ইসলামাবাদ, 6 ফেব্রুয়ারি: আগামী বৃহস্পতিবার পাকিস্তানে নির্বাচন ৷ তার আগে মঙ্গলবার রাতে শেষ হয়ে যাচ্ছে প্রচার ৷ তবে ভোটারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করার সুযোগ থাকছে প্রার্থীদের কাছে ৷ মঙ্গলবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁরা এই রুদ্ধদ্বার বৈঠক করতে পারবেন ৷ কিন্তু নির্বাচন কমিশনের তরফে জারি করা প্রচার সংক্রান্ত নিয়ম ভাঙলে দু’বছর পর্যন্ত সাজা হতে পারে ৷
যেহেতু আজই মধ্যরাতে প্রচার শেষ, তাই পাকিস্তানের সব রাজনৈতিক দলই এ দিন প্রচারে ঝড় তোলার পরিকল্পনা করছে ৷ প্রতিটি দলের শীর্ষনেতারাই এ দিন প্রচারে থাকছেন ৷ পাকিস্তানের বিভিন্ন শহরে এ দিন প্রচার করতে দেখা যাবে নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ শরিফ, বিলওয়াল ভুট্টো জারদারি, আসিফ আলি আলি জারদারি, মৌলানা ফজলুর রেহাম প্রমুখকে ৷
পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলি ও প্রাদেশিক আইনসভাগুলিতে একই সঙ্গে ভোট হবে বৃহস্পতিবার ৷ সেখানে এবার মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে ৷ পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ বা পিএমএল-এন, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এই ভোটে সম্মুখসমরে নেমেছে ৷
তবে এই তিনদলের মধ্যে পিছিয়ে রয়েছে পিটিআই ৷ কারণ, এই দলের নেতা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখন জেলে ৷ তারা তাদের প্রতীক ব্যাটও পায়নি৷ ইমরান-সহ একাধিক নেতা ভোটেও লড়তে পারছেন না ৷ তবুও তারা হাল ছাড়তে নারাজ ৷ এছাড়া বেশ কিছু ছোটো ছোটো দলও রয়েছে ৷ পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলি বা প্রাদেশিক আইনসভাগুলিতে কোনও একটি দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে এই দলগুলির ভূমিকা ভোটের পর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ৷
পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ভোটে প্রয়োজন হবে 260 মিলিয়ন ব্যালট পেপারের ৷ সময় মতো তা প্রতিটি বুথেই পাঠানো হবে ৷ তবে আবহাওয়ার প্রতিকূলতা নির্বাচনে প্রভাব ফেলতে পারে অনেকে আশঙ্কা করছেন ৷ এই ভোট কভার করতে বিদেশের সাংবাদিকরাও পাকিস্তানে উপস্থিত হয়েছেন ৷ এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের সুবিধার্থে একটি অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করেছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ৷ ওই সরকারের তথ্যমন্ত্রী মুর্তাজা সোলাঙ্গি এই প্ল্যাটফর্ম লঞ্চ করেন ৷ বৃহস্পতিবার সকাল 8টা থেকে নির্বাচন শুরু হবে ৷ ভোটগ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত ৷ নির্বাচনের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে ৷
(সংবাদসংস্থা - পিটিআই)
আরও পড়ুন: