ETV Bharat / international

রাষ্ট্রদ্রোহের মামলায় হংকং আদালতে দোষী সাব্যস্ত 2 সাংবাদিক - court convicted Journalists - COURT CONVICTED JOURNALISTS

Hong Kong court convicted two former editors: স্ট্যান্ড নিউজের প্রাক্তন সম্পাদক-ইন-চিফ চুং পুই-কুয়েন এবং প্রাক্তন ভারপ্রাপ্ত সম্পাদক-ইন-চিফ প্যাট্রিক লামকে 2021 সালের ডিসেম্বরে গ্রেফতার করা হয়েছিল ৷ তারা রাষ্ট্রদ্রোহী প্রকাশনা ও কোনও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেছেন ৷

Hong Kong court convicted editors
রাষ্ট্রদ্রোহ মামলায় দোষী সাব্যস্ত 2 (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 10:07 PM IST

হংকং, 29 অগস্ট: হংকংয়ের আদালত বৃহস্পতিবার একটি সংবাদ সংস্থার দুই প্রাক্তন সম্পাদককে রাষ্ট্রদ্রোহের মামলায় দোষী সাব্যস্ত করেছে ৷ একসময় এশিয়ায় স্বাধীন সংবাদমাধ্যমের ঘাঁটি হিসাবে পরিচিত ছিল এই শহর ৷ এমনকী মিডিয়া স্বাধীনতার জন্যও অন্যতম শহর বলেও পরিচিত ছিল ৷

স্ট্যান্ড নিউজের প্রাক্তন এডিটর-ইন-চিফ চুং পুই-কুয়েন এবং প্রাক্তন ভারপ্রাপ্ত এডিটর-ইন-চিফ প্যাট্রিক লামকে 2021 সালের ডিসেম্বরে গ্রেফতার করা হয়েছিল ৷ যদিও তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রকাশনা ও ষড়যন্ত্রের যে অভিযোগ আনা হয়েছিল তাতে তাঁরা দোষী নন বলেও জানান ৷ 1997 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে চিনের শাসন ফিরে আসার পরই রাষ্ট্রদ্রোহের প্রথম বিচার হচ্ছে হংকংয়ে। স্ট্যান্ড নিউজ ছিল শহরের শেষ সংবাদ সংস্থাগুলির মধ্যে একটি যেটি 2019 সালে ব্যাপক হারে গণতন্ত্রপন্থী বিক্ষোভের পরে ভিন্নমতের বিরুদ্ধে খোলাখুলিভাবে সরকারের সমালোচনা করেছিল। এরপর এই ঘটনায় ওই সংবাদ সংস্থার দুই প্রাক্তন সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় ৷

চুং পুই এবং লামকে ঔপনিবেশিক যুগের রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। অপরাধের জন্য তাদের দুই বছরের জেল এবং পাঁচ হাজার হংকং ডলার জরিমানা হতে পারে। বেস্ট পেন্সিল (হংকং) লিমিটেড, আউটলেটের হোল্ডিং কোম্পানি, একই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল। 2022 সালের অক্টোবরে শুরু হওয়া বিচারের সময় এর কোনও প্রতিনিধি ছিল না। রায় ঘোষণার পর চুং পুই থাকলেও লাম আদালতে হাজির হননি। যদিও তাদের আইনজীবী জানিয়েছেন, তারা সত্য সংবাদই প্রকাশ করেছে ৷ তারা সংবাদপত্রের স্বাধীনতাও রক্ষা করেছে ৷

হংকং, 29 অগস্ট: হংকংয়ের আদালত বৃহস্পতিবার একটি সংবাদ সংস্থার দুই প্রাক্তন সম্পাদককে রাষ্ট্রদ্রোহের মামলায় দোষী সাব্যস্ত করেছে ৷ একসময় এশিয়ায় স্বাধীন সংবাদমাধ্যমের ঘাঁটি হিসাবে পরিচিত ছিল এই শহর ৷ এমনকী মিডিয়া স্বাধীনতার জন্যও অন্যতম শহর বলেও পরিচিত ছিল ৷

স্ট্যান্ড নিউজের প্রাক্তন এডিটর-ইন-চিফ চুং পুই-কুয়েন এবং প্রাক্তন ভারপ্রাপ্ত এডিটর-ইন-চিফ প্যাট্রিক লামকে 2021 সালের ডিসেম্বরে গ্রেফতার করা হয়েছিল ৷ যদিও তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রকাশনা ও ষড়যন্ত্রের যে অভিযোগ আনা হয়েছিল তাতে তাঁরা দোষী নন বলেও জানান ৷ 1997 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে চিনের শাসন ফিরে আসার পরই রাষ্ট্রদ্রোহের প্রথম বিচার হচ্ছে হংকংয়ে। স্ট্যান্ড নিউজ ছিল শহরের শেষ সংবাদ সংস্থাগুলির মধ্যে একটি যেটি 2019 সালে ব্যাপক হারে গণতন্ত্রপন্থী বিক্ষোভের পরে ভিন্নমতের বিরুদ্ধে খোলাখুলিভাবে সরকারের সমালোচনা করেছিল। এরপর এই ঘটনায় ওই সংবাদ সংস্থার দুই প্রাক্তন সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় ৷

চুং পুই এবং লামকে ঔপনিবেশিক যুগের রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। অপরাধের জন্য তাদের দুই বছরের জেল এবং পাঁচ হাজার হংকং ডলার জরিমানা হতে পারে। বেস্ট পেন্সিল (হংকং) লিমিটেড, আউটলেটের হোল্ডিং কোম্পানি, একই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল। 2022 সালের অক্টোবরে শুরু হওয়া বিচারের সময় এর কোনও প্রতিনিধি ছিল না। রায় ঘোষণার পর চুং পুই থাকলেও লাম আদালতে হাজির হননি। যদিও তাদের আইনজীবী জানিয়েছেন, তারা সত্য সংবাদই প্রকাশ করেছে ৷ তারা সংবাদপত্রের স্বাধীনতাও রক্ষা করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.