ETV Bharat / international

নয়া পাক প্রধানমন্ত্রীর মুখে কাশ্মীর প্রসঙ্গ, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কের অঙ্গীকার

Pakistan PM Shehbaz Sharif: পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রথম ভাষণেই এল কাশ্মীর প্রসঙ্গ ৷ তবে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজার রাখার অঙ্গীকার করেছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Mar 3, 2024, 5:23 PM IST

ইসলামাবাদ, 3 মার্চ: রবিবার পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রথম ভাষণেই উঠে এল কাশ্মীর প্রসঙ্গ ৷ প্রতিবেশী-সহ সমস্ত নেতৃস্থানীয় দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি । শেহবাজ বলেছেন যে, তাঁর সরকার বন্ধুর সংখ্যা বাড়াবে । তিনি প্রতিবেশী-সহ সব নেতৃস্থানীয় দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এবং উন্নত করার অঙ্গীকার করেছেন । 72 বছর বয়সি শেহবাজ শরিফ তাঁর প্রথম ভাষণে বলেন, "আমরা সমতার ভিত্তিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখব ৷"

শেহবাজ বলেন যে, তিনি সহজেই দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য জাতীয় পরিষদের নির্বাচনে জয়লাভ করেছিলেন ৷ তবে, শেহবাজ কাশ্মীর ইস্যুটি তুলে ধরেন এবং এটিকে প্যালেস্তাইনের সঙ্গে সমতুল বলে আখ্যা দেন। তিনি বলেন, "আসুন আমরা সবাই একত্র হই এবং কাশ্মীরি ও প্যালেস্তিনীয়দের স্বাধীনতার জন্য জাতীয় পরিষদের একটি প্রস্তাব পাশ করা উচিত ৷"

তিনি জোট সরকারে তাঁর মিত্রদেরও ধন্যবাদ জানান তাঁর উপর আস্থা রাখার জন্য এবং তাঁকে সংসদের নেতা করার জন্য ৷ শেহবাজের কথায়, "যখন আমার কায়েদ (নেতা নওয়াজ) তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তখন দেশে যে উন্নয়ন হয়েছে তা তার নিজস্ব উদাহরণ । এবং এটা বলা ভুল হবে না যে নওয়াজ শরিফই পাকিস্তান তৈরি করেছিলেন ৷"

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি তথা তাঁর বড় ভাই নওয়াজ এবং তাঁর উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন শেহবাজ ৷ পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সর্বসম্মত প্রার্থী ছিলেন ৷ 336 সদস্যের কক্ষে 201 ভোট পেয়েছেন তিনি । শেহবাজের প্রতিদ্বন্দ্বী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ওমর আইয়ুব খান 92 ভোট পেয়েছেন ।

শেহবাজ বলেছেন যে, দেশটি মূলত ভঙ্গুর অর্থনীতির কারণে চ্যালেঞ্জের মুখোমুখি । তিনি এমন একটা সময়ে তাঁর মেয়াদ শুরু করছেন যখন দেশ এক ট্রিলিয়ন ডলারেরও বেশি বাজেটের ঘাটতির মুখোমুখি । তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, "আমরা সশস্ত্র বাহিনীর বেতন কীভাবে দেব এবং বেসামরিক কর্মচারীদের বেতন কীভাবে পরিশোধ করব ৷"তাঁর মতে, অর্থনীতির সংস্কার করাই দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ।

শেহবাজ ঋণ পরিশোধের বোঝা তুলে ধরে বলেন যে, দেশকে কেবল সুদে কোটি কোটি টাকা দিতে হবে । বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর কাছে দেশের পাওনা ঋণের কারণে জ্বালানি খাত ভেঙে পড়ছে । তিনি আরও উল্লেখ করেছেন যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মতো রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলি কোটি কোটি টাকার লোকসানের মধ্যে রয়েছে । তিনি দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে সব বাধা-বিপত্তি অতিক্রম করার ঘোষণা দেন ।

তিনি বলেন, "যদিও কাজটি করার থেকে বলা সহজ, তবে আমরা আমাদের কাজটি পূরণ করব ৷" শেহবাজের কথায়, "বর্তমান সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার বদ্ধপরিকর । আমি কোনও সময়সীমা নির্ধারণ করতে চাই না ৷ তবে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে এক বছর পর ইতিবাচক ফলাফল আসতে শুরু করবে ৷"

তিনি দেশে বিনিয়োগ আনতে এবং অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করবে এমন অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করার প্রতিশ্রুতি দেন । নবনির্বাচিত প্রধানমন্ত্রী পাকিস্তানকে স্বনির্ভর করার প্রতিশ্রুতি দিয়েছেন । তাঁর কথায়, "আমরা উঠে দাঁড়াব এবং আমরা পাকিস্তানকে স্বয়ংসম্পূর্ণ করব ৷"

আরও পড়ুন:

  1. পাকিস্তানের পঞ্জাব প্রদেশ প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নওয়াজ-কন্যা
  2. লোডশেডিং ইস্যুতে বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তানে
  3. পাক নির্বাচনে কারচুপির অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ইমরান খানের দলের সমর্থকদের

ইসলামাবাদ, 3 মার্চ: রবিবার পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রথম ভাষণেই উঠে এল কাশ্মীর প্রসঙ্গ ৷ প্রতিবেশী-সহ সমস্ত নেতৃস্থানীয় দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি । শেহবাজ বলেছেন যে, তাঁর সরকার বন্ধুর সংখ্যা বাড়াবে । তিনি প্রতিবেশী-সহ সব নেতৃস্থানীয় দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এবং উন্নত করার অঙ্গীকার করেছেন । 72 বছর বয়সি শেহবাজ শরিফ তাঁর প্রথম ভাষণে বলেন, "আমরা সমতার ভিত্তিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখব ৷"

শেহবাজ বলেন যে, তিনি সহজেই দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য জাতীয় পরিষদের নির্বাচনে জয়লাভ করেছিলেন ৷ তবে, শেহবাজ কাশ্মীর ইস্যুটি তুলে ধরেন এবং এটিকে প্যালেস্তাইনের সঙ্গে সমতুল বলে আখ্যা দেন। তিনি বলেন, "আসুন আমরা সবাই একত্র হই এবং কাশ্মীরি ও প্যালেস্তিনীয়দের স্বাধীনতার জন্য জাতীয় পরিষদের একটি প্রস্তাব পাশ করা উচিত ৷"

তিনি জোট সরকারে তাঁর মিত্রদেরও ধন্যবাদ জানান তাঁর উপর আস্থা রাখার জন্য এবং তাঁকে সংসদের নেতা করার জন্য ৷ শেহবাজের কথায়, "যখন আমার কায়েদ (নেতা নওয়াজ) তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তখন দেশে যে উন্নয়ন হয়েছে তা তার নিজস্ব উদাহরণ । এবং এটা বলা ভুল হবে না যে নওয়াজ শরিফই পাকিস্তান তৈরি করেছিলেন ৷"

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি তথা তাঁর বড় ভাই নওয়াজ এবং তাঁর উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন শেহবাজ ৷ পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সর্বসম্মত প্রার্থী ছিলেন ৷ 336 সদস্যের কক্ষে 201 ভোট পেয়েছেন তিনি । শেহবাজের প্রতিদ্বন্দ্বী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ওমর আইয়ুব খান 92 ভোট পেয়েছেন ।

শেহবাজ বলেছেন যে, দেশটি মূলত ভঙ্গুর অর্থনীতির কারণে চ্যালেঞ্জের মুখোমুখি । তিনি এমন একটা সময়ে তাঁর মেয়াদ শুরু করছেন যখন দেশ এক ট্রিলিয়ন ডলারেরও বেশি বাজেটের ঘাটতির মুখোমুখি । তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, "আমরা সশস্ত্র বাহিনীর বেতন কীভাবে দেব এবং বেসামরিক কর্মচারীদের বেতন কীভাবে পরিশোধ করব ৷"তাঁর মতে, অর্থনীতির সংস্কার করাই দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ।

শেহবাজ ঋণ পরিশোধের বোঝা তুলে ধরে বলেন যে, দেশকে কেবল সুদে কোটি কোটি টাকা দিতে হবে । বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর কাছে দেশের পাওনা ঋণের কারণে জ্বালানি খাত ভেঙে পড়ছে । তিনি আরও উল্লেখ করেছেন যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মতো রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলি কোটি কোটি টাকার লোকসানের মধ্যে রয়েছে । তিনি দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে সব বাধা-বিপত্তি অতিক্রম করার ঘোষণা দেন ।

তিনি বলেন, "যদিও কাজটি করার থেকে বলা সহজ, তবে আমরা আমাদের কাজটি পূরণ করব ৷" শেহবাজের কথায়, "বর্তমান সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার বদ্ধপরিকর । আমি কোনও সময়সীমা নির্ধারণ করতে চাই না ৷ তবে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে এক বছর পর ইতিবাচক ফলাফল আসতে শুরু করবে ৷"

তিনি দেশে বিনিয়োগ আনতে এবং অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করবে এমন অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করার প্রতিশ্রুতি দেন । নবনির্বাচিত প্রধানমন্ত্রী পাকিস্তানকে স্বনির্ভর করার প্রতিশ্রুতি দিয়েছেন । তাঁর কথায়, "আমরা উঠে দাঁড়াব এবং আমরা পাকিস্তানকে স্বয়ংসম্পূর্ণ করব ৷"

আরও পড়ুন:

  1. পাকিস্তানের পঞ্জাব প্রদেশ প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নওয়াজ-কন্যা
  2. লোডশেডিং ইস্যুতে বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তানে
  3. পাক নির্বাচনে কারচুপির অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ইমরান খানের দলের সমর্থকদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.