ETV Bharat / international

বৃহস্পতিতে পাকিস্তানে নির্বাচন, মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার

Pakistan Election: পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলি ও প্রাদেশিক আইনসভাগুলিতে আগামী বৃহস্পতিবার ৷ মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে ৷ প্রচার৷ ভোটের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ পাশাপাশি সাংবাদিকদের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মও চালু করেছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ৷

Pakistan
Pakistan
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 12:27 PM IST

ইসলামাবাদ, 6 ফেব্রুয়ারি: আগামী বৃহস্পতিবার পাকিস্তানে নির্বাচন ৷ তার আগে মঙ্গলবার রাতে শেষ হয়ে যাচ্ছে প্রচার ৷ তবে ভোটারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করার সুযোগ থাকছে প্রার্থীদের কাছে ৷ মঙ্গলবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁরা এই রুদ্ধদ্বার বৈঠক করতে পারবেন ৷ কিন্তু নির্বাচন কমিশনের তরফে জারি করা প্রচার সংক্রান্ত নিয়ম ভাঙলে দু’বছর পর্যন্ত সাজা হতে পারে ৷

যেহেতু আজই মধ্যরাতে প্রচার শেষ, তাই পাকিস্তানের সব রাজনৈতিক দলই এ দিন প্রচারে ঝড় তোলার পরিকল্পনা করছে ৷ প্রতিটি দলের শীর্ষনেতারাই এ দিন প্রচারে থাকছেন ৷ পাকিস্তানের বিভিন্ন শহরে এ দিন প্রচার করতে দেখা যাবে নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ শরিফ, বিলওয়াল ভুট্টো জারদারি, আসিফ আলি আলি জারদারি, মৌলানা ফজলুর রেহাম প্রমুখকে ৷

পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলি ও প্রাদেশিক আইনসভাগুলিতে একই সঙ্গে ভোট হবে বৃহস্পতিবার ৷ সেখানে এবার মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে ৷ পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ বা পিএমএল-এন, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এই ভোটে সম্মুখসমরে নেমেছে ৷

তবে এই তিনদলের মধ্যে পিছিয়ে রয়েছে পিটিআই ৷ কারণ, এই দলের নেতা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখন জেলে ৷ তারা তাদের প্রতীক ব্যাটও পায়নি৷ ইমরান-সহ একাধিক নেতা ভোটেও লড়তে পারছেন না ৷ তবুও তারা হাল ছাড়তে নারাজ ৷ এছাড়া বেশ কিছু ছোটো ছোটো দলও রয়েছে ৷ পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলি বা প্রাদেশিক আইনসভাগুলিতে কোনও একটি দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে এই দলগুলির ভূমিকা ভোটের পর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ৷

পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ভোটে প্রয়োজন হবে 260 মিলিয়ন ব্যালট পেপারের ৷ সময় মতো তা প্রতিটি বুথেই পাঠানো হবে ৷ তবে আবহাওয়ার প্রতিকূলতা নির্বাচনে প্রভাব ফেলতে পারে অনেকে আশঙ্কা করছেন ৷ এই ভোট কভার করতে বিদেশের সাংবাদিকরাও পাকিস্তানে উপস্থিত হয়েছেন ৷ এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের সুবিধার্থে একটি অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করেছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ৷ ওই সরকারের তথ্যমন্ত্রী মুর্তাজা সোলাঙ্গি এই প্ল্যাটফর্ম লঞ্চ করেন ৷ বৃহস্পতিবার সকাল 8টা থেকে নির্বাচন শুরু হবে ৷ ভোটগ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত ৷ নির্বাচনের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে ৷

(সংবাদসংস্থা - পিটিআই)

আরও পড়ুন:

  1. বছর ঘুরলেই পাকিস্তানে নির্বাচন, প্রথম হিন্দু মহিলা হিসেবে মনোনয়ন পেশ সাভিরার
  2. 'কার্গিল দখলের বিরোধিতা করেছিলাম, তাই পারভেজ মুশারফ গদিচ্যুত করেন', দাবি নওয়াজ শরিফের
  3. 'দেশ চালাতে পাকিস্তান ভিক্ষা করছে অথচ ভারত চাঁদে পাড়ি দিয়েছে', নওয়াজের আক্ষেপ-বার্তা

ইসলামাবাদ, 6 ফেব্রুয়ারি: আগামী বৃহস্পতিবার পাকিস্তানে নির্বাচন ৷ তার আগে মঙ্গলবার রাতে শেষ হয়ে যাচ্ছে প্রচার ৷ তবে ভোটারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করার সুযোগ থাকছে প্রার্থীদের কাছে ৷ মঙ্গলবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁরা এই রুদ্ধদ্বার বৈঠক করতে পারবেন ৷ কিন্তু নির্বাচন কমিশনের তরফে জারি করা প্রচার সংক্রান্ত নিয়ম ভাঙলে দু’বছর পর্যন্ত সাজা হতে পারে ৷

যেহেতু আজই মধ্যরাতে প্রচার শেষ, তাই পাকিস্তানের সব রাজনৈতিক দলই এ দিন প্রচারে ঝড় তোলার পরিকল্পনা করছে ৷ প্রতিটি দলের শীর্ষনেতারাই এ দিন প্রচারে থাকছেন ৷ পাকিস্তানের বিভিন্ন শহরে এ দিন প্রচার করতে দেখা যাবে নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ শরিফ, বিলওয়াল ভুট্টো জারদারি, আসিফ আলি আলি জারদারি, মৌলানা ফজলুর রেহাম প্রমুখকে ৷

পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলি ও প্রাদেশিক আইনসভাগুলিতে একই সঙ্গে ভোট হবে বৃহস্পতিবার ৷ সেখানে এবার মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে ৷ পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ বা পিএমএল-এন, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এই ভোটে সম্মুখসমরে নেমেছে ৷

তবে এই তিনদলের মধ্যে পিছিয়ে রয়েছে পিটিআই ৷ কারণ, এই দলের নেতা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখন জেলে ৷ তারা তাদের প্রতীক ব্যাটও পায়নি৷ ইমরান-সহ একাধিক নেতা ভোটেও লড়তে পারছেন না ৷ তবুও তারা হাল ছাড়তে নারাজ ৷ এছাড়া বেশ কিছু ছোটো ছোটো দলও রয়েছে ৷ পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলি বা প্রাদেশিক আইনসভাগুলিতে কোনও একটি দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে এই দলগুলির ভূমিকা ভোটের পর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ৷

পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ভোটে প্রয়োজন হবে 260 মিলিয়ন ব্যালট পেপারের ৷ সময় মতো তা প্রতিটি বুথেই পাঠানো হবে ৷ তবে আবহাওয়ার প্রতিকূলতা নির্বাচনে প্রভাব ফেলতে পারে অনেকে আশঙ্কা করছেন ৷ এই ভোট কভার করতে বিদেশের সাংবাদিকরাও পাকিস্তানে উপস্থিত হয়েছেন ৷ এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের সুবিধার্থে একটি অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করেছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ৷ ওই সরকারের তথ্যমন্ত্রী মুর্তাজা সোলাঙ্গি এই প্ল্যাটফর্ম লঞ্চ করেন ৷ বৃহস্পতিবার সকাল 8টা থেকে নির্বাচন শুরু হবে ৷ ভোটগ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত ৷ নির্বাচনের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে ৷

(সংবাদসংস্থা - পিটিআই)

আরও পড়ুন:

  1. বছর ঘুরলেই পাকিস্তানে নির্বাচন, প্রথম হিন্দু মহিলা হিসেবে মনোনয়ন পেশ সাভিরার
  2. 'কার্গিল দখলের বিরোধিতা করেছিলাম, তাই পারভেজ মুশারফ গদিচ্যুত করেন', দাবি নওয়াজ শরিফের
  3. 'দেশ চালাতে পাকিস্তান ভিক্ষা করছে অথচ ভারত চাঁদে পাড়ি দিয়েছে', নওয়াজের আক্ষেপ-বার্তা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.