকাসির মতো একাধিক শহরে কম্পন অনুভূত বয়েছে ৷

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ‘পশ্চিম জাভা, জাকার্তা এবং পূর্ব জাভা প্রদেশের কিছু শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে ৷’ একই সঙ্গে, ফের কম্পন অনুভূত হতে পারে বলে সতর্কও করা হয়েছে ৷

দিনকয়েক আগেই কেঁপে উঠেছিল তাইওয়ান ৷ নতুন বছরের প্রথমদিনে জাপানেও নেমে এসেছিল বিপর্যয় । শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল সূর্যোদয়ের দেশের কয়েকটি এলাকা ৷ বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল অনেকের। ওই ভূকম্পনের প্রভাবে কেঁপে উঠেছিল সুদূর দিল্লির মাটিও ৷ দিল্লি ছাড়া এনসিআর, অযোধ্যা, লখনউ, বিহার-সহ উত্তর ভারতের বড় অংশের মাটিতে কম্পন অনুভূত হয়েছিল ৷

তারপরেই জাপান-সহ একাধিক দেশে সুনামির সতর্কতা জারি হয় ৷ মনে করা হচ্ছে, 1999 সালের পর তাইওয়ানে এটাই সবচেয়ে বড় ভূমিকম্প ৷ প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার' অঞ্চলে অবস্থিত তাইওয়ান, ইন্দোনেশিয়া, জাপান ৷ এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা ৷

আরও পড়ুন:

  1. 25 বছরের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল তাইওয়ান; জাপানেও সুনামি সতর্কতা
  2. কেন ও কীভাবে হয় ভূমিকম্প ? সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনী 'দ্য রাম্বলিং আর্থ'
  3. নেই জল-বিদ্যুৎ,কাটেনি সুনামির আতঙ্ক! জাপান থেকে ইটিভি ভারতকে জানালেন বাঙালি অধ্যাপক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.