ETV Bharat / international

পাকিস্তানে ভোটের আগের দিনই ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 24 - পাকিস্তানে সাধারণ নির্বাচন

Blast in Balochistan: আগামিকাল, বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন ৷ তার আগেরদিন বুধবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে বিস্ফোরণ হল ৷ সেখানে একজন নির্দল প্রার্থীর নির্বাচনী অফিসের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয় ৷ ওই বিস্ফোরণে অন্তত 24 জন নিহত হয়েছেন ৷

etv bharat
etv bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 2:47 PM IST

Updated : Feb 7, 2024, 4:03 PM IST

করাচি, 7 ফেব্রুয়ারি: সাধারণ নির্বাচনের ঠিক একদিন আগে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে একজন নির্দল প্রার্থীর নির্বাচনী অফিসের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত 24 জন নিহত হয়েছেন ৷ বেশ কয়েকজন আহতও হয়েছেন ওই বিস্ফোরণে । বালুচিস্তানের পিশিন জেলার খানোজাই এলাকায় নির্দল প্রার্থী আসফান্দিয়ার খান কাকারের কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন পাঙ্গুরের একজন সিনিয়র পুলিশ আধিকারিক আবদুল্লা জেহরি ৷

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে একটি ব্যাগে বোমা রেখে যায় আততায়ীরা ৷ পরে রিমোটের সাহায্য়ে বিস্ফোরণ ঘটানো হয় ৷ এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি ৷ তবে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ খতিয়ে দেখা হচ্ছে যে কারা রয়েছে এই ঘটনার নেপথ্যে ৷ ঘটনাস্থলে পাকিস্তানের ফ্রন্টিয়ার্স কর্পস ও লেভিস পার্সোনেলরা পৌঁছেছেন ৷

আগামিকাল বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ও প্রাদেশিক আইনসভাগুলিতে নির্বাচন ৷ তার আগে বালুচিস্তানের একের পর বিস্ফোরণ হচ্ছে ৷ মঙ্গলবারও ওই এলাকায় গ্রেনেড হামলা হয় ৷ নিরাপত্তা স্থল, নির্বাচনী প্রচারের কার্যালয়, সমাবেশে এই হামলা হয় ৷ রবিবার থেকে 50টি হামলা হয়েছে ৷ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর সমাবেশে হামলা হয় ৷ ওই হামলায় চারজন নিহত হন এবং ছ’জন নিহত হন ৷

সাম্প্রতিক অতীতে বালুচিস্তান প্রদেশে একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন হামলা চালাচ্ছে ৷ ইদানীং নির্বাচনে প্রার্থী হওয়া ব্যক্তিদের বেশি করে টার্গেট করার প্রবণতা দেখা যাচ্ছে ৷ ফলে আগামিকাল ভোটের সময় আরও হামলা হতে পারে বলে অনেকে আশঙ্কা করছে ৷ যদিও ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার থাকবে বলেই জানা গিয়েছে ৷ আগামিকাল সকাল 8টায় পাকিস্তানে ভোট শুরু হয় ৷ ভোটগ্রহণ শেষ হবে বিকেল 5টায় ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. বৃহস্পতিতে পাকিস্তানে নির্বাচন, মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার
  2. পাকিস্তানের নির্বাচনে নতুন রাজনৈতিক দল, নেপথ্যে কি মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদ?
  3. খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা, বিস্ফোরণে মৃত 5

করাচি, 7 ফেব্রুয়ারি: সাধারণ নির্বাচনের ঠিক একদিন আগে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে একজন নির্দল প্রার্থীর নির্বাচনী অফিসের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত 24 জন নিহত হয়েছেন ৷ বেশ কয়েকজন আহতও হয়েছেন ওই বিস্ফোরণে । বালুচিস্তানের পিশিন জেলার খানোজাই এলাকায় নির্দল প্রার্থী আসফান্দিয়ার খান কাকারের কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন পাঙ্গুরের একজন সিনিয়র পুলিশ আধিকারিক আবদুল্লা জেহরি ৷

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে একটি ব্যাগে বোমা রেখে যায় আততায়ীরা ৷ পরে রিমোটের সাহায্য়ে বিস্ফোরণ ঘটানো হয় ৷ এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি ৷ তবে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ খতিয়ে দেখা হচ্ছে যে কারা রয়েছে এই ঘটনার নেপথ্যে ৷ ঘটনাস্থলে পাকিস্তানের ফ্রন্টিয়ার্স কর্পস ও লেভিস পার্সোনেলরা পৌঁছেছেন ৷

আগামিকাল বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ও প্রাদেশিক আইনসভাগুলিতে নির্বাচন ৷ তার আগে বালুচিস্তানের একের পর বিস্ফোরণ হচ্ছে ৷ মঙ্গলবারও ওই এলাকায় গ্রেনেড হামলা হয় ৷ নিরাপত্তা স্থল, নির্বাচনী প্রচারের কার্যালয়, সমাবেশে এই হামলা হয় ৷ রবিবার থেকে 50টি হামলা হয়েছে ৷ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর সমাবেশে হামলা হয় ৷ ওই হামলায় চারজন নিহত হন এবং ছ’জন নিহত হন ৷

সাম্প্রতিক অতীতে বালুচিস্তান প্রদেশে একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন হামলা চালাচ্ছে ৷ ইদানীং নির্বাচনে প্রার্থী হওয়া ব্যক্তিদের বেশি করে টার্গেট করার প্রবণতা দেখা যাচ্ছে ৷ ফলে আগামিকাল ভোটের সময় আরও হামলা হতে পারে বলে অনেকে আশঙ্কা করছে ৷ যদিও ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার থাকবে বলেই জানা গিয়েছে ৷ আগামিকাল সকাল 8টায় পাকিস্তানে ভোট শুরু হয় ৷ ভোটগ্রহণ শেষ হবে বিকেল 5টায় ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. বৃহস্পতিতে পাকিস্তানে নির্বাচন, মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার
  2. পাকিস্তানের নির্বাচনে নতুন রাজনৈতিক দল, নেপথ্যে কি মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদ?
  3. খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা, বিস্ফোরণে মৃত 5
Last Updated : Feb 7, 2024, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.