ভিয়েনা, 10 জুলাই: জন্মগতভাবে অস্ট্রিয়ার নাগরিক হলেও, ইব্রাহিম ভারতীয় বংশোদ্ভূত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্ট্রিয়ায় পৌঁছানোর পর, হোটেলে তাঁর সামনে ভারতের জাতীয় গান 'বন্দেমাতরম' পারফর্ম করেন একদল সঙ্গীত শিল্পী এবং অর্কেস্ট্রা আর্টিস্ট ৷ সেই দলে ছিলেন ইব্রাহিম ৷ প্রধানমন্ত্রীর সামনে পারফর্ম্যান্সের অভিজ্ঞতা তাঁর কাছে 'অসাধারণ' ও অনেক বেশি সম্মানের বলে জানিয়েছেন ইব্রাহিম ৷
সংবাদসংস্থা এএনআই-কে ভারতীয় বংশোদ্ভূত এই অর্কেস্ট্রা শিল্পী জানিয়েছেন, তাঁরা বেশ কয়েকদিন ধরে এই পারফর্ম্যান্সের প্রস্তুতি নিচ্ছিলেন ৷ এমনকি এটা অস্ট্রিয়া এবং তাঁদের অর্কেস্ট্রা গ্রুপের কাছে অনেক বড় সুযোগ বলে উল্লেখ করেছেন তিনি ৷ এএনআই-কে ইব্রাহিম বলেন, "এটা আমার কাছে অসাধারণ অভিজ্ঞতা ছিল ৷ দারণ উপভোগ করেছি ৷ এটা আমার কাছে অনেক বেশি সম্মানের ৷ আমি অনেকদিন ধরে এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ৷ অর্কেস্ট্রার সঙ্গে বেশ কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল ৷ কিন্তু, তার বাইরে আমি বাড়িতেও আমি অনুশীলন করেছি ৷ আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি ৷ কারণ, এটা অস্ট্রিয়া ও আমাদের অর্কেস্ট্রার জন্য অনেক বড় সুযোগ ছিল ৷"
Austria is known for its vibrant musical culture. I got a glimpse of it thanks to this amazing rendition of Vande Mataram! pic.twitter.com/XMjmQhA06R
— Narendra Modi (@narendramodi) July 10, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেছেন ইব্রাহিম ৷ সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, "অসাধারণ অভিজ্ঞতা ছিল ৷ আপনি স্পষ্ট দেখতে পারবেন, উনি মানুষের কদর করেন ৷ আমি সেই অনুভূতিটা চাক্ষুস করেছি ৷ আমি ওনার পাশে দাঁড়িয়ে সেই উষ্ণতা অনুভব করেছি ৷" উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা বিজয় উপাধ্যায় ৷ তিনি এই অর্কেস্ট্রা দলকে লিড করেছেন ৷ বর্তমানে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ডিরেক্টর ৷ তাঁর নেতৃত্বে 50 জনের অর্কেস্ট্রা দল প্রধানমন্ত্রীর সামনে পারফর্ম করেন ৷
তিনি বলেন, "দু’সপ্তাহ আগে আমি বিষয়টা জানতে পারি ৷ সবার আগে আমি যেটা করেছিলাম তা হল, এই সময়ের মধ্যে কী করা যেতে পারে, তা ঠিক করি ৷ পশ্চিমের সঙ্গীতে অর্কেস্ট্রা এবং শিল্পীদের সবকিছু লিখে দিতে হয় ৷ তাই সবার আগে আমি দু’দিন ধরে পুরো বিষয়টা লিখেছিলাম ৷ তারপরে আমি এটা নিয়ে গবেষণা করি ৷ আমরা সিদ্ধান্ত নিই অস্ট্রিয়া-ইউরোপিয়ান সিমফোনিতে বন্দেমাতর গানটা পারফর্ম করব ৷ সঙ্গীত শিল্পী এবং অর্কেস্ট্রা মিলিয়ে 50 জনের একটি দল সেই মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে পারফর্ম করেছে ৷"