নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: বছরে শুরুটা আইটি কর্মীদের জন্য মোটেও ভালো হয়নি ৷ অন্ততপক্ষে 122টি তথ্যপ্রযুক্তি কোম্পানি এবং স্টার্টআপ সংস্থা 30 হাজারেরও বেশি কর্মীদের ছাঁটাই করেছে ৷ শুধুমাত্র জানুয়ারি মাসেই ৷ সবে বছরের শুরু ৷ এই ছাঁটাই প্রক্রিয়া চলছে ৷
চাকরি ছাঁটাই সংক্রান্ত ট্র্যাকিং রাখে লেঅফস.এফওয়াইআই নামের একটি সংস্থা ৷ এই সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী 3 ফেব্রুয়ারি পর্যন্ত 122টি তথ্য-প্রযুক্তি কোম্পানি 31 হাজার 751 জন কর্মীকে সোজা দরজা দেখিয়ে দিয়েছে ৷ এই কোম্পানিগুলির মধ্য়ে স্টার্টআপ সংস্থাও রয়েছে ৷ 2022 সালে বিশ্বে 4 লক্ষ 25 হাজারেরও বেশি তথ্য ও প্রযুক্তি কর্মীর চাকরি গিয়েছে ৷ 2023 সালে একই সময়ে ভারতে 36 হাজারেরও বেশি কর্মী চাকরি হারিয়েছে ৷
ভিডিয়ো কমিউনিকেশন প্ল্যাটফর্ম জুমও এই চাকরি ছাঁটাইয়ের তালিকায় রয়েছে ৷ তারা তাদের কর্মীর সংখ্যা কমাতে 150 জনকে ছাঁটাই করছে, যা মোট সংখ্যার 2 শতাংশের কম ৷ জুম-এরই সঙ্গে ক্লাউড সফটওয়্যার কোম্পানি ওকটাও প্রায় 400 জন কর্মীকে বসিয়ে দেওয়ার পথে হাঁটছে, যা কর্মীসংখ্যার 7 শতাংশ ৷ অনলাইন লেনদেনকারী সংস্থা পেপল-এ গত মাসেই 9 শতাংশ কর্মীর চাকরি গিয়েছে ৷ সংখ্যা প্রায় 2 হাজার 500 ৷
বাণিজ্যিকভাবে রোবট তৈরি করে আইরোবট ৷ এই কোম্পানি ইতিমধ্য়ে ঘোষণা করেছে, তারা 350 জন কর্মীকে ছাঁটাই করবে, যা সংস্থার কর্মী সংখ্যার 31 শতাংশ ৷ এমনকী এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও কলিন অ্যাঞ্জেলও তাঁর পদ থেকে ইস্তফা দেবেন ৷ সেলসফোর্স নামের এন্টারপ্রাইজ সফ্টওয়্যার কোম্পানি সম্প্রতি প্রায় 700 জনের চাকরি নিয়ে নিয়েছে ৷ অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগিও এই চাকরি ছাঁটাইয়ের রাস্তায় হাঁটছে ৷ এই সংস্থার প্রায় 7 শতাংশ কর্মী, মানে 350-400 জন কর্মী চাকরি খোয়ানোর পথে ৷ গুগলের সিইও সুন্দর পিচাই বছরের প্রথমেই তাঁর কর্মীদের সতর্ক করেছেন, এবছরও গুগল কর্মী ছাঁটাই করবে ৷
আরও পড়ুন: