ETV Bharat / international

সেই ইসলামপন্থীরাই হাসিনাকে দেশছাড়া করল, নিজের নির্বাসন প্রসঙ্গ টেনে তোপ তসলিমার - Taslima on Bangladesh Situation - TASLIMA ON BANGLADESH SITUATION

Taslima Nasreen on Bangladesh Unrest: শেখ হাসিনার পদত্যাগ ও তারপর দেশত্যাগ ৷ তাতেও শান্ত হচ্ছে না বাংলাদেশ ৷ অগ্নিসংযোগ থেকে শুরু করে সাধারণের প্রাণহানির মতো নৈরাজ্য চলছেই ৷ তা নিয়ে এবার প্রশ্ন তুললেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ৷

Taslima Nasreen on Bangladesh Unrest
তসলিমা নাসরিন ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 6:28 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: 1999 সালে শেখ হাসিনার সরকার তাঁকে নির্বাসিত করেছিল ৷ এবার সেই শেখ হাসিনাকেই দেশছাড়া হতে হয়েছে ৷ এমতাবস্থায় সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ৷ তাঁর একাধিক পোস্টে উঠে এল সেই সময়ের কথা ৷ তুলনা টানলেন, সেদিন এবং বর্তমানের ঘটনার মধ্যে ৷ তসলিমার দাবি, 1999 সালে যে ইসলামপন্থীদের সন্তুষ্ট করতে হাসিনা তাঁকে নির্বাসিত করেছিলেন, আজ সেই ইসলামপন্থীরাই হাসিনাকে দেশছাড়া করল ৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে সোমবার বিকেলেই ভারতে চলে এসেছেন শেখ হাসিনা ৷ আর তার পরপরই, সোশাল মিডিয়ায় বাংলাদেশের পরিস্থিতি এবং হাসিনা সরকারের পতন নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেন তসলিমা নাসরিন ৷ যার একটি পোস্টে তিনি 1999 সালের ঘটনার কথা তুলে ধরেছেন ৷ সেই সময় শেখ হাসিনার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷

তসলিমা লিখেছেন, "আমি আমার মাকে মৃত্যুশয্যায় দেখতে বাংলাদেশে প্রবেশ করার পর, ইসলামপন্থীদের খুশি করতে হাসিনা আমাকে দেশ থেকে বের করে দিয়েছিলেন ৷ আমাকে আর কখনও দেশে প্রবেশ করতে দেননি ৷ ছাত্র আন্দোলনের আড়ালে সেই ইসলামপন্থীরা আজ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করল ৷" সরাসরি না হলেও, বাংলাদেশি লেখিকা কার্যত বুঝিয়ে দিয়েছেন 25 বছর আগে তাঁর সঙ্গে যা করেছিলেন হাসিনা, আজ 25 বছর পর একই পরিণত হল তাঁর ৷

এর পাশাপাশি শেখ হাসিনার পদত্যাগ থেকে শুরু করে সেনার শাসন এবং হাসিনার দেশ ছাড়ার পরেও বাংলাদেশে চলতে থাকা সহিংস আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ ফেসবুকে দীর্ঘ একটি পোস্টে তসলিমা নাসরিন লিখেছেন, "হাসিনার পদত্যাগের পর, দেশ ছাড়ার পর দেশজুড়ে জ্বালাও পোড়াও হচ্ছে কেন ? ভাস্কর্য ভাঙা হচ্ছে কেন ? কেন বৈষম্যবিরোধী আন্দোলনের বাচ্চারা ঘরে ফিরে যাচ্ছে না ?"

পাশাপাশি, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও তুলেছেন তসলিমা ৷ তিনি লিখেছেন, "কেন সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হচ্ছে ? রাজনীতিকরা কি একেকটা প্রতিবন্ধী ? সেনাবাহিনী থাকবে ব্যারাকে ৷ তারা প্রতিরক্ষার কাজের জন্য ৷ সংসদে বা গণভবনে তো তাদের ঢোকার কথা নয় ৷ কে কী করে দেশ চালাবে, এসব নিয়ে তাদের তো মাথা ঘামানোর দরকার নেই ৷ প্রধানমন্ত্রী ইস্তফা দেবেন রাষ্ট্রপতির কাছে ৷ সেনাবাহিনীর প্রধানের কাছে দিয়েছেন কেন ? রাষ্ট্রপতির দায়িত্ব অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে সরকার গঠন করা ৷"

বাংলাদেশের সেনার শাসন নিয়ে আরও প্রশ্ন তুলে তসলিমা লেখেন, "রাজনীতিকরাও সেনাবাহিনীর লোকদের আদেশ অনুযায়ী চলতে চেষ্টা করছেন ৷ ইয়েস স্যার, ইয়েস স্যার করছেন ৷ আসলে তো রাজনীতিক যাঁরা সরকার গঠন করবেন, তাঁদের আদেশ পালন করার দায়িত্ব সেনাবাহিনীর ৷ বাংলাদেশে নিয়মের উলটো হয় ৷ অতীত থেকে জানি, সেনারা একবার ক্ষমতার স্বাদ পেলে ব্যারাকে ফিরতে চায় না ৷ উদাহরণ তো আছেই, মেজর জিয়া, জেনারেল এরশাদ ৷ বাংলাদেশের মতো গরিব দেশের গদি এতই আরামের, যে একবার বসে আর উঠতে চায় না ৷ হাসিনা যদি সময় মতো উঠে যেতেন, এত হেনস্তা তাঁকে হতে হত না ৷ শুধু বসলেই হয় না, উঠতেও জানতে হয় ৷"

নয়াদিল্লি, 6 অগস্ট: 1999 সালে শেখ হাসিনার সরকার তাঁকে নির্বাসিত করেছিল ৷ এবার সেই শেখ হাসিনাকেই দেশছাড়া হতে হয়েছে ৷ এমতাবস্থায় সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ৷ তাঁর একাধিক পোস্টে উঠে এল সেই সময়ের কথা ৷ তুলনা টানলেন, সেদিন এবং বর্তমানের ঘটনার মধ্যে ৷ তসলিমার দাবি, 1999 সালে যে ইসলামপন্থীদের সন্তুষ্ট করতে হাসিনা তাঁকে নির্বাসিত করেছিলেন, আজ সেই ইসলামপন্থীরাই হাসিনাকে দেশছাড়া করল ৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে সোমবার বিকেলেই ভারতে চলে এসেছেন শেখ হাসিনা ৷ আর তার পরপরই, সোশাল মিডিয়ায় বাংলাদেশের পরিস্থিতি এবং হাসিনা সরকারের পতন নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেন তসলিমা নাসরিন ৷ যার একটি পোস্টে তিনি 1999 সালের ঘটনার কথা তুলে ধরেছেন ৷ সেই সময় শেখ হাসিনার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷

তসলিমা লিখেছেন, "আমি আমার মাকে মৃত্যুশয্যায় দেখতে বাংলাদেশে প্রবেশ করার পর, ইসলামপন্থীদের খুশি করতে হাসিনা আমাকে দেশ থেকে বের করে দিয়েছিলেন ৷ আমাকে আর কখনও দেশে প্রবেশ করতে দেননি ৷ ছাত্র আন্দোলনের আড়ালে সেই ইসলামপন্থীরা আজ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করল ৷" সরাসরি না হলেও, বাংলাদেশি লেখিকা কার্যত বুঝিয়ে দিয়েছেন 25 বছর আগে তাঁর সঙ্গে যা করেছিলেন হাসিনা, আজ 25 বছর পর একই পরিণত হল তাঁর ৷

এর পাশাপাশি শেখ হাসিনার পদত্যাগ থেকে শুরু করে সেনার শাসন এবং হাসিনার দেশ ছাড়ার পরেও বাংলাদেশে চলতে থাকা সহিংস আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ ফেসবুকে দীর্ঘ একটি পোস্টে তসলিমা নাসরিন লিখেছেন, "হাসিনার পদত্যাগের পর, দেশ ছাড়ার পর দেশজুড়ে জ্বালাও পোড়াও হচ্ছে কেন ? ভাস্কর্য ভাঙা হচ্ছে কেন ? কেন বৈষম্যবিরোধী আন্দোলনের বাচ্চারা ঘরে ফিরে যাচ্ছে না ?"

পাশাপাশি, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও তুলেছেন তসলিমা ৷ তিনি লিখেছেন, "কেন সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হচ্ছে ? রাজনীতিকরা কি একেকটা প্রতিবন্ধী ? সেনাবাহিনী থাকবে ব্যারাকে ৷ তারা প্রতিরক্ষার কাজের জন্য ৷ সংসদে বা গণভবনে তো তাদের ঢোকার কথা নয় ৷ কে কী করে দেশ চালাবে, এসব নিয়ে তাদের তো মাথা ঘামানোর দরকার নেই ৷ প্রধানমন্ত্রী ইস্তফা দেবেন রাষ্ট্রপতির কাছে ৷ সেনাবাহিনীর প্রধানের কাছে দিয়েছেন কেন ? রাষ্ট্রপতির দায়িত্ব অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে সরকার গঠন করা ৷"

বাংলাদেশের সেনার শাসন নিয়ে আরও প্রশ্ন তুলে তসলিমা লেখেন, "রাজনীতিকরাও সেনাবাহিনীর লোকদের আদেশ অনুযায়ী চলতে চেষ্টা করছেন ৷ ইয়েস স্যার, ইয়েস স্যার করছেন ৷ আসলে তো রাজনীতিক যাঁরা সরকার গঠন করবেন, তাঁদের আদেশ পালন করার দায়িত্ব সেনাবাহিনীর ৷ বাংলাদেশে নিয়মের উলটো হয় ৷ অতীত থেকে জানি, সেনারা একবার ক্ষমতার স্বাদ পেলে ব্যারাকে ফিরতে চায় না ৷ উদাহরণ তো আছেই, মেজর জিয়া, জেনারেল এরশাদ ৷ বাংলাদেশের মতো গরিব দেশের গদি এতই আরামের, যে একবার বসে আর উঠতে চায় না ৷ হাসিনা যদি সময় মতো উঠে যেতেন, এত হেনস্তা তাঁকে হতে হত না ৷ শুধু বসলেই হয় না, উঠতেও জানতে হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.