ETV Bharat / international

'হাসিনা ভারতে বসে যা করছেন, তা দু'দেশের জন্য বন্ধুত্বপূর্ণ নয়'; মন্তব্য ইউনুসের - Muhammad Yunus

Muhammad Yunus on Sheikh Hasina: ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ গুরুত্ব দেয় ৷ কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আশ্রয় নিয়ে নানারকম রাজনৈতিক মন্তব্য করছেন ৷ এটা ভালোভাবে দেখছে না বাংলাদেশের মানুষ, পরিষ্কার জানালেন অন্তর্বতী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস ৷

Chief Advisor Yunus Muhammad Yunus
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস (নিজস্ব ছবি)
author img

By PTI

Published : Sep 5, 2024, 7:07 PM IST

ঢাকা, 5 সেপ্টেম্বর: তিনি তাঁর মতো নিজের দুনিয়ায় থাকতেন ৷ বাংলাদেশের মানুষও শেখ হাসিনার কথা ভুলে যেত ৷ কিন্তু তা হচ্ছে না ৷ ভারত ও বাংলাদেশের মধ্যে সু'সম্পর্ক বজায় রাখতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে চুপ করে থাকার পরামর্শ দিলেন বর্তমান মুখ্য উপদেষ্টা ইউনুস ৷

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মহম্মদ ইউনুস বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক মন্তব্য করছেন ৷ এটা বন্ধুত্বপূর্ণ ইঙ্গিত নয় ৷ বাংলাদেশ সরকার যতদিন না তাঁকে ফেরত চাইছে, ততদিন যদি ভারত হাসিনাকে রাখতে চায় তাহলে তাঁকে চুপ করে থাকতে হবে ৷" 5 অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তারপর 8 অগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস ৷

ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ইউনুস ৷ সেখানে নয়াদিল্লিকেও এই আখ্যানের বাইরে বেরতে হবে যে, আওয়ামি লিগ ছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলি চরম মনোভাপন্ন ৷ আর শেখ হাসিনা না-থাকলে দেশটা আফগানিস্তানে পরিণত হবে ৷ 84 বছর বয়সি প্রবীণ উপদেষ্টা বলেন, "ভারতে থেকে তিনি যা করছেন, তা নিয়ে কেউ সন্তুষ্ট নয় ৷ তিনি ভারতে রয়েছেন ৷ সেখান থেকে মাঝেমধ্যে মন্তব্য করছেন ৷ এটা সমস্যার ৷ তিনি চুপ করে থাকলে কিন্তু মানুষও তাঁকে ভুলে যেত ৷ কিন্তু তিনি ভারতে বসে নির্দেশ দিচ্ছেন ৷ এটা কেউ পছন্দ করছেন না ৷"

মহম্মদ ইউনুসের এহেন বক্তব্যের নেপথ্যে রয়েছে 13 অগস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে করা বিবৃতি ৷ বাংলাদেশে জঙ্গি হামলায় যাঁদের মৃত্যু হয়েছে, যেখানে ভাঙচুর চালানো হয়েছে, সেসবরে তদন্ত দাবি করেছিলেন আওয়ামি লিগের প্রধান শেখ হাসিনা ৷ বাংলাদেশ কি এই অবস্থানের কথা ভারতকে জানিয়েছে ? এই প্রশ্নের উত্তরে ইউনুস জানান, ভারতকে মৌখিকভাবে জানানো হয়েছে ৷ দৃঢ়তার সঙ্গে বলা হয়েছে, তিনি (শেখ হাসিনা) যেন চুপ করে থাকেন ৷ ইউনুস বলেন, "তাঁকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে ৷ আর তিনি সেখানে বসে প্রচার করছেন ৷ এমন তো নয় যে, তিনি স্বাভাবিকভাবে ভারতে গিয়েছেন ৷"

ঢাকা, 5 সেপ্টেম্বর: তিনি তাঁর মতো নিজের দুনিয়ায় থাকতেন ৷ বাংলাদেশের মানুষও শেখ হাসিনার কথা ভুলে যেত ৷ কিন্তু তা হচ্ছে না ৷ ভারত ও বাংলাদেশের মধ্যে সু'সম্পর্ক বজায় রাখতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে চুপ করে থাকার পরামর্শ দিলেন বর্তমান মুখ্য উপদেষ্টা ইউনুস ৷

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মহম্মদ ইউনুস বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক মন্তব্য করছেন ৷ এটা বন্ধুত্বপূর্ণ ইঙ্গিত নয় ৷ বাংলাদেশ সরকার যতদিন না তাঁকে ফেরত চাইছে, ততদিন যদি ভারত হাসিনাকে রাখতে চায় তাহলে তাঁকে চুপ করে থাকতে হবে ৷" 5 অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তারপর 8 অগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস ৷

ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ইউনুস ৷ সেখানে নয়াদিল্লিকেও এই আখ্যানের বাইরে বেরতে হবে যে, আওয়ামি লিগ ছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলি চরম মনোভাপন্ন ৷ আর শেখ হাসিনা না-থাকলে দেশটা আফগানিস্তানে পরিণত হবে ৷ 84 বছর বয়সি প্রবীণ উপদেষ্টা বলেন, "ভারতে থেকে তিনি যা করছেন, তা নিয়ে কেউ সন্তুষ্ট নয় ৷ তিনি ভারতে রয়েছেন ৷ সেখান থেকে মাঝেমধ্যে মন্তব্য করছেন ৷ এটা সমস্যার ৷ তিনি চুপ করে থাকলে কিন্তু মানুষও তাঁকে ভুলে যেত ৷ কিন্তু তিনি ভারতে বসে নির্দেশ দিচ্ছেন ৷ এটা কেউ পছন্দ করছেন না ৷"

মহম্মদ ইউনুসের এহেন বক্তব্যের নেপথ্যে রয়েছে 13 অগস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে করা বিবৃতি ৷ বাংলাদেশে জঙ্গি হামলায় যাঁদের মৃত্যু হয়েছে, যেখানে ভাঙচুর চালানো হয়েছে, সেসবরে তদন্ত দাবি করেছিলেন আওয়ামি লিগের প্রধান শেখ হাসিনা ৷ বাংলাদেশ কি এই অবস্থানের কথা ভারতকে জানিয়েছে ? এই প্রশ্নের উত্তরে ইউনুস জানান, ভারতকে মৌখিকভাবে জানানো হয়েছে ৷ দৃঢ়তার সঙ্গে বলা হয়েছে, তিনি (শেখ হাসিনা) যেন চুপ করে থাকেন ৷ ইউনুস বলেন, "তাঁকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে ৷ আর তিনি সেখানে বসে প্রচার করছেন ৷ এমন তো নয় যে, তিনি স্বাভাবিকভাবে ভারতে গিয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.