ETV Bharat / international

বিত্তবানদের তালিকায় ঋষি, সুনকের সম্পত্তি বাড়ল বহুগুণ - RISHI SUNAK WEALTH - RISHI SUNAK WEALTH

Rishi Sunak Wealth Surges by 120mn: সম্পত্তির পরিমাণ বাড়ল ভারতীয় বংশোদ্ভুত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মুর্তির ৷ বিগত এক বছরে তাঁর সম্পত্তির পরিমাণ 120 মিলিয়ন পাউন্ড বৃ্দ্ধি পেয়েছে ৷ বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ 651 মিলিয়ন পাউন্ড ৷

RISHI Sunak Wealth Surges by 120mn
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক (ছবি- আইএএনএস)
author img

By ANI

Published : May 18, 2024, 6:21 PM IST

লন্ডন, 18 মে: প্রকাশিত হল যুক্তরাজ্যের বিত্তবানদের তালিকা ৷ সেই তালিকায় উঠে এল ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মুর্তির নাম ৷ এক বছরে তাঁদের সম্পত্তির পরিমাণ বাড়ল 120 মিলিয়ন পাউন্ড ৷ সম্প্রতি লন্ডনের একটি ব্রডকাস্টিং নেটওয়ার্ক আই টিভির সম্প্রচারিত খবর থেকে এই তথ্য জানা গিয়েছে ৷ পাশাপাশি স্থানীয় সানডে টাইমসও বিত্তবানদের তালিকায় এই দম্পতির নাম প্রকাশ করেছে ৷ গতবছর তাঁদের সম্পত্তির পরিমাণ ছিল 529 মিলিয়ন পাউন্ড ৷ এই বছর তা আরও 120 মিলিয়ন বেড়েছে ৷ বর্তমানে তাদের সম্পত্তির পরিমাণ 651 মিলিয়ন পাউন্ড ৷ অক্ষতা মুর্তির সংস্থা ইনফোসিস থেকে এই আয় করেছেন তিনি ৷

প্রকাশিত তথ্য অনুয়ায়ী 2022 সালে এই দম্পতির সম্পত্তি 730 মিলিয়ন পাউন্ড ছিল ৷ তবে গত বছর তা কমে গেলেও এই বছর আবারও তাঁদের ভাগ্যদেবী সুুপ্রসন্ন ৷ তবে শুধু সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মুর্তি ধনীদের তালিকায় উঠে আসননি ৷ এই তালিকায় উঠে এসেছেন ব্রিটেনের রাজা চার্লসের নামও ৷ তাঁর সম্পত্তি র পরিমাণ 610 মিলিয়ন পাউন্ড ৷ প্রসঙ্গত, যুক্তরাজ্যে ব্রিটিশ বিলিয়নিয়রদের সংখ্যা কমেছে ৷ 177 জন থেকে 165 জনে নেমে এসেছে ৷ অতিরিক্ত ঋণগ্রহণের কারণেই দেশের ধনীদের সম্পত্তির সংখ্যা ক্রমশ কমেছে বলে মনে করা হচ্ছে ৷ সামগ্রিকভাপবেই বিত্তবানের সংখ্যা কমেছে ৷

সর্বশেষ প্রকাশিত তালিকা অনুয়ায়ী, ব্রিটেনের 350 ধনী ব্যক্তি এবং তাঁদের পরিবারের 795.36 বিলিয়ন পাউন্ড সম্পত্তির অধিকারী ৷ এই তালিকার শীর্ষে রয়েছেন গোপী হিন্দুজা এবং তাঁর পরিবার ৷ যাঁরা বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠী হিন্দুজা গ্রুপ হিসেবে পরিচিত ৷ তাঁদের সম্পদের পরিমাণও আগের বছরের থেকে বেড়ে হয়েছে 37.2 বিলিয়ন পাউন্ড ৷ গত বছর তা ছিল 35 বিলিয়ন পাউন্ড ৷

তবে বেশ কয়েকজন বিলিয়নিয়রের সম্পত্তির পরিমাণ কমেছে ৷ স্যার জিম র‍্যাটক্লিফের মতো অনেকের সম্পত্তির পরিমাণ কমেছে বলে জানা গিয়েছে ৷ তার মোট সম্পদ 6 বিলিয়ন পাউন্ডের বেশি কমে 23.52 বিলিয়ন পাউন্ডে নেমে এসেছে। একইভাবে, স্যার জেমস ডাইসনের সম্পদ 23 বিলিয়ন পাউন্ড থেকে 20.8 বিলিয়ন পাউন্ডে নেমে এসেছে ৷ যেখানে স্যার রিচার্ড ব্র্যানসনের ভাগ্য 4.2 বিলিয়ন পাউন্ড থেকে 2.4 বিলিয়ন পাউন্ডে নেমে এসেছে ৷

আরও পড়ুন:

  1. এপ্রিলে ভারতীয় স্টকে 6,000 কোটি টাকারও বেশি বিদেশি বিনিয়োগ কমেছে, কী প্রভাব বাজারে?
  2. পশ্চিম এশিয়ায় কূটনৈতিক কৌশল বাইডেন প্রশাসনের, কী কী বদলাবে ?

লন্ডন, 18 মে: প্রকাশিত হল যুক্তরাজ্যের বিত্তবানদের তালিকা ৷ সেই তালিকায় উঠে এল ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মুর্তির নাম ৷ এক বছরে তাঁদের সম্পত্তির পরিমাণ বাড়ল 120 মিলিয়ন পাউন্ড ৷ সম্প্রতি লন্ডনের একটি ব্রডকাস্টিং নেটওয়ার্ক আই টিভির সম্প্রচারিত খবর থেকে এই তথ্য জানা গিয়েছে ৷ পাশাপাশি স্থানীয় সানডে টাইমসও বিত্তবানদের তালিকায় এই দম্পতির নাম প্রকাশ করেছে ৷ গতবছর তাঁদের সম্পত্তির পরিমাণ ছিল 529 মিলিয়ন পাউন্ড ৷ এই বছর তা আরও 120 মিলিয়ন বেড়েছে ৷ বর্তমানে তাদের সম্পত্তির পরিমাণ 651 মিলিয়ন পাউন্ড ৷ অক্ষতা মুর্তির সংস্থা ইনফোসিস থেকে এই আয় করেছেন তিনি ৷

প্রকাশিত তথ্য অনুয়ায়ী 2022 সালে এই দম্পতির সম্পত্তি 730 মিলিয়ন পাউন্ড ছিল ৷ তবে গত বছর তা কমে গেলেও এই বছর আবারও তাঁদের ভাগ্যদেবী সুুপ্রসন্ন ৷ তবে শুধু সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মুর্তি ধনীদের তালিকায় উঠে আসননি ৷ এই তালিকায় উঠে এসেছেন ব্রিটেনের রাজা চার্লসের নামও ৷ তাঁর সম্পত্তি র পরিমাণ 610 মিলিয়ন পাউন্ড ৷ প্রসঙ্গত, যুক্তরাজ্যে ব্রিটিশ বিলিয়নিয়রদের সংখ্যা কমেছে ৷ 177 জন থেকে 165 জনে নেমে এসেছে ৷ অতিরিক্ত ঋণগ্রহণের কারণেই দেশের ধনীদের সম্পত্তির সংখ্যা ক্রমশ কমেছে বলে মনে করা হচ্ছে ৷ সামগ্রিকভাপবেই বিত্তবানের সংখ্যা কমেছে ৷

সর্বশেষ প্রকাশিত তালিকা অনুয়ায়ী, ব্রিটেনের 350 ধনী ব্যক্তি এবং তাঁদের পরিবারের 795.36 বিলিয়ন পাউন্ড সম্পত্তির অধিকারী ৷ এই তালিকার শীর্ষে রয়েছেন গোপী হিন্দুজা এবং তাঁর পরিবার ৷ যাঁরা বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠী হিন্দুজা গ্রুপ হিসেবে পরিচিত ৷ তাঁদের সম্পদের পরিমাণও আগের বছরের থেকে বেড়ে হয়েছে 37.2 বিলিয়ন পাউন্ড ৷ গত বছর তা ছিল 35 বিলিয়ন পাউন্ড ৷

তবে বেশ কয়েকজন বিলিয়নিয়রের সম্পত্তির পরিমাণ কমেছে ৷ স্যার জিম র‍্যাটক্লিফের মতো অনেকের সম্পত্তির পরিমাণ কমেছে বলে জানা গিয়েছে ৷ তার মোট সম্পদ 6 বিলিয়ন পাউন্ডের বেশি কমে 23.52 বিলিয়ন পাউন্ডে নেমে এসেছে। একইভাবে, স্যার জেমস ডাইসনের সম্পদ 23 বিলিয়ন পাউন্ড থেকে 20.8 বিলিয়ন পাউন্ডে নেমে এসেছে ৷ যেখানে স্যার রিচার্ড ব্র্যানসনের ভাগ্য 4.2 বিলিয়ন পাউন্ড থেকে 2.4 বিলিয়ন পাউন্ডে নেমে এসেছে ৷

আরও পড়ুন:

  1. এপ্রিলে ভারতীয় স্টকে 6,000 কোটি টাকারও বেশি বিদেশি বিনিয়োগ কমেছে, কী প্রভাব বাজারে?
  2. পশ্চিম এশিয়ায় কূটনৈতিক কৌশল বাইডেন প্রশাসনের, কী কী বদলাবে ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.