কলকাতা, 7 ডিসেম্বর: ঢাকার ইসকনে ফের হামলা, অভিযোগ করলেন কলকাতা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস-এর (ইসকন) সহ-সভাপতি রাধারমন দাস ৷ শুধু মন্দিরই নয়, ভিতরে থাকা বিগ্রহে অগ্নিসংযোগ দুষ্কৃতীদের ৷ শনিবার সংবাদসংস্থা পিটিআই-কে রাধারমন দাস জানান, বৈষ্ণব ধর্মাবলম্বীদের উপর আক্রমণের কোনও বিরাম নেই ৷ হামলা চলছেই ৷
এদিন সকালে বাংলাদেশের নামহট্টে ইসকন-এর মন্দিরের ভিতরে মূর্তি ভাঙচুর করার পাশাপাশি তাতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন কলকাতা ইসকন-এর উচ্চাধিকারিক ৷ এই ঘটনা প্রসঙ্গে তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "বাংলাদেশের ঢাকায় নামহট্টে ইসকনের কেন্দ্রটি পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ মন্দিরের ভিতরে বিগ্রহ এবং অন্য সব জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে গিয়েছে ৷"
তিনি আরও জানান, "শনিবার ভোররাতে 2টা থেকে 3টের মধ্যে দুষ্কৃতীরা শ্রীশ্রী রাধাকৃষ্ণের মন্দির এবং শ্রীশ্রী মহাভাগ্য লক্ষ্মীনারায়ণ মন্দিরে অগ্নিসংযোগ করা হয় ৷ এই মন্দিরটি ঢাকা জেলার তুরাগ থানার আওতায় ধৌর গ্রামের হরে কৃষ্ণ নামহট্ট সংঘের অধীনে ছিল ৷ মন্দিরের পিছন দিকে টিনের ছাউনি দেওয়া ৷ সেটি খুলে মন্দিরের ভিতরে পেট্রল বা দাহ্য কোনও তরল পদার্থ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৷" এক্স হ্যান্ডেলে তিনি মন্দিরের ঠিকানাও দিয়েছেন ৷
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও আক্রমণ থেকে রেহাই মেলেনি ৷ পুলিশ ও প্রশাসন হামলার ঘটনা থামাতে বিশেষ কিছুই করছে না, অভিযোগ রাধারমন দাসের ৷ গত 5 অগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতিবেশী বাংলাদেশে হিন্দু-সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবর সামনে আসছে ৷ ক্রমশ তা বেড়ে চলেছে ৷ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ভারত সরকার ৷
এর আগে রাধারমন দাস বলেছিলেন, "ভারতে ইসকন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৷" সেখানকার সাধু, বৈষ্ণব ভক্তদের কাছে তিনি আর্জি জানিয়েছিলেন, "ঈশ্বর বন্দনার জন্য কপালে তিলক কাটার দরকার নেই ৷ তাহলে এই ধরনের হামলা চলতেই থাকবে ৷" 25 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার হন চিন্ময়কৃষ্ণ দাস ৷ তাঁকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় ৷ পরদিন তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয় চট্টগ্রামের একটি আদালত ৷ তখন এই ঘটনায় বাংলাদেশ সরকারের কাছে চিন্ময়কৃষ্ণের নিরাপত্তার আর্জি জানিয়েছিল ভারতের ইসকন ৷
বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে নামহট্টের ঘটনার কড়া নিন্দা করেছেন ৷ তিনি লেখেন, "বাংলাদেশের ঢাকায় নামহট্টে ইসকনের মন্দির পুড়িয়ে দেওয়ার কড়া নিন্দা করছি ৷ সেখানে শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণের মূর্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ৷ এই কাজের কোনও ক্ষমা নেই ৷ ধর্মস্থানের বিরুদ্ধে ঘৃণা অমার্জনীয় অপরাধ ৷ দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হোক ৷ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করুক সরকার ৷"