তাঁকে আশ্রয় দেওযা নিয়ে সংশয়ে আছে ব্রিটেন ৷ এমতাবস্থায় কোথায় যাওয়া যেতে পারে তা খতিয়ে দেখছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ মঙ্গলবার রাতে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কোথায় যাওয়া যেতে পারে তা সঠিক না জানা পর্যন্ত ভারতেই থাকতে পারেন হাসিনা ৷
ব্রিটেনে আশ্রয় পাওয়া নিয়ে সংশয়, নতুন জায়গার খোঁজে মুজিব-কন্যা - Bangladesh Unrest Live Updates
Published : Aug 5, 2024, 7:30 PM IST
|Updated : Aug 6, 2024, 10:37 PM IST
বাংলাদেশে হাসিনা সরকারের পতন ৷ অন্তর্বতী সরকার গঠন হওয়া পর্যন্ত দেশ সেনাবাহিনীর দায়িত্বে, জানালেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ৷ এদিকে, বাংলাদেশের রাজনৈতিক অশান্তির আঁচ যাতে সীমান্তে না পড়ে তার জন্য 4,096 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে বিএসএফ চূড়ান্ত সতর্কতা জারি করেছে ৷ ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফের কার্যনির্বাহী প্রধান দলজিৎ সিং চৌধুরি ৷ বিভিন্ন জায়গায় সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৷ চেন্নাই থেকে ঢাকাগামী বিমান কলকাতায় অবতরণ করেছে ৷ অন্যদিকে, বাংলাদেশ ছাড়ার পর আগরতলা হয়ে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনার সি-130 বিমান ৷ দেশের আকাশসীমায় প্রবেশের পর থেকে ভারতীয় বায়ুসেনা এবং নিরাপত্তা সংস্থাগুলি এই বিমানের গতিবিধির উপর নজর রাখছিল ৷
LIVE FEED
বাংলাদেশ নিয়ে বৈঠকে মমতা
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে পরবর্তী পর্যায়ে কী করনীয় তা ঠিক করতে পর্যালোচনা বৈঠক করেন তিনি।
শুভেন্দুর সিএএ দাবি
বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা দেখে সকলেই সিএএ-র প্রয়োজনিয়তা বুঝতে পারছেন বলে মনে করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করেছেন বিজেপি নেতা ৷
সেনায় বড় রদবদল
হাসিনা সরকারের পতনের 24 ঘণ্টার মধ্যে সেনাবাহিনীতে বড় বদবদল হল ৷ দেশের টেলিকমিউনিকেশন ব্যবস্থার নজরদারির দায়িত্বে থাকা মেজর জেনারেল জিয়াউল আহসানকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন মেজর জেনারেল রাইদুর রহমান ৷ বাংলাদেশের প্রতিবাদী ছাত্রদের দাবি ছিল শেখ হাসিনার কথায় বারবার তাঁদের আন্দোলন দমানোর চেষ্টা করেছেন মেজর জেনারেল জিয়াউল আহসান ৷
আটক বাংলাদেশের সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহামুদ ৷ ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয় ৷ সূত্রের খবর বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি ৷ ঠিক সেই সময় তাঁকে আটক করা হয় ৷
ঢাকা-দিল্লি বিমান চলবে
বিমান চালানোর কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া ৷ এক্স হ্যান্ডেলে সংস্থার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে দিল্লি যাওয়ার বিমান ছাড়বে ৷ পাশাপাশি যাঁরা এ মাসের 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ঢাকা থেকে আসার বা ঢাকা যাওয়ার টিকিট বুক করেছেন তাঁদেরও জন্য কয়েকটি সুবিধে দেওয়ার ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে ৷
বৈঠকে শাহ-জয়শঙ্কর-ডোভাল
সংসদে পৌঁছলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ জানা গিয়েছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করছেন ডোভাল ৷
ধর্মঘটে পুলিশ-সংগঠন
বাংলাদেশের পরিস্থিতিতে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিল পুলিশ কর্মী ও আধিকারিকদের নিয়ে তৈরি সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে ৷ এক বিবৃতিতে তাদের দাবি, পুলিশের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে ৷ আরও দাবি, সোমবার 450-রও বেশি থানায় আক্রমণ চালানো হয়েছে ৷ আর তার জেরে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ আর তাই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হল ৷
কেমন আছেন বাংলাদেশে থাকা ভারতীয়রা ?
লোকসভায় বিদেশমন্ত্রী জানান, বাংলাদেশে এখন 19 হাজার ভারতীয় আছেন ৷ তার মধ্যে 9 হাজার ছাত্র ৷ সেখানে অশান্তি শুরু হওয়ার পর থেকে অনেক ছাত্র হাইকমিশনের পরামর্শে আগেই ফিরে এসেছেন ৷ বাকিদের যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত ৷ বিদেশমন্ত্রীর আশা বাংলাদেশের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে ৷ ঢাকার হাইকমিশনের পাশাপাশি সিলেট, খুলনা, রাজশাহী এবং চট্টগ্রামের উপ হাইকমিশনের মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷
রাজ্য়সভার পর লোকসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী
বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যসভার পর লোকসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷
সেনার দখলে জাতীয় সংসদ
বাংলাদেশের জাতীয় সংসদের দখল নিল সেনা ৷
মুক্তি পেলেন খালেদা
রাষ্ট্রপতির ঘোষণা মতো মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া ৷
ভাঙা হল জাতীয় সংসদ
বাংলাদেশে জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ৷
সংখ্যালঘুদের নিরাপত্তায় নজর ভারতের: জয়শঙ্কর
বিদেশমন্ত্রী বলেন, " গোলমাল শুরু হওয়ার পর থেকে আমরাই বাংলাদেশের সংখ্যালঘুরা কেমন আছেন তার উপর নজর রাখছি ৷ তবে আমরা জানতে পেরেছি, সংখ্যালঘুদের উপর যাতে আক্রমণ না হয় তার জন্য কয়েকটি সংগঠন উদ্যোগ নিয়েছে ৷ আমরা পরিস্থিতির উপর নজর রাখতে থাকব ৷"
ভারতে আসার অনুমতি চান হাসিনা, দাবি জয়শঙ্করের
বিদেশমন্ত্রী রাজ্য়সভায় বলেন, "গোলমাল শুরু হওয়ার পর শেখ হাসিনা ভারতে আসার অনুমতি চান ৷ আমরা অনুমতি দিয়েছিলাম ৷ এরপর সোমবার সন্ধ্যায় তাঁর বিমান ভারতে এসে পৌঁছয় ৷"
রাজ্যসভায় বললেন জয়শঙ্কর
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী
আজ সংসদের উভর কক্ষেই বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ রাজ্যসভায় দুপুর 2:30 মিনিটে এবং লোকসভায় দুপুর সাড়ে 3টে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী ৷ এদিকে ভারতীয় এয়ারবেস ছেড়ে বেরিয়ে বাংলাদেশের এয়ারফোর্সের C-130J বিমানটি সাত সেনা কর্মীকে নিয়ে সে দেশে পৌঁছে গিয়েছে ৷ এই বিমানে ছিলেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তিনি ভারতেই রয়েছেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷
পেট্রাপোল সীমান্ত বিএসএফ-এর নজরদারি
ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত নজরদারি চালাচ্ছেন বিএসএফ-এর ডিজি ৷
ভারতেই রয়েছেন শেখ হাসিনা
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করবে ভারত ৷ দিল্লিতে আজ সর্বদলীয় বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ পাশাপাশি বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির দিকে দিল্লি নজর রাখছে বলেও জানান তিনি ৷
ভারতীয় এয়ারবেস ছাড়ল বাংলাদেশ এয়ারফোর্সের বিমান
মঙ্গলবার সকালে সাত সেনাকে নিয়ে ভারতীয় এয়ারবেস ছেড়ে বেরিয়ে গেল বাংলাদেশের এয়ারফোর্সের C-130J বিশেষ বিমানটি ৷ তবে, এই বিমানে ছিলেন না শেখ হাসিনা ৷ তিনি ভারতেই রয়েছেন বলে জানা গিয়েছে ৷ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার সন্ধ্যায় বাংলাদেশ এয়ারফোর্সের এই বিশেষ বিমানে গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে নেমেছিলেন শেখ হাসিনা ৷
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক
বাংলাদেশ পরিস্থিতি পর্যালোচনায় সর্বদলীয় বৈঠক ডাকল মোদি সরকার ৷ সংসদ ভবনে প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে শুরু হয়েছে বৈঠক ৷ প্রতিবেশী রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে নেতৃত্ব দিতে চলেছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন । তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মহম্মদ ইউনুসের নাম প্রস্তাব দিয়েছেন ৷ মঙ্গলবার সকালে এক ভিডিয়ো বার্তায় এমনটাই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম
ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ
কারফিউ শিথিল করা হয়েছে সকাল থেকে ৷ ঢাকার রাস্তায় সাঁজোয়া গাড়ি চোখে পড়লেও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ ৷
আপাতত ভারতেই থাকছেন হাসিনা
আপাতত ভারতেই থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সোমবার প্রধানমন্ত্রী থেকে ইস্তফা ও দেশ ছাড়ার পর ভারতে পৌঁছন তিনি ৷ তবে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন মুজিব কন্যা ৷ ব্রিটেন সরকার হাসিনাকে আশ্রয় না-দেওয়া পর্যন্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতে থাকার অনুমতি দিয়েছে মোদি সরকার ৷ এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা আইএএনএস ৷
বাংলাদেশে গণতান্ত্রিকভাবে অন্তর্বর্তী সরকার গঠনের আর্জি হোয়াইট হাউজের
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকাও ৷ এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউজের ন্যাশানাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ৷ শুধু তাই নয়, হোয়াইট হাউজের তরফে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে অন্তর্বর্তী সরকার গঠনের আর্জি জানানো হয়েছে ৷
খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ
খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট ৷
পরিস্থিতির উপর নজর রাখছে ইউরোপিয়ান ইউনিয়ন
ইউরোপিয়ান ইউনিয়নের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে ৷ তাছাড়া যাতে সেদেশে দ্রুত শান্তি ফিরে আসে তাও চাইছে ইউনিয়ন ৷
দ্রুত অন্তর্বতীকালীন সরকার, সিদ্ধান্ত প্রেসিডেন্টের বৈঠকে
বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। সেখানে সিদ্ধান্ত হয়েছে, জাতীয় সংসদ ভেঙে দিয়ে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আর বর্তমানে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি স্বাভাবিক করতে সেনাবাহিনী পদক্ষেপ নেবে।
মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত কারফিউ
সোমবার মধ্যরাত থেকে আগামিকাল মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত কারফিউ থাকবে। তবে কাল বাংলাদেশের সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানা গিয়েছে ৷
গুজব ছড়ালে কড়া ব্যবস্থা, বার্তা রাজ্যপাল বোসের
ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপদ। আতঙ্কের কোনও প্রয়োজন নেই। গুজব থেকে সাবধান। কেউ গুজব ছড়ালে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।" সোমবার এমনটাই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে বলা হয়েছে," ভারত সরকার সীমান্ত রক্ষায় জোরালো ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এই কারণেই কেন্দ্রের পাশে সমগ্র বাংলাকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন রাজ্যপাল।"
24 ঘণ্টায় স্পষ্ট হবে অন্তর্বতীকালীন সরকারের রূপরেখা, দাবি ছাত্র নেতার
বাংলাদেশের নতুন সরকার কেমন হবে তা আগামী 24 ঘণ্টার মধ্যে জানা যাবে বলে দাবি করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মহম্মদ নাহিদ ইসলাম।সোমবার রাতে ঢাকার তেজগাঁওয়ে এক সংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেছেন ৷
বন্ধ কলকাতা-বাংলাদেশ যাতায়াত, রইল ভিডিয়ো
অশান্ত বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। সেনা দায়িত্ব নিয়েছে আইন শৃঙ্খলার। আর তার জেরে আগামী 36 ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। ফলে, পায়ে হেঁটে হোক কিংবা বাস কিংবা উড়ান বা রেলপথ কোনভাবেই এ দেশ থেকে ও দেশে যাতায়াত সম্ভব নয়।
মোদির বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে বৈঠকে বসেছে প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি ৷ বৈঠকে যোগ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷
হিন্দুদের উপর আক্রমণ কেন, প্রশ্ন তসলিমার
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন ৷ একাধিক পোস্টে তিনি জানতে চান হাসিনার পদত্যাগের পরও কেন দেশে সন্ত্রাস চলছে ৷ তাছাড়া হিন্দুরা কেন আক্রান্ত হচ্ছেন তাও জানতে চান তসলিমা
সতর্ক বায়ুসেনা
ভারতীয় বায়ুসেনা পূর্বাঞ্চলে সব ধরনের সতর্কতা নিয়ে রেখেছে বলে জানা গিয়েছে ৷
সেনা-ডোভাল-হাসিনা বৈঠক
শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন জাতী. নিরাপত্তা উপদেষ্টা ও ভারতীয় সেনার প্রবীণ আধিকারিকরা ৷ দীর্ঘ আলোচনার পর হাসিনাকে কোনও একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ তাঁর নিরাপত্তার দায়িত্বে আছেন ভারতীয় সেনার বিশেষ বাহিনী ৷
পুলিশের সদর দফতরে হামলা
এখনও উত্তাল বাংলাদেশ ৷ বঙ্গভবন ঘিরে রেখেছে সেনা ৷ তাছাড়া ঢাকা পুলিশের সদর দফতরে হামলাও হয়েছে বলে জানা গিয়েছে ৷
বায়োপিক দেখানো হচ্ছে না
বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে মুজিবের বায়োপিক দেখানোর পরিকল্পনা আপাতত স্থগিত রইল ৷ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তর দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয় ৷
এয়ার ইন্ডিয়ার পথে হাঁটল ইন্ডিগো
এয়ার ইন্ডিয়ার মতো ঢাকা থেকে এবং ঢাকা পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ করে দিল ইন্ডিগো ৷
হাই কমিশনে বাড়ল নিরাপত্তা
ভারতে বাংলাদেশের হাই কমিশন এবং উপ- হাই কমিশনের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হল ৷
ডোভাল-হাসিনা সাক্ষাৎ
ভারতে আসার পর হিন্ডন বিমান ঘাঁটিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ভারকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বৈঠক হয় বলে জানা গিয়েছে ৷
রাজনীতিতে ফিরবেন না মা, দাবি হাসিনা-তনয়ের ৷
বিবিসি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না ৷
কাল সংসদে বিবৃতি
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত ৷ সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানা গিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী ৷
রাহুল-জয়শঙ্কর কথা
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার কী করছে তা জানতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সংসদে দেখা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷
ভারতে পৌঁছলেন হাসিনা
বাংলাদেশ থেকে ওড়ার পর আগরতলা হয়ে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করল শেখ হাসিনার সি-130 বিমান ৷
বাংলাদেশে হাসিনা সরকারের পতন ৷ অন্তর্বতী সরকার গঠন হওয়া পর্যন্ত দেশ সেনাবাহিনীর দায়িত্বে, জানালেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ৷ এদিকে, বাংলাদেশের রাজনৈতিক অশান্তির আঁচ যাতে সীমান্তে না পড়ে তার জন্য 4,096 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে বিএসএফ চূড়ান্ত সতর্কতা জারি করেছে ৷ ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফের কার্যনির্বাহী প্রধান দলজিৎ সিং চৌধুরি ৷ বিভিন্ন জায়গায় সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৷ চেন্নাই থেকে ঢাকাগামী বিমান কলকাতায় অবতরণ করেছে ৷ অন্যদিকে, বাংলাদেশ ছাড়ার পর আগরতলা হয়ে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনার সি-130 বিমান ৷ দেশের আকাশসীমায় প্রবেশের পর থেকে ভারতীয় বায়ুসেনা এবং নিরাপত্তা সংস্থাগুলি এই বিমানের গতিবিধির উপর নজর রাখছিল ৷
LIVE FEED
তাঁকে আশ্রয় দেওযা নিয়ে সংশয়ে আছে ব্রিটেন ৷ এমতাবস্থায় কোথায় যাওয়া যেতে পারে তা খতিয়ে দেখছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ মঙ্গলবার রাতে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কোথায় যাওয়া যেতে পারে তা সঠিক না জানা পর্যন্ত ভারতেই থাকতে পারেন হাসিনা ৷
বাংলাদেশ নিয়ে বৈঠকে মমতা
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে পরবর্তী পর্যায়ে কী করনীয় তা ঠিক করতে পর্যালোচনা বৈঠক করেন তিনি।
শুভেন্দুর সিএএ দাবি
বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা দেখে সকলেই সিএএ-র প্রয়োজনিয়তা বুঝতে পারছেন বলে মনে করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করেছেন বিজেপি নেতা ৷
সেনায় বড় রদবদল
হাসিনা সরকারের পতনের 24 ঘণ্টার মধ্যে সেনাবাহিনীতে বড় বদবদল হল ৷ দেশের টেলিকমিউনিকেশন ব্যবস্থার নজরদারির দায়িত্বে থাকা মেজর জেনারেল জিয়াউল আহসানকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন মেজর জেনারেল রাইদুর রহমান ৷ বাংলাদেশের প্রতিবাদী ছাত্রদের দাবি ছিল শেখ হাসিনার কথায় বারবার তাঁদের আন্দোলন দমানোর চেষ্টা করেছেন মেজর জেনারেল জিয়াউল আহসান ৷
আটক বাংলাদেশের সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহামুদ ৷ ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয় ৷ সূত্রের খবর বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি ৷ ঠিক সেই সময় তাঁকে আটক করা হয় ৷
ঢাকা-দিল্লি বিমান চলবে
বিমান চালানোর কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া ৷ এক্স হ্যান্ডেলে সংস্থার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে দিল্লি যাওয়ার বিমান ছাড়বে ৷ পাশাপাশি যাঁরা এ মাসের 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ঢাকা থেকে আসার বা ঢাকা যাওয়ার টিকিট বুক করেছেন তাঁদেরও জন্য কয়েকটি সুবিধে দেওয়ার ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে ৷
বৈঠকে শাহ-জয়শঙ্কর-ডোভাল
সংসদে পৌঁছলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ জানা গিয়েছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করছেন ডোভাল ৷
ধর্মঘটে পুলিশ-সংগঠন
বাংলাদেশের পরিস্থিতিতে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিল পুলিশ কর্মী ও আধিকারিকদের নিয়ে তৈরি সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে ৷ এক বিবৃতিতে তাদের দাবি, পুলিশের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে ৷ আরও দাবি, সোমবার 450-রও বেশি থানায় আক্রমণ চালানো হয়েছে ৷ আর তার জেরে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ আর তাই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হল ৷
কেমন আছেন বাংলাদেশে থাকা ভারতীয়রা ?
লোকসভায় বিদেশমন্ত্রী জানান, বাংলাদেশে এখন 19 হাজার ভারতীয় আছেন ৷ তার মধ্যে 9 হাজার ছাত্র ৷ সেখানে অশান্তি শুরু হওয়ার পর থেকে অনেক ছাত্র হাইকমিশনের পরামর্শে আগেই ফিরে এসেছেন ৷ বাকিদের যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত ৷ বিদেশমন্ত্রীর আশা বাংলাদেশের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে ৷ ঢাকার হাইকমিশনের পাশাপাশি সিলেট, খুলনা, রাজশাহী এবং চট্টগ্রামের উপ হাইকমিশনের মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷
রাজ্য়সভার পর লোকসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী
বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যসভার পর লোকসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷
সেনার দখলে জাতীয় সংসদ
বাংলাদেশের জাতীয় সংসদের দখল নিল সেনা ৷
মুক্তি পেলেন খালেদা
রাষ্ট্রপতির ঘোষণা মতো মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া ৷
ভাঙা হল জাতীয় সংসদ
বাংলাদেশে জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ৷
সংখ্যালঘুদের নিরাপত্তায় নজর ভারতের: জয়শঙ্কর
বিদেশমন্ত্রী বলেন, " গোলমাল শুরু হওয়ার পর থেকে আমরাই বাংলাদেশের সংখ্যালঘুরা কেমন আছেন তার উপর নজর রাখছি ৷ তবে আমরা জানতে পেরেছি, সংখ্যালঘুদের উপর যাতে আক্রমণ না হয় তার জন্য কয়েকটি সংগঠন উদ্যোগ নিয়েছে ৷ আমরা পরিস্থিতির উপর নজর রাখতে থাকব ৷"
ভারতে আসার অনুমতি চান হাসিনা, দাবি জয়শঙ্করের
বিদেশমন্ত্রী রাজ্য়সভায় বলেন, "গোলমাল শুরু হওয়ার পর শেখ হাসিনা ভারতে আসার অনুমতি চান ৷ আমরা অনুমতি দিয়েছিলাম ৷ এরপর সোমবার সন্ধ্যায় তাঁর বিমান ভারতে এসে পৌঁছয় ৷"
রাজ্যসভায় বললেন জয়শঙ্কর
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী
আজ সংসদের উভর কক্ষেই বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ রাজ্যসভায় দুপুর 2:30 মিনিটে এবং লোকসভায় দুপুর সাড়ে 3টে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী ৷ এদিকে ভারতীয় এয়ারবেস ছেড়ে বেরিয়ে বাংলাদেশের এয়ারফোর্সের C-130J বিমানটি সাত সেনা কর্মীকে নিয়ে সে দেশে পৌঁছে গিয়েছে ৷ এই বিমানে ছিলেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তিনি ভারতেই রয়েছেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷
পেট্রাপোল সীমান্ত বিএসএফ-এর নজরদারি
ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত নজরদারি চালাচ্ছেন বিএসএফ-এর ডিজি ৷
ভারতেই রয়েছেন শেখ হাসিনা
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করবে ভারত ৷ দিল্লিতে আজ সর্বদলীয় বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ পাশাপাশি বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির দিকে দিল্লি নজর রাখছে বলেও জানান তিনি ৷
ভারতীয় এয়ারবেস ছাড়ল বাংলাদেশ এয়ারফোর্সের বিমান
মঙ্গলবার সকালে সাত সেনাকে নিয়ে ভারতীয় এয়ারবেস ছেড়ে বেরিয়ে গেল বাংলাদেশের এয়ারফোর্সের C-130J বিশেষ বিমানটি ৷ তবে, এই বিমানে ছিলেন না শেখ হাসিনা ৷ তিনি ভারতেই রয়েছেন বলে জানা গিয়েছে ৷ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার সন্ধ্যায় বাংলাদেশ এয়ারফোর্সের এই বিশেষ বিমানে গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে নেমেছিলেন শেখ হাসিনা ৷
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক
বাংলাদেশ পরিস্থিতি পর্যালোচনায় সর্বদলীয় বৈঠক ডাকল মোদি সরকার ৷ সংসদ ভবনে প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে শুরু হয়েছে বৈঠক ৷ প্রতিবেশী রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে নেতৃত্ব দিতে চলেছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন । তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মহম্মদ ইউনুসের নাম প্রস্তাব দিয়েছেন ৷ মঙ্গলবার সকালে এক ভিডিয়ো বার্তায় এমনটাই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম
ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ
কারফিউ শিথিল করা হয়েছে সকাল থেকে ৷ ঢাকার রাস্তায় সাঁজোয়া গাড়ি চোখে পড়লেও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ ৷
আপাতত ভারতেই থাকছেন হাসিনা
আপাতত ভারতেই থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সোমবার প্রধানমন্ত্রী থেকে ইস্তফা ও দেশ ছাড়ার পর ভারতে পৌঁছন তিনি ৷ তবে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন মুজিব কন্যা ৷ ব্রিটেন সরকার হাসিনাকে আশ্রয় না-দেওয়া পর্যন্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতে থাকার অনুমতি দিয়েছে মোদি সরকার ৷ এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা আইএএনএস ৷
বাংলাদেশে গণতান্ত্রিকভাবে অন্তর্বর্তী সরকার গঠনের আর্জি হোয়াইট হাউজের
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকাও ৷ এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউজের ন্যাশানাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ৷ শুধু তাই নয়, হোয়াইট হাউজের তরফে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে অন্তর্বর্তী সরকার গঠনের আর্জি জানানো হয়েছে ৷
খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ
খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট ৷
পরিস্থিতির উপর নজর রাখছে ইউরোপিয়ান ইউনিয়ন
ইউরোপিয়ান ইউনিয়নের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে ৷ তাছাড়া যাতে সেদেশে দ্রুত শান্তি ফিরে আসে তাও চাইছে ইউনিয়ন ৷
দ্রুত অন্তর্বতীকালীন সরকার, সিদ্ধান্ত প্রেসিডেন্টের বৈঠকে
বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। সেখানে সিদ্ধান্ত হয়েছে, জাতীয় সংসদ ভেঙে দিয়ে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আর বর্তমানে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি স্বাভাবিক করতে সেনাবাহিনী পদক্ষেপ নেবে।
মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত কারফিউ
সোমবার মধ্যরাত থেকে আগামিকাল মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত কারফিউ থাকবে। তবে কাল বাংলাদেশের সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানা গিয়েছে ৷
গুজব ছড়ালে কড়া ব্যবস্থা, বার্তা রাজ্যপাল বোসের
ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপদ। আতঙ্কের কোনও প্রয়োজন নেই। গুজব থেকে সাবধান। কেউ গুজব ছড়ালে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।" সোমবার এমনটাই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে বলা হয়েছে," ভারত সরকার সীমান্ত রক্ষায় জোরালো ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এই কারণেই কেন্দ্রের পাশে সমগ্র বাংলাকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন রাজ্যপাল।"
24 ঘণ্টায় স্পষ্ট হবে অন্তর্বতীকালীন সরকারের রূপরেখা, দাবি ছাত্র নেতার
বাংলাদেশের নতুন সরকার কেমন হবে তা আগামী 24 ঘণ্টার মধ্যে জানা যাবে বলে দাবি করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মহম্মদ নাহিদ ইসলাম।সোমবার রাতে ঢাকার তেজগাঁওয়ে এক সংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেছেন ৷
বন্ধ কলকাতা-বাংলাদেশ যাতায়াত, রইল ভিডিয়ো
অশান্ত বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। সেনা দায়িত্ব নিয়েছে আইন শৃঙ্খলার। আর তার জেরে আগামী 36 ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। ফলে, পায়ে হেঁটে হোক কিংবা বাস কিংবা উড়ান বা রেলপথ কোনভাবেই এ দেশ থেকে ও দেশে যাতায়াত সম্ভব নয়।
মোদির বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে বৈঠকে বসেছে প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি ৷ বৈঠকে যোগ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷
হিন্দুদের উপর আক্রমণ কেন, প্রশ্ন তসলিমার
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন ৷ একাধিক পোস্টে তিনি জানতে চান হাসিনার পদত্যাগের পরও কেন দেশে সন্ত্রাস চলছে ৷ তাছাড়া হিন্দুরা কেন আক্রান্ত হচ্ছেন তাও জানতে চান তসলিমা
সতর্ক বায়ুসেনা
ভারতীয় বায়ুসেনা পূর্বাঞ্চলে সব ধরনের সতর্কতা নিয়ে রেখেছে বলে জানা গিয়েছে ৷
সেনা-ডোভাল-হাসিনা বৈঠক
শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন জাতী. নিরাপত্তা উপদেষ্টা ও ভারতীয় সেনার প্রবীণ আধিকারিকরা ৷ দীর্ঘ আলোচনার পর হাসিনাকে কোনও একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ তাঁর নিরাপত্তার দায়িত্বে আছেন ভারতীয় সেনার বিশেষ বাহিনী ৷
পুলিশের সদর দফতরে হামলা
এখনও উত্তাল বাংলাদেশ ৷ বঙ্গভবন ঘিরে রেখেছে সেনা ৷ তাছাড়া ঢাকা পুলিশের সদর দফতরে হামলাও হয়েছে বলে জানা গিয়েছে ৷
বায়োপিক দেখানো হচ্ছে না
বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে মুজিবের বায়োপিক দেখানোর পরিকল্পনা আপাতত স্থগিত রইল ৷ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তর দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয় ৷
এয়ার ইন্ডিয়ার পথে হাঁটল ইন্ডিগো
এয়ার ইন্ডিয়ার মতো ঢাকা থেকে এবং ঢাকা পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ করে দিল ইন্ডিগো ৷
হাই কমিশনে বাড়ল নিরাপত্তা
ভারতে বাংলাদেশের হাই কমিশন এবং উপ- হাই কমিশনের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হল ৷
ডোভাল-হাসিনা সাক্ষাৎ
ভারতে আসার পর হিন্ডন বিমান ঘাঁটিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ভারকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বৈঠক হয় বলে জানা গিয়েছে ৷
রাজনীতিতে ফিরবেন না মা, দাবি হাসিনা-তনয়ের ৷
বিবিসি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না ৷
কাল সংসদে বিবৃতি
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত ৷ সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানা গিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী ৷
রাহুল-জয়শঙ্কর কথা
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার কী করছে তা জানতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সংসদে দেখা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷
ভারতে পৌঁছলেন হাসিনা
বাংলাদেশ থেকে ওড়ার পর আগরতলা হয়ে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করল শেখ হাসিনার সি-130 বিমান ৷