ওয়াশিংটন, 5 মে: হোয়াইট হাউসের গেটে জোরালো ধাক্কা লাগল একটি গাড়ির ৷ এই দুর্ঘটনায় গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সপ্তাহান্তে ডেলাওয়্যারে সময় কাটাচ্ছেন এবং সিক্রেট সার্ভিস জানিয়েছে যে, হোয়াইট হাউসের জন্য আপাতত কোনও হুমকি নেই।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের তরফে এ বিষয়ে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ৷ বিবৃতি বলা হয়েছে যে, শনিবার রাত সাড়ে 10টার কিছু আগে দুর্ঘটনাটি ঘটে ৷ এর পরে গাড়ির চালককে মৃত অবস্থায় পাওয়া যায় । হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের একটি গেটে সজোরে ধাক্কা মারে গাড়িটি ৷
সিক্রেট সার্ভিসের তরফে জানানো হয়েছে, এই ঘটনার জেরে নিরাপত্তা জনিত যাবতীয় প্রোটোকল মেনে কাজ করা হয়েছে ৷ তবে হোয়াইট হাউসের জন্য কোনও বিপদের হুমকি ছিল না বলে দাবি করেছে এই সংস্থা ৷ মৃত চালকটির পরিচয় শনাক্ত করা গিয়েছে ৷
মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে যে, গাড়িটি 15তম স্ট্রিট এবং পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এনডব্লিউয়ের সংযোগস্থলে একটি নিরাপত্তা ক্ষেত্রের ব্যারিকেডে গিয়ে আছড়ে পড়ে ৷ রাত 10টা 46 মিনিটে পুলিশকে খবর দেওয়া হয় ।
তবে কী ভাবে ওই গাড়িটি নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে হোয়াইট হাউসের গেট পর্যন্ত চলে এল, তা নিয়ে চিন্তা রয়েছে সিক্রেট সার্ভিস ৷ তারা জানিয়েছে, এ বিষয়ে তারা তদন্ত চালিয়ে যাবে ৷ দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া গাড়ির অংশটি ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস । পুলিশও ঘটনার তদন্ত করছে ৷ (এপি)
আরও পড়ুন: