করাচি, 7 ফেব্রুয়ারি: সাধারণ নির্বাচনের ঠিক একদিন আগে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে একজন নির্দল প্রার্থীর নির্বাচনী অফিসের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত 24 জন নিহত হয়েছেন ৷ বেশ কয়েকজন আহতও হয়েছেন ওই বিস্ফোরণে । বালুচিস্তানের পিশিন জেলার খানোজাই এলাকায় নির্দল প্রার্থী আসফান্দিয়ার খান কাকারের কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন পাঙ্গুরের একজন সিনিয়র পুলিশ আধিকারিক আবদুল্লা জেহরি ৷
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে একটি ব্যাগে বোমা রেখে যায় আততায়ীরা ৷ পরে রিমোটের সাহায্য়ে বিস্ফোরণ ঘটানো হয় ৷ এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি ৷ তবে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ খতিয়ে দেখা হচ্ছে যে কারা রয়েছে এই ঘটনার নেপথ্যে ৷ ঘটনাস্থলে পাকিস্তানের ফ্রন্টিয়ার্স কর্পস ও লেভিস পার্সোনেলরা পৌঁছেছেন ৷
আগামিকাল বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ও প্রাদেশিক আইনসভাগুলিতে নির্বাচন ৷ তার আগে বালুচিস্তানের একের পর বিস্ফোরণ হচ্ছে ৷ মঙ্গলবারও ওই এলাকায় গ্রেনেড হামলা হয় ৷ নিরাপত্তা স্থল, নির্বাচনী প্রচারের কার্যালয়, সমাবেশে এই হামলা হয় ৷ রবিবার থেকে 50টি হামলা হয়েছে ৷ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর সমাবেশে হামলা হয় ৷ ওই হামলায় চারজন নিহত হন এবং ছ’জন নিহত হন ৷
সাম্প্রতিক অতীতে বালুচিস্তান প্রদেশে একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন হামলা চালাচ্ছে ৷ ইদানীং নির্বাচনে প্রার্থী হওয়া ব্যক্তিদের বেশি করে টার্গেট করার প্রবণতা দেখা যাচ্ছে ৷ ফলে আগামিকাল ভোটের সময় আরও হামলা হতে পারে বলে অনেকে আশঙ্কা করছে ৷ যদিও ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার থাকবে বলেই জানা গিয়েছে ৷ আগামিকাল সকাল 8টায় পাকিস্তানে ভোট শুরু হয় ৷ ভোটগ্রহণ শেষ হবে বিকেল 5টায় ৷
সংবাদসংস্থা - পিটিআই
আরও পড়ুন: