ETV Bharat / international

লাদেনের মতো ছক কষে হত্যা হামাস নেতা সিনওয়ারকে, বিবৃতি বাইডেন-নেতানিয়াহু'র - HAMAS LEADER YAHYA SINWAR DEAD

আল কায়েদার ওসামা বিন লাদেনকে নিকেশ করতে অভিযান করেছিলেন প্রেসিডেন্ট ওবামা ৷ তেমনই হামাসের সিনওয়ারকে খতম করতে ইজরায়েলের সঙ্গে অভিযান চালিয়েছে বাইডেন সরকার ৷

Israel and America joint operation to kill Yahya Sinwar
হামাসের সিনওয়ারকে শেষ করতে যৌথ অভিযান আমেরিকা ও ইজরায়েলের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2024, 1:26 PM IST

Updated : Oct 18, 2024, 2:07 PM IST

জেরুজালেম, 18 অক্টোবর: হামাসের শীর্ষ নেতা ইয়াহা সিনওয়ার মৃত ৷ শুক্রবার একটি ভিডিয়ো বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এদিকে হামাসের এই শীর্ষ নেতার মৃত্যুকে ইজরায়েল, আমেরিকা এবং বিশ্বের জন্য সুখবর বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ একটি বিশেষ সামরিক অভিযানে আমেরিকার সাহায্যে ইয়াহা সিনওয়ারকে হত্যা করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷ মার্কিন সরকার প্রকাশিত বিবৃতিতে তা স্পষ্ট করেছেন জো বাইডেন ৷ এই ঘটনার পরপরই ইজরায়েলে যাচ্ছেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন ৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতি

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হামাস নেতা ইয়াহা সিনওয়ারের মৃত্যু নিয়ে তাঁর বিবৃতিতে জানিয়েছেন, গাজায় একটি অভিযানে হামাসের শীর্ষ নেতা ইয়াহা সিনওয়ারের মৃত্যু হয়েছে ৷ ডিএনএ পরীক্ষা বিষয়টি নিশ্চিত করেছে ৷ এই দিনটা ইজরায়েল, আমেরিকা এবং বিশ্বের জন্য একটা ভালো দিন ৷ বাইডেন মনে করিয়ে দিয়েছেন, হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ সিনওয়ার ৷ মৃতদের মধ্যে কেউ ইজরায়েলের নাগরিক, কেউ প্যালেস্তাইনের, কেউ বা আমেরিকার ৷ বিশ্বের 30টিরও বেশি দেশের নাগরিক রয়েছে ৷ 2023 সালের 7 অক্টোবর সকালে ইজরায়েলে যে হামলা, ধর্ষণ, অপহরণের ঘটনাগুলি ঘটেছিল, তার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিল ইয়াহা সিনওয়ার ৷

মার্কিন প্রেসিডেন্ট খোলসা করেছেন, "7 অক্টোবর ইজরায়েলের উপর হামাসের আক্রমণের পর হামাস নেতারা গাজায় লুকিয়ে ছিলেন ৷ আমি সিনওয়ার-সহ অন্য হামাস নেতাদের খুঁজে বের করতে অভিযানের নির্দেশ দিয়েছিলাম ৷ অভিযানের বিশেষ আধিকারিক এবং আমাদের গোয়েন্দা আধিকারিকদের নির্দেশ দিই, এই লক্ষ্য পূরণে তাঁরা যেন ইজরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ৷"

"আমাদের গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইজরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) হামাস নেতাদের সন্ধান চালায় ৷ তাঁদের ধাওয়া করতে থাকে ৷ তখন হামাস নেতারাও পালিয়ে বেড়াতে বাধ্য হয় ৷ এরকম সামরিক অভিযান বিরল ৷ হামাস নেতারা সুড়ঙ্গের মধ্যে দিয়ে কয়েকশো মাইল পথ পাড়ি দিয়েছে, বহুতলের নীচে আত্মগোপন করে থেকেছে ৷ সাধারণ নাগরিকদের কথা ভাবেনি ৷ তাঁরা শুধুমাত্র নিজেদের প্রাণে বাঁচার কথাই চিন্তা করেছে ৷ আজ আরও একবার এটা প্রমাণিত হল যে, কোনও জঙ্গি পৃথিবীর যে কোনাতেই লুকিয়ে থাকুক না কেন, বিচার হবেই ৷ তা যতই সময় লাগুক", জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ৷

এই প্রসঙ্গে উঠে এসেছে ওসামা বিন লাদেনের কথা ৷ জো বাইডেনের কথায়, "আমার ইজরায়েলি বন্ধুদের বলতে চাই, কোনও সন্দেহ নেই যে, এটা একটা স্বস্তির দিন ৷ 2011 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ওসামা বিন লাদেনকে হত্যার জন্য অভিযান চালিয়েছেন, ঠিক তেমনই ৷"

গাজায় হামাস গোষ্ঠীর সময় শেষ, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ "হামাস আর কখনও 7 অক্টোবরের মতো কোনও বিধ্বংসী হামলা চালাতে পারবে না ৷ এবার গাজায় হামাসদের ছাড়াই একটা অন্য দিন শুরুর সুযোগ এসেছে ৷ একটি রাজনৈতিক বোঝাপড়ার সময় হয়েছে, যাতে ইজরায়েলিদের ভবিষ্যৎ যেমন ভালো হবে, একইভাবে প্যালেস্তাইনের নাগরিকদেরও ৷ এই সব কাজের পথে সিনওয়ার একটা বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল ৷ সেই বাধা আর নেই ৷ কিন্তু অনেক কাজ বাকি রয়েছে ৷"

ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিবৃতি

প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও জানিয়েছেন গাজা স্ট্রিপের রাফায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাহসী সেনাদের হাতে সিনওয়ারের মৃত্যু হয়েছে ৷ এটাই গাজায় যুদ্ধের শেষ নয়, বরং যুদ্ধের শুরু ৷ গাজার মানুষের উদ্দেশে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, "আমি একটা সহজ কথা বলতে চাই- এই যুদ্ধটা কালই শেষ হয়ে যেতে পারে ৷ হামাস যদি অস্ত্র-সহ সমর্পণ করে এবং আমাদের বন্দিদের ফিরিয়ে দেয় ৷ হামাস 23টি দেশের 101 জন নাগরিককে বন্দি করে রেখেছে ৷ তাঁরা শুধু ইজরায়েলের নাগরিক নয়, দুনিয়ার অন্য অনেক দেশের ৷ তাঁদের ফিরিয়ে আনতে ইজরায়েল তার শক্তি দিয়ে যা যা করা সম্ভব, সব করবে ৷"

জেরুজালেম, 18 অক্টোবর: হামাসের শীর্ষ নেতা ইয়াহা সিনওয়ার মৃত ৷ শুক্রবার একটি ভিডিয়ো বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এদিকে হামাসের এই শীর্ষ নেতার মৃত্যুকে ইজরায়েল, আমেরিকা এবং বিশ্বের জন্য সুখবর বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ একটি বিশেষ সামরিক অভিযানে আমেরিকার সাহায্যে ইয়াহা সিনওয়ারকে হত্যা করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷ মার্কিন সরকার প্রকাশিত বিবৃতিতে তা স্পষ্ট করেছেন জো বাইডেন ৷ এই ঘটনার পরপরই ইজরায়েলে যাচ্ছেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন ৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতি

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হামাস নেতা ইয়াহা সিনওয়ারের মৃত্যু নিয়ে তাঁর বিবৃতিতে জানিয়েছেন, গাজায় একটি অভিযানে হামাসের শীর্ষ নেতা ইয়াহা সিনওয়ারের মৃত্যু হয়েছে ৷ ডিএনএ পরীক্ষা বিষয়টি নিশ্চিত করেছে ৷ এই দিনটা ইজরায়েল, আমেরিকা এবং বিশ্বের জন্য একটা ভালো দিন ৷ বাইডেন মনে করিয়ে দিয়েছেন, হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ সিনওয়ার ৷ মৃতদের মধ্যে কেউ ইজরায়েলের নাগরিক, কেউ প্যালেস্তাইনের, কেউ বা আমেরিকার ৷ বিশ্বের 30টিরও বেশি দেশের নাগরিক রয়েছে ৷ 2023 সালের 7 অক্টোবর সকালে ইজরায়েলে যে হামলা, ধর্ষণ, অপহরণের ঘটনাগুলি ঘটেছিল, তার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিল ইয়াহা সিনওয়ার ৷

মার্কিন প্রেসিডেন্ট খোলসা করেছেন, "7 অক্টোবর ইজরায়েলের উপর হামাসের আক্রমণের পর হামাস নেতারা গাজায় লুকিয়ে ছিলেন ৷ আমি সিনওয়ার-সহ অন্য হামাস নেতাদের খুঁজে বের করতে অভিযানের নির্দেশ দিয়েছিলাম ৷ অভিযানের বিশেষ আধিকারিক এবং আমাদের গোয়েন্দা আধিকারিকদের নির্দেশ দিই, এই লক্ষ্য পূরণে তাঁরা যেন ইজরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ৷"

"আমাদের গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইজরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) হামাস নেতাদের সন্ধান চালায় ৷ তাঁদের ধাওয়া করতে থাকে ৷ তখন হামাস নেতারাও পালিয়ে বেড়াতে বাধ্য হয় ৷ এরকম সামরিক অভিযান বিরল ৷ হামাস নেতারা সুড়ঙ্গের মধ্যে দিয়ে কয়েকশো মাইল পথ পাড়ি দিয়েছে, বহুতলের নীচে আত্মগোপন করে থেকেছে ৷ সাধারণ নাগরিকদের কথা ভাবেনি ৷ তাঁরা শুধুমাত্র নিজেদের প্রাণে বাঁচার কথাই চিন্তা করেছে ৷ আজ আরও একবার এটা প্রমাণিত হল যে, কোনও জঙ্গি পৃথিবীর যে কোনাতেই লুকিয়ে থাকুক না কেন, বিচার হবেই ৷ তা যতই সময় লাগুক", জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ৷

এই প্রসঙ্গে উঠে এসেছে ওসামা বিন লাদেনের কথা ৷ জো বাইডেনের কথায়, "আমার ইজরায়েলি বন্ধুদের বলতে চাই, কোনও সন্দেহ নেই যে, এটা একটা স্বস্তির দিন ৷ 2011 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ওসামা বিন লাদেনকে হত্যার জন্য অভিযান চালিয়েছেন, ঠিক তেমনই ৷"

গাজায় হামাস গোষ্ঠীর সময় শেষ, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ "হামাস আর কখনও 7 অক্টোবরের মতো কোনও বিধ্বংসী হামলা চালাতে পারবে না ৷ এবার গাজায় হামাসদের ছাড়াই একটা অন্য দিন শুরুর সুযোগ এসেছে ৷ একটি রাজনৈতিক বোঝাপড়ার সময় হয়েছে, যাতে ইজরায়েলিদের ভবিষ্যৎ যেমন ভালো হবে, একইভাবে প্যালেস্তাইনের নাগরিকদেরও ৷ এই সব কাজের পথে সিনওয়ার একটা বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল ৷ সেই বাধা আর নেই ৷ কিন্তু অনেক কাজ বাকি রয়েছে ৷"

ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিবৃতি

প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও জানিয়েছেন গাজা স্ট্রিপের রাফায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাহসী সেনাদের হাতে সিনওয়ারের মৃত্যু হয়েছে ৷ এটাই গাজায় যুদ্ধের শেষ নয়, বরং যুদ্ধের শুরু ৷ গাজার মানুষের উদ্দেশে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, "আমি একটা সহজ কথা বলতে চাই- এই যুদ্ধটা কালই শেষ হয়ে যেতে পারে ৷ হামাস যদি অস্ত্র-সহ সমর্পণ করে এবং আমাদের বন্দিদের ফিরিয়ে দেয় ৷ হামাস 23টি দেশের 101 জন নাগরিককে বন্দি করে রেখেছে ৷ তাঁরা শুধু ইজরায়েলের নাগরিক নয়, দুনিয়ার অন্য অনেক দেশের ৷ তাঁদের ফিরিয়ে আনতে ইজরায়েল তার শক্তি দিয়ে যা যা করা সম্ভব, সব করবে ৷"

Last Updated : Oct 18, 2024, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.