ওয়াশিংটন ডিসি, 22 জুলাই: ব়্যাম্পে হাঁটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ! শুধু তিনি কেন ? কে নেই সেখানে ? হাল ফ্যাশনের পোশাক পরে একে একে হেঁটে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের তাবড় নেতারা ৷ রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে তাঁর ডেপুটি কমলা হ্যারিস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ আরও অনেকে ৷ তবে এ এক অন্য ধাঁচের ফ্যাশন শো ৷
রাষ্ট্রনেতাদের এআই ফ্যাশন শোয়ের একটি ভিডিয়ো পোস্ট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন টেক বিলিয়নেয়ার সিইও ইলন মাস্ক ৷ নিজের এক্স হ্যান্ডেলে করা পোস্টটির ক্যাপশনে এক্স, স্পেসএক্স ও টেসলার সিইও লিখেছেন, "এখন এআই ফ্যাশন শো করার সময় ৷"
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ভার্চুয়াল ফ্যাশন শোতে জমকালো পোশাক ও সাদা জুতো পরে দুলকি চালে হাসিমুখে হেঁটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আধুনিক মোটিফের প্রাণবন্ত প্যাচওয়ার্ক রয়েছে তাঁর পোশাকে ৷ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লুই ভিটনের স্যুটে দেখা যাচ্ছে, বার্ধক্য নিয়ে নানা প্রশ্নের মুখে পড়া জো বাইডেন আবার ব়্যাম্পে নেমেছেন হুইলচেয়ারে বসে ৷
ভবিষ্যতের টেসলা এবং এক্স-এর সুপারহিরোর পোশাকে নিজেকে উপস্থাপন করেছেন এলন মাস্ক ৷ ওদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একটি সোয়েটশার্ট এবং একটি আকর্ষণীয় সোনার নেকলেস পরতে দেখা যায় ভিডিয়োয় ।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নানা পোশাকে দেখা গিয়েছে ৷ এর মধ্যে উল্লেখযোগ্য গ্ল্যাডিয়েটরের বেশ ৷ অন্যান্য সেলিব্রিটিদের মধ্যে দেখা গিয়েছে, প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও ৷ আর অ্যাপলের সিইও টিম কুককে দেখা গিয়েছে একটি আইপ্যাড নিয়ে । ভিডিয়োটিতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাতে একটি পার্স রয়েছে ।
High time for an AI fashion show pic.twitter.com/ra6cHQ4AAu
— Elon Musk (@elonmusk) July 22, 2024
মাস্ক ডেমোক্রেটিক পার্টির একজন বিশিষ্ট দাতা ভারতীয় বংশোদ্ভূত বিনোদ খোসলাকেও তাঁর ভিডিয়োতে রেখেছেন ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নভেম্বরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করার পরই খোসলা ডেমোক্র্যাটদের 'আরও মডারেট' প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি 'উন্মুক্ত সম্মেলন' করার আহ্বান জানান ।