তেল আবিব, 14 এপ্রিল: ইরানের এয়ারস্ট্রাইকের জের ৷ দেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ৷ রবিবার থেকে এই নির্দেশ লাগু করা হচ্ছে বলে জানিয়েছে ইজরায়েল ৷
স্থানীয় সময় রবিবার ভোরে ইজরায়েলের উপর অতর্কিতে হামলা চালায় ইরানের কয়েকশো ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল ৷ আক্রমণের জেরে কড়া সতর্কতা জারি করা হয়েছে গোটা দেশজুড়ে ৷ যুদ্ধ আবহে দেশবাসীর জন্য একাধিক সতর্কতা জারি করেছে ইজরায়েল সরকার ৷ সতর্কীকরণ সাইরেন শুনে দেশের নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার কথা বলা হয়েছে ৷ 10 মিনিটের জন্য সেখানে থাকার নির্দেশও দেওয়া হয়েছে ৷
ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়র অ্যাডমিরাল জেনারেল ড্যানিয়ল হগারি জানান, বর্তমান পরিস্থিতির বিচারে আগামী বেশ কয়েকদিনের জন্য দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে, যে কোনও অনুষ্ঠানে 1000 জনের বেশি মানুষ উপস্থিত হতে পারবে না ৷ দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি ৷ তবে পরিস্থিতি সামাল দিতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন অ্যাডমিরাল জেনারেল ৷ তাঁর কথায়, "যুদ্ধ শুরুর পর থেকে আমরা ইরানের হামলার জন্য নিরাপত্তার ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছি ৷ পরিস্থিতি বুঝে দেশের প্রতিরক্ষা ও আক্রমণ ব্যবস্থাকে গুছিয়ে নিয়েছি আমরা ৷" এরপরই তাঁর সংযোজন, "এই হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল ইজরায়েল ।"
সম্প্রতি 1 এপ্রিল আকাশপথের হামলায় সিরিয়ায় ইরানের দূতাবাসে দুই ব্যক্তির মৃত্যু হয় ৷ তারা ইরানের জেনারেল ছিলেন ৷ সেই ঘটনার পর 'প্রতিশোধ' নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে ইরান ৷ তবে এই ঘটনায় ইজরায়েল কোনও মন্তব্য করেনি ৷
বিগত কয়েকদিন ধরেই ইরানের সুপ্রিম আয়াতোল্লাহ আলি খামিনি সিরিয়ায় হামলার পালটা জবাব দেবেন বলে ইজরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছিলেন ৷ লেবাননের নিজস্ব সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইরানের ড্রোন হামলার পর ইজরায়েলও লেবাননের দক্ষিণে বিভিন্ন জায়গায় আকাশপথে হামলা চালাতে শুরু করেছে ৷ লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবোল্লাহ জানিয়েছে, তারাও ইজরায়েলের গোলান হাইটসে সামরিক ঘাঁটি লক্ষ্য করে পালটা রকেট ছুড়েছে ৷
আরও পড়ুন: