সিঙ্গাপুর, 4 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'দিনের সফরে বুধবার সিঙ্গাপুরে পৌঁছেছেন ৷ ভারত-সিঙ্গাপুরের বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সিঙ্গাপুরে পৌঁছেছেন ৷ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর আমন্ত্রণে সেদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷
তাঁর সফর সময়ে প্রধানমন্ত্রী মোদি সিঙ্গাপুরের নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন বলে নয়াদিল্লির আধিকারিকরা জানিয়েছেন। এ দিনই সিঙ্গাপুরে অবতরণ করে প্রধানমন্ত্রী মোদির বিমান। ভারত-সিঙ্গাপুর বন্ধুত্ব বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বৈঠকের অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন মোদি। এক্স-এ একটি পোস্টে লিখেছেন, "ভারতের সংস্কার এবং আমাদের যুবশক্তির প্রতিভা আমাদের দেশকে একটি আদর্শ বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত করেছে। আমরা ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্কের জন্যও উন্মুখ ৷" মোদি সিঙ্গাপুরে তাঁর পঞ্চম আনুষ্ঠানিক সফরে এসেছেন ৷ ব্রুনাই সফর শেষ করে মোদি সিঙ্গাপুরে এসেছেন ৷ এটিই ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর।
এদিন সিঙ্গাপুরের লায়ন সিটিতে অবতরণ করেছেন প্রধানমন্ত্রী মোদি। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে শানমুগাম তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে যাবেন ৷ সেখানেই রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নমের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী হিসাবে ওং দায়িত্ব নেওয়ার কয়েকদিন পর এবং অন্যদিকে, মোদি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর তৃতীয় মেয়াদ শুরু করার পর এই প্রথম সিঙ্গাপুর সফরে এসেছেন। নয়াদিল্লি থেকে তাঁর প্রস্থানের আগে, মোদি এক্স-এ লিখেছেন, "আমি সিঙ্গাপুরের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য, বিশেষ করে উন্নত উৎপাদন, ডিজিটালাইজেশন এবং টেকসই উন্নয়নের নতুন ক্ষেত্রে আমারা উভয় পক্ষই আলোচনার অপেক্ষায় রয়েছি।"
প্রধানমন্ত্রী মোদি শেষবার 2018 সালে সিঙ্গাপুরে গিয়েছিলেন ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্যান্য সরকারি আধিকারিকরা তাঁর সঙ্গে এবারের সফরে রয়েছেন। ভারত-সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলিতে মতামত বিনিময় করবেন বলে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে। মোদি মন্ত্রী লি সিয়েন লুং এবং ইমেরিটাস মিনিস্টার গোহ চোক টং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। মোদি সিঙ্গাপুরের ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করবেন বলে জানা গিয়েছে ৷ (পিটিআই)