ETV Bharat / international

কানাডায় মন্দির থেকে টাকা চুরির অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত - কানাডা

Indian Origin man Arrested: কানাডায় মন্দির থেকে টাকা চুরির অভিযোগে গ্রেফতার করা হল জগদীশ পান্ধের নামে এক ভারতীয় বংশোদ্ভূতকে ৷ তাঁর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ রয়েছে ৷ পুলিশ তদন্ত চালাচ্ছে ৷

etv bharat
etv bharat
author img

By PTI

Published : Feb 6, 2024, 4:57 PM IST

Updated : Feb 6, 2024, 8:12 PM IST

অটোয়া, 6 ফেব্রুয়ারি: মন্দির থেকে টাকা চুরির অভিযোগে গ্রেফতার ৷ কানাডার পিল অঞ্চলে গ্রেফতার করা হয়েছে 41 বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূতকে ৷ তাঁর নাম জগদীশ পান্ধের ৷ তিনি কানাডার ব্র্যাম্পটনের বাসিন্দা ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি মন্দিরের তালা ভেঙে ভিতরে যেতেন, তার পর দানবাক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যেতেন ৷ তাঁর এই ধরনের পাঁচটি অভিযোগ ছিল ৷

পিল আঞ্চলিক পুলিশ জানিয়েছে যে গত বছরের মার্চ থেকে অগস্টের মধ্যে এই ধরেনর তিনটি ঘটনা সামনে আসে ৷ প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ একই রকমের ছিল ৷ আততাতীয় মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তার পর দানবাক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যায় ৷

অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয় ৷ গ্রেটার টরন্টো এলাকার অন্যান্য পুলিশ বিভাগের সহযোগিতা নেয় পিল আঞ্চলিক পুলিশ ৷ খতিয়ে দেখা হয় মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ৷ তার পরই জগদীশ পান্ধেরের ছবি সামনে আসে বলে পুলিশের দাবি ৷ পরে খোঁজ চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷

মন্দিরে চুরি ছাড়াও ওই ব্যক্তির আরও দু’টি অভিযোগ রয়েছে ৷ ওই অভিযোগ অনুযায়ী, দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ওই ব্যক্তি একইভাবে প্রবেশ করে টাকা চুরি করেছিলেন ৷ সেই অভিযোগেরও তদন্ত চলছে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা জানার চেষ্টা চলছে যে কেন তিনি এই কাজ করতেন ?

কানাডায় খালিস্তানপন্থী জঙ্গিদের প্রভাব রয়েছে ৷ মাঝমধ্যেই কানাডার বিভিন্ন মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থী স্লোগানও লিখে দেওয়ার ঘটনা সাম্প্রতিক অতীতে হয়েছে ৷ তবে এই ঘটনার সঙ্গে খালিস্তানীদের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে কানাডার পুলিশের তরফে ৷ তারা জানিয়েছে, শুধু টাকা চুরির জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. কানাডার এডমন্টন শহরে এক ভারতীয় বংশোদ্ভূত ও তাঁর 11 বছরের ছেলেকে গুলি করে খুন
  2. কূটনৈতিক চাপনউতোরের মধ্যেই কানাডায় খুন খালিস্তানি জঙ্গি
  3. কানাডা ফেরত প্রেমিকাকে খুন করে লাশ গুম ! 9 মাস পর প্রকাশ্য়ে ঘটনা

অটোয়া, 6 ফেব্রুয়ারি: মন্দির থেকে টাকা চুরির অভিযোগে গ্রেফতার ৷ কানাডার পিল অঞ্চলে গ্রেফতার করা হয়েছে 41 বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূতকে ৷ তাঁর নাম জগদীশ পান্ধের ৷ তিনি কানাডার ব্র্যাম্পটনের বাসিন্দা ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি মন্দিরের তালা ভেঙে ভিতরে যেতেন, তার পর দানবাক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যেতেন ৷ তাঁর এই ধরনের পাঁচটি অভিযোগ ছিল ৷

পিল আঞ্চলিক পুলিশ জানিয়েছে যে গত বছরের মার্চ থেকে অগস্টের মধ্যে এই ধরেনর তিনটি ঘটনা সামনে আসে ৷ প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ একই রকমের ছিল ৷ আততাতীয় মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তার পর দানবাক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যায় ৷

অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয় ৷ গ্রেটার টরন্টো এলাকার অন্যান্য পুলিশ বিভাগের সহযোগিতা নেয় পিল আঞ্চলিক পুলিশ ৷ খতিয়ে দেখা হয় মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ৷ তার পরই জগদীশ পান্ধেরের ছবি সামনে আসে বলে পুলিশের দাবি ৷ পরে খোঁজ চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷

মন্দিরে চুরি ছাড়াও ওই ব্যক্তির আরও দু’টি অভিযোগ রয়েছে ৷ ওই অভিযোগ অনুযায়ী, দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ওই ব্যক্তি একইভাবে প্রবেশ করে টাকা চুরি করেছিলেন ৷ সেই অভিযোগেরও তদন্ত চলছে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা জানার চেষ্টা চলছে যে কেন তিনি এই কাজ করতেন ?

কানাডায় খালিস্তানপন্থী জঙ্গিদের প্রভাব রয়েছে ৷ মাঝমধ্যেই কানাডার বিভিন্ন মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থী স্লোগানও লিখে দেওয়ার ঘটনা সাম্প্রতিক অতীতে হয়েছে ৷ তবে এই ঘটনার সঙ্গে খালিস্তানীদের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে কানাডার পুলিশের তরফে ৷ তারা জানিয়েছে, শুধু টাকা চুরির জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. কানাডার এডমন্টন শহরে এক ভারতীয় বংশোদ্ভূত ও তাঁর 11 বছরের ছেলেকে গুলি করে খুন
  2. কূটনৈতিক চাপনউতোরের মধ্যেই কানাডায় খুন খালিস্তানি জঙ্গি
  3. কানাডা ফেরত প্রেমিকাকে খুন করে লাশ গুম ! 9 মাস পর প্রকাশ্য়ে ঘটনা
Last Updated : Feb 6, 2024, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.