ETV Bharat / international

চরমপন্থী সৈয়দ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান - Iran Presidential Election - IRAN PRESIDENTIAL ELECTION

New President of Iran: নতুন প্রেসিডেন্ট পেল ইরান ৷ চরমপন্থী সৈয়দ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ৷ দ্বিতীয় দফার নির্বাচনেই করলেন বাজিমাত ৷

Irans New President
ইরানের নতুন প্রেসিডেন্ট (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jul 6, 2024, 11:51 AM IST

Updated : Jul 6, 2024, 3:26 PM IST

তেহরান, 6 জুলাই: নতুন প্রেসিডেন্ট পেল ইরান ৷ প্রতিপক্ষ চরমপন্থী নেতা সৈয়দ জালিলিকে হারিয়ে ইরানের ক্ষমতায় এলেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান ৷ শুক্রবার 3 কোটিরও বেশি ভোট গণনার পর দেখা যায় 1 কোটি 63 লক্ষেরও বেশি ভোট পেয়েছেন পেজেশকিয়ান ৷ অন্যদিকে 1 কোটি 35 লক্ষের কিছু বেশি ভোট পেয়েছেন জালিলি ৷ এই ফলাফল প্রকাশ্য়ে আসতেই ছবিটা পরিস্কার হয়ে যায় সকলের সামনে ৷

সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইব্রাহিম রাইসি ৷ দেশের মসনদে কে বসবেন, তারপর সে নিয়েই শুরু হয় জল্পনা ৷ অবশেষে সেই জল্পনার অবসান ঘটল ৷ ঐতিহাসিক এই জয়ের পর পেজেশকিয়ান দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আন্তর্জাতিক মঞ্চে সকলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা আমরা প্রধান লক্ষ্য ৷ আমরা সবাই এদেশের মানুষ, দেশের উন্নয়নে সবাইকে কাজে লাগাতে হবে ৷"

ইরানের নির্বাচনী নিয়ম অনুযায়ী, যেকোনও প্রার্থীকে 50 শতাংশ ভোট পেতে হবে সেদেশের নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যকে । কিন্তু গত 28 জুন প্রথম দফার নির্বাচনের শেষে কোনও প্রার্থী সেই পরিমাণ ভোট নিজের ঝুলিতে পুড়তে পারেননি ৷ ফলে 5 জুলাই, শুক্রবার ফের নির্বাচনের দিন ঘোষণা করা হয় ইরানে। এদিন নির্বাচনের শেষে দেখা যায় বাজিমাত করেছেন পেজেশকিয়ান ৷ দ্বিতীয় দফার নির্বাচনের আগে দেশবাসীকে অধিক ভোট দেওয়ার জন্য আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ৷

নির্বাচনী প্রচারে পেজেশকিয়ান ইরানের শিয়া ধর্মতন্ত্রে কোনও আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেননি ৷ বরং দীর্ঘদিন ধরে দেশের সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে গুরুত্ব দেন তিনি । সেইসঙ্গে, পরমাণু আলোচনা পুনরুজ্জীবিত করতে পশ্চিমের শক্তিধর দেশগুলির সঙ্গে 'গঠনমূলক সম্পর্কের' আহ্বান জানান 69 বছরের এই নেতা । এই আবহে তাঁর প্রধান চ্য়ালেঞ্জ হল নিজের সিদ্ধান্তগুলিকে বাস্তবায়িত করার জন্য দেশে চরমপন্থী ক্ষমতার বিরোধীতা করা ৷ তবে এদিন নির্বাচনে জয়লাভ করে সংস্কারবাদীদের মনে আশা জাগিয়েছেন তিনি, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

তেহরান, 6 জুলাই: নতুন প্রেসিডেন্ট পেল ইরান ৷ প্রতিপক্ষ চরমপন্থী নেতা সৈয়দ জালিলিকে হারিয়ে ইরানের ক্ষমতায় এলেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান ৷ শুক্রবার 3 কোটিরও বেশি ভোট গণনার পর দেখা যায় 1 কোটি 63 লক্ষেরও বেশি ভোট পেয়েছেন পেজেশকিয়ান ৷ অন্যদিকে 1 কোটি 35 লক্ষের কিছু বেশি ভোট পেয়েছেন জালিলি ৷ এই ফলাফল প্রকাশ্য়ে আসতেই ছবিটা পরিস্কার হয়ে যায় সকলের সামনে ৷

সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইব্রাহিম রাইসি ৷ দেশের মসনদে কে বসবেন, তারপর সে নিয়েই শুরু হয় জল্পনা ৷ অবশেষে সেই জল্পনার অবসান ঘটল ৷ ঐতিহাসিক এই জয়ের পর পেজেশকিয়ান দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আন্তর্জাতিক মঞ্চে সকলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা আমরা প্রধান লক্ষ্য ৷ আমরা সবাই এদেশের মানুষ, দেশের উন্নয়নে সবাইকে কাজে লাগাতে হবে ৷"

ইরানের নির্বাচনী নিয়ম অনুযায়ী, যেকোনও প্রার্থীকে 50 শতাংশ ভোট পেতে হবে সেদেশের নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যকে । কিন্তু গত 28 জুন প্রথম দফার নির্বাচনের শেষে কোনও প্রার্থী সেই পরিমাণ ভোট নিজের ঝুলিতে পুড়তে পারেননি ৷ ফলে 5 জুলাই, শুক্রবার ফের নির্বাচনের দিন ঘোষণা করা হয় ইরানে। এদিন নির্বাচনের শেষে দেখা যায় বাজিমাত করেছেন পেজেশকিয়ান ৷ দ্বিতীয় দফার নির্বাচনের আগে দেশবাসীকে অধিক ভোট দেওয়ার জন্য আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ৷

নির্বাচনী প্রচারে পেজেশকিয়ান ইরানের শিয়া ধর্মতন্ত্রে কোনও আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেননি ৷ বরং দীর্ঘদিন ধরে দেশের সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে গুরুত্ব দেন তিনি । সেইসঙ্গে, পরমাণু আলোচনা পুনরুজ্জীবিত করতে পশ্চিমের শক্তিধর দেশগুলির সঙ্গে 'গঠনমূলক সম্পর্কের' আহ্বান জানান 69 বছরের এই নেতা । এই আবহে তাঁর প্রধান চ্য়ালেঞ্জ হল নিজের সিদ্ধান্তগুলিকে বাস্তবায়িত করার জন্য দেশে চরমপন্থী ক্ষমতার বিরোধীতা করা ৷ তবে এদিন নির্বাচনে জয়লাভ করে সংস্কারবাদীদের মনে আশা জাগিয়েছেন তিনি, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

Last Updated : Jul 6, 2024, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.