কিয়েভ, মার্চ 24: প্রত্যাশামতোই পালটা আঘাত হানতে শুরু করেছে রাশিয়া ৷ সংবাদসংস্থা এপি'র দাবি, স্থানীয় সময় রবিবার আবারও ইউক্রেনে মিসাইল হামলা চালাল রাশিয়া ৷ গত চারদিনে এটি তৃতীয় হামলা ৷ তবে, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মিসাইল হানায় হতাতের কোনও খবর নেই ৷ গত পরশু, শুক্রবার রাশিয়ায় রাজধানী মস্কো শহরের একটি কনসার্টে হামলা চালায় বন্দুকবাজরা ৷ প্রায় দেড়শো জনের প্রাণ গিয়েছে ওই হামলায় ৷
সাম্প্রতিক অতীতে এর চেয়ে বড় নাশকতা দেখেনি দেশ ৷ হামলার কয়েক ঘণ্টা পর জাতির উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ ভাষণের শুরু থেকে শেষ হামলাকে 'বর্বরোচিত' আখ্যা দিয়ে ইউক্রেনকেই দায়ী করেন আবারও নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরা পুতিন ৷ মস্কো কনসার্টে হামলার জন্য রবিবার সারাদিন দেশজুড়ে রাষ্ট্রীয় শোক দিবস পালন হয় পুতিনের নির্দেশে ৷
রুশ প্রেসিডেন্টের দাবি যাই হোক না কেন ইতিমধ্যেই হামলার দায় নিয়েছে আইআইএসকে নামের এক জঙ্গি সংগঠন ৷ কিন্তু রাশিয়া সেই দাবি মানতে নারাজ ৷ দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধকেই হামলার প্রেক্ষাপট হিসাবে দেখছে পুতিন প্রশাসন ৷ আর তাই আবারও ইউক্রেনে মিসাইল হামলা হল ৷ ইউক্রেন অবশ্য প্রথম থেকে হামলার দায় অস্বীকার করে আসছে ৷ এদিন রাশিয়ার মিসাইল হানার পর রাজধানী কিভের দায়িত্বে থাকা সেনাবাহিনীর আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অত্যাধুনিক মিসাইল ব্যবহার করেছে রাশিয়া ৷ এমতাবস্থায় রাশিয়া আবারও ইউক্রেনে হামলা চালায় কি না তা দেখার বিষয় হতে চলেছে ৷ পাশাপাশি সন্ত্রাসবাদি হামলার তদন্ত কোনপথে এগোয় সেদিকে নজর থাকবে বিশ্বের ৷
আরও পড়ুন: