উইলমিংটন, 22 সেপ্টেম্বর: দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আগ্রাসন নীতি ক্রমশ বেড়েই চলেছে ৷ পূর্ব চিন সাগরেও আধিপত্য বিস্তারের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে লাল ফৌজ ৷ এই আবহে শনিবার ডেলাওয়ারে কোয়াডের বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ৷
বৈঠকের শুরুতেই চিনকে সাফ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ নাম না করে তিনি বলেন, "আমরা কারও বিরোধীতা করছি না ৷ তবে আমাদের দাবি, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ৷ আমরা সকলেই নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান ও সমর্থন করি ৷" এরপরই তিনি বলেন, "আমাদের বার্তা স্পষ্ট ৷ সকলকে সাহায্য করার জন্য কোয়াডের সদস্যরা সবসময় তৈরি রয়েছে ৷"
Addressing the Quad Leaders' Summit. https://t.co/fphRgLwLPS
— Narendra Modi (@narendramodi) September 21, 2024
উল্লেখ্য, বহুদিন ধরে তাইওয়ানের উপর আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন ৷ সেই সঙ্গে, আন্তর্জাতিক বাজার দখলের বিষয়টিও রয়েছে ৷ প্রেসিডেন্ট বাইডেনের কথায়, চিন তাঁদের ধৈর্য্য পরীক্ষা করছে ৷ তবে মোদি জানান, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তির বাতাবরণ বজায় রাখার জন্য কোয়াড ইতিমধ্যে স্বাস্থ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা, প্রযুক্তি, আবহাওয়ার পরিবর্তন নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ৷ তিনি বলেন, "বিশ্বের নানা প্রান্তে অশান্তি, উদ্বেগ, উত্তেজনা ও সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতিতে মানবতার স্বার্থে ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে কোয়াডের নেতারা একসঙ্গে কাজ করছে ৷" বিশ্বে শান্তি বজায় রাখার জন্য এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদি ৷
Glad to have met Quad Leaders during today’s Summit in Wilmington, Delaware. The discussions were fruitful, focusing on how Quad can keep working to further global good. We will keep working together in key sectors like healthcare, technology, climate change and capacity… pic.twitter.com/xVRlg9RYaF
— Narendra Modi (@narendramodi) September 22, 2024
মূলত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে একজোট হয়ে 2007 সালে কোয়াডের সূচনা করেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে ৷ কূটনৈতিক বিশ্লেষক মহলের দাবি, সাম্প্রতিক সময়ে কোয়েডের গুরুত্ব নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে ৷ তবে দক্ষিণ চিন সাগর, ভারত এবং তাইওয়ান সীমান্তে বেজিংয়ের ক্রমবর্ধমান আগ্রাসন নীতির কারণে কোয়াডের গুরুত্ব আরও বেড়েছে ৷
নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার আগে শনিবার শেষ কোয়াড বৈঠকের আয়োজন করেন বাইডেন ৷ প্রধানমন্ত্রী মোদি তাঁকে এই বৈঠকের জন্য ধন্যবাদ জানান ৷ সেই সঙ্গে, 2021 সালের বৈঠকের কথাও তুলে ধরেন মোদি ৷ উল্লেখ্য, 2025 সালে পরবর্তী কোয়াডের বৈঠক আয়োজিত হবে ভারতে ৷
প্রসঙ্গত, কোয়েডের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক সারেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিন দেশের প্রধানের সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক ও নিরাপত্তা প্রসঙ্গে আলোচনা করেন তিনি ৷ এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন মোদি ৷ তিনি লিখেছেন, "কোয়াডের রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা করে খুব ভাল লাগছে । আমাদের বৈঠক সফল হয়েছে । সমগ্র বিশ্বের উন্নতির জন্য আগামী দিনে কোয়াডের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে । স্বাস্থ্য, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব ।"