ETV Bharat / international

প্রচন্ড ঠান্ডায় ক্লাবে ঢুকতে বাধা, আমেরিকায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 10:04 AM IST

Updated : Feb 23, 2024, 10:19 AM IST

Indian American Student Dead: আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের মৃত্যু ৷ ক্লাবে ঢুকতে না পেরে প্রচন্ড ঠান্ডায় দীর্ঘক্ষণ বাইরে ছিলেন ৷ তার জেরেই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার ৷

Etv Bharat
Etv Bharat

ওয়াশিংটন, 23 ফেব্রুয়ারি: বাইডেনের দেশে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের ৷ শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন অকুল ধাওয়ান ৷ গত একমাস আগে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার ৷ ক্লাবে ঢুকতে না পেরে প্রচন্ড ঠান্ডার মধ্যেও তিনি বাইরে দাঁড়িয়ে ছিলেন ৷ তার জেরেই মৃত্যু হয়েছে ওই ভারতীয় বংশোদ্ভুত পড়ুয়ার ৷ এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷

18 বছর বয়সী ওই ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের মা-বাবা মার্কিন পুলিশের কাছে ওই পড়ুয়ার নিখোঁজ ডায়েরি করেছিলেন ৷ এরপরই তদন্তে নেমে পুলিশ ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে ৷ এত দেরিতে কেন ওই পড়ুয়ার দেহ উদ্ধার হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন পডুয়ার বাবা-মা ৷ মৃতের ওই পড়ুয়া অকুল ধাওয়ানের বাবা-মায়ের দাবি, বিশ্ববিদ্যালয় পুলিশ সঠিক ভাবে অনুসন্ধান শুরু করেনি ৷ বুসি-ইভান্স রেসিডেন্স হল সংলগ্ন এলাকাতেও কোনও অনুসন্ধান করা হয়নি ৷ ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ করেছেন ওই পড়ুয়ার বাবা-মা ৷

চলতি বছরের 31 জানুয়ারি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ওই ছাত্রের মৃত্যুর কথা ৷ সেখানেই উল্লেখ কার হয় 20 জানুয়ারি তাঁর মৃত্যু হয়েছে ৷ পড়ুয়ার অকাল মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ৷ অনুমান প্রচন্ড ঠন্ডা সহ্য করতে না পেরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন অকূল ৷ উল্লখ করা হয়েছিল, 20 জানুয়ারি 1200 নম্বর ব্লকের আরবানা এলাকার নিভাদা স্ট্রিট থেকে সকাল 11.8 (আমেরিকার সময়) মিনিটে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে ৷

ওই পড়ুয়ার এক বন্ধুর সঙ্গে কথা বলেই পুলিশ জানতে পারেন, ওই পড়ুয়ার বন্ধুদের ঢুকতে দিলেও তাকে দেয়নি ৷ এমনকী তার বন্ধুরা ক্লাব কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করেন যাতে অকুলকে ক্লাবে ঢুকতে দেওয়া হয় ৷ শেষ পর্যন্ত ঢুকতে না পেরে ক্লাবের বাইরে দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ায় তা সহ্য করতে না পেরেই মৃত্যু হয়েছে ওই অকূল ধাওয়ানের ৷ এমনটাই জানানো হয়েছে পুলিশ সূত্রে ৷

গত সপ্তাহে হোয়াইট হাউসের কর্মকর্তা জন কিরবি ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা করেছিলেন ৷ জাতি, লিঙ্গ বা অন্য কোনও কারণে হিংসার ঘটনা বরদাস্ত নয় বলেই জানান তিনি । তারপরেও হিংসারর ঘটনা জারি বাইডেনের দেশে ।

আরও পড়ুন:

  1. পাক নির্বাচনে কারচুপির অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ইমরান খানের দলের সমর্থকদের
  2. 'নাগরিক মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে পারত ইজরায়েল', মন্তব্য জয়শঙ্করের
  3. মিউনিখ নিরাপত্তা কনফারেন্সের আসরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা জয়শংকরের

ওয়াশিংটন, 23 ফেব্রুয়ারি: বাইডেনের দেশে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের ৷ শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন অকুল ধাওয়ান ৷ গত একমাস আগে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার ৷ ক্লাবে ঢুকতে না পেরে প্রচন্ড ঠান্ডার মধ্যেও তিনি বাইরে দাঁড়িয়ে ছিলেন ৷ তার জেরেই মৃত্যু হয়েছে ওই ভারতীয় বংশোদ্ভুত পড়ুয়ার ৷ এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷

18 বছর বয়সী ওই ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের মা-বাবা মার্কিন পুলিশের কাছে ওই পড়ুয়ার নিখোঁজ ডায়েরি করেছিলেন ৷ এরপরই তদন্তে নেমে পুলিশ ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে ৷ এত দেরিতে কেন ওই পড়ুয়ার দেহ উদ্ধার হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন পডুয়ার বাবা-মা ৷ মৃতের ওই পড়ুয়া অকুল ধাওয়ানের বাবা-মায়ের দাবি, বিশ্ববিদ্যালয় পুলিশ সঠিক ভাবে অনুসন্ধান শুরু করেনি ৷ বুসি-ইভান্স রেসিডেন্স হল সংলগ্ন এলাকাতেও কোনও অনুসন্ধান করা হয়নি ৷ ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ করেছেন ওই পড়ুয়ার বাবা-মা ৷

চলতি বছরের 31 জানুয়ারি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ওই ছাত্রের মৃত্যুর কথা ৷ সেখানেই উল্লেখ কার হয় 20 জানুয়ারি তাঁর মৃত্যু হয়েছে ৷ পড়ুয়ার অকাল মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ৷ অনুমান প্রচন্ড ঠন্ডা সহ্য করতে না পেরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন অকূল ৷ উল্লখ করা হয়েছিল, 20 জানুয়ারি 1200 নম্বর ব্লকের আরবানা এলাকার নিভাদা স্ট্রিট থেকে সকাল 11.8 (আমেরিকার সময়) মিনিটে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে ৷

ওই পড়ুয়ার এক বন্ধুর সঙ্গে কথা বলেই পুলিশ জানতে পারেন, ওই পড়ুয়ার বন্ধুদের ঢুকতে দিলেও তাকে দেয়নি ৷ এমনকী তার বন্ধুরা ক্লাব কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করেন যাতে অকুলকে ক্লাবে ঢুকতে দেওয়া হয় ৷ শেষ পর্যন্ত ঢুকতে না পেরে ক্লাবের বাইরে দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ায় তা সহ্য করতে না পেরেই মৃত্যু হয়েছে ওই অকূল ধাওয়ানের ৷ এমনটাই জানানো হয়েছে পুলিশ সূত্রে ৷

গত সপ্তাহে হোয়াইট হাউসের কর্মকর্তা জন কিরবি ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা করেছিলেন ৷ জাতি, লিঙ্গ বা অন্য কোনও কারণে হিংসার ঘটনা বরদাস্ত নয় বলেই জানান তিনি । তারপরেও হিংসারর ঘটনা জারি বাইডেনের দেশে ।

আরও পড়ুন:

  1. পাক নির্বাচনে কারচুপির অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ইমরান খানের দলের সমর্থকদের
  2. 'নাগরিক মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে পারত ইজরায়েল', মন্তব্য জয়শঙ্করের
  3. মিউনিখ নিরাপত্তা কনফারেন্সের আসরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা জয়শংকরের
Last Updated : Feb 23, 2024, 10:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.