ETV Bharat / international

দুঃসময়ে মা’কে জড়িয়ে ধরতেও পারছি না, বাংলাদেশের ঘটনার পর মুখ খুললেন হাসিনা-কন্যা - Bangladesh Unrest - BANGLADESH UNREST

Bangladesh Unrest: বাংলাদেশের ঘটনার প্রথমবার মুখ খুললেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ ৷ এই মুহূর্তে নয়াদিল্লিতে কর্মরত তিনি ৷ হাসিনাও আশ্রয় নিয়েছেন নয়াদিল্লিতেও ৷ তা সত্বেও এখনও দেখা হয়নি মা-মেয়ের ৷

Bangladesh Unrest
বাংলাদেশের ঘটনার পর মুখ খুললেন হাসিনা-কন্যা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 8, 2024, 4:03 PM IST

Updated : Aug 8, 2024, 5:44 PM IST

নয়াদিল্লি, 8 অগস্ট: উত্তাল বাংলাদেশ ! দেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন নয়াদিল্লিতে ৷ রাজধানীতেই রয়েছেন হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদও ৷ কিন্তু তিনদিন কেটে গেলেও এখনও দেখা হয়নি দু’জনের ৷ এই দুঃসময়েও কেন মায়ের সঙ্গে দেখা যায়নি ওয়াজেদকে ? তা নিয়েই এবার টুইট (পূর্বের এক্স) করলেন হাসিনা-কন্যা ৷

এই মুহূর্তে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় (হু) কর্মরত ওয়াজেদ ৷ পেশায় মনোরোগ বিশেষজ্ঞ সাইমা হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক দফতরের অধিকর্তা ৷ গত নভেম্বর থেকে নয়াদিল্লিতে ওই দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ সেই ভূমিকায় নিজের দায়িত্ব ও কর্তব্যয় অবিচল থাকতে বদ্ধপরিকর সাইমা ৷ এক্সে তিনি লিখেছেন, ‘‘আমার দেশের ঘটনায় হৃদয় ভেঙে যাচ্ছে ৷ বাংলাদেশকে আমি ভালোবাসি ৷ মন এতটাই খারাপ যে আমি এই কঠিন সময়ে আমার মা’কে দেখতে এবং জড়িয়ে ধরতেও পারছি না । আমি আঞ্চলিক অধিকর্তা হিসাবে আমার ভূমিকা প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ৷’’

প্রবল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা ৷ আক্রমণ নেমে আসছে আওয়ামী লিগের একের পর এক নেতা-কর্মীর উপর ৷ তারমধ্যেই আজ বাংলাদেশে গঠিত হচ্ছে অন্তর্বতীকালীন সরকার ৷ দুপুরে দেশে ফিরেছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস ৷ রাতে সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন তিনি ৷

অন্যদিকে, শেখ হাসিনার পুত্র সাজীব ওয়াজেদ জয় ফোনে ইটিভি ভারতকে জানিয়েছেন, ‘‘দেশের অবস্থা খুব খারাপ ৷ পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ আমাদের পার্টির সদস্য এবং নেতাদের টার্গেট করা হচ্ছে ৷ সংখ্যালঘুদের রক্ষা করার কথা বলা হলেও তা সম্ভব নয় ৷ মা এই মুহূর্তে নয়াদিল্লিতে রয়েছেন ৷ বাইরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই ৷ প্রাথমিকভাবে ভেবেছিলাম, রাজনীতি থেকে দূরে সরে যাব ৷ কিন্তু আমাদের নেতা-কর্মীরা বিপদে, ফলে রাজনীতি থেকে দূরে যাওয়া সম্ভব নয় ৷’’

নয়াদিল্লি, 8 অগস্ট: উত্তাল বাংলাদেশ ! দেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন নয়াদিল্লিতে ৷ রাজধানীতেই রয়েছেন হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদও ৷ কিন্তু তিনদিন কেটে গেলেও এখনও দেখা হয়নি দু’জনের ৷ এই দুঃসময়েও কেন মায়ের সঙ্গে দেখা যায়নি ওয়াজেদকে ? তা নিয়েই এবার টুইট (পূর্বের এক্স) করলেন হাসিনা-কন্যা ৷

এই মুহূর্তে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় (হু) কর্মরত ওয়াজেদ ৷ পেশায় মনোরোগ বিশেষজ্ঞ সাইমা হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক দফতরের অধিকর্তা ৷ গত নভেম্বর থেকে নয়াদিল্লিতে ওই দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷ সেই ভূমিকায় নিজের দায়িত্ব ও কর্তব্যয় অবিচল থাকতে বদ্ধপরিকর সাইমা ৷ এক্সে তিনি লিখেছেন, ‘‘আমার দেশের ঘটনায় হৃদয় ভেঙে যাচ্ছে ৷ বাংলাদেশকে আমি ভালোবাসি ৷ মন এতটাই খারাপ যে আমি এই কঠিন সময়ে আমার মা’কে দেখতে এবং জড়িয়ে ধরতেও পারছি না । আমি আঞ্চলিক অধিকর্তা হিসাবে আমার ভূমিকা প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ৷’’

প্রবল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা ৷ আক্রমণ নেমে আসছে আওয়ামী লিগের একের পর এক নেতা-কর্মীর উপর ৷ তারমধ্যেই আজ বাংলাদেশে গঠিত হচ্ছে অন্তর্বতীকালীন সরকার ৷ দুপুরে দেশে ফিরেছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস ৷ রাতে সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন তিনি ৷

অন্যদিকে, শেখ হাসিনার পুত্র সাজীব ওয়াজেদ জয় ফোনে ইটিভি ভারতকে জানিয়েছেন, ‘‘দেশের অবস্থা খুব খারাপ ৷ পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ আমাদের পার্টির সদস্য এবং নেতাদের টার্গেট করা হচ্ছে ৷ সংখ্যালঘুদের রক্ষা করার কথা বলা হলেও তা সম্ভব নয় ৷ মা এই মুহূর্তে নয়াদিল্লিতে রয়েছেন ৷ বাইরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই ৷ প্রাথমিকভাবে ভেবেছিলাম, রাজনীতি থেকে দূরে সরে যাব ৷ কিন্তু আমাদের নেতা-কর্মীরা বিপদে, ফলে রাজনীতি থেকে দূরে যাওয়া সম্ভব নয় ৷’’

Last Updated : Aug 8, 2024, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.