জেরুজালেম, 18 অক্টোবর: হামাসের শীর্ষ নেতা ইয়াহা সিনওয়ার মৃত ৷ শুক্রবার একটি ভিডিয়ো বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এদিকে হামাসের এই শীর্ষ নেতার মৃত্যুকে ইজরায়েল, আমেরিকা এবং বিশ্বের জন্য সুখবর বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ একটি বিশেষ সামরিক অভিযানে আমেরিকার সাহায্যে ইয়াহা সিনওয়ারকে হত্যা করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷ মার্কিন সরকার প্রকাশিত বিবৃতিতে তা স্পষ্ট করেছেন জো বাইডেন ৷ এই ঘটনার পরপরই ইজরায়েলে যাচ্ছেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন ৷
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতি
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হামাস নেতা ইয়াহা সিনওয়ারের মৃত্যু নিয়ে তাঁর বিবৃতিতে জানিয়েছেন, গাজায় একটি অভিযানে হামাসের শীর্ষ নেতা ইয়াহা সিনওয়ারের মৃত্যু হয়েছে ৷ ডিএনএ পরীক্ষা বিষয়টি নিশ্চিত করেছে ৷ এই দিনটা ইজরায়েল, আমেরিকা এবং বিশ্বের জন্য একটা ভালো দিন ৷ বাইডেন মনে করিয়ে দিয়েছেন, হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ সিনওয়ার ৷ মৃতদের মধ্যে কেউ ইজরায়েলের নাগরিক, কেউ প্যালেস্তাইনের, কেউ বা আমেরিকার ৷ বিশ্বের 30টিরও বেশি দেশের নাগরিক রয়েছে ৷ 2023 সালের 7 অক্টোবর সকালে ইজরায়েলে যে হামলা, ধর্ষণ, অপহরণের ঘটনাগুলি ঘটেছিল, তার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিল ইয়াহা সিনওয়ার ৷
মার্কিন প্রেসিডেন্ট খোলসা করেছেন, "7 অক্টোবর ইজরায়েলের উপর হামাসের আক্রমণের পর হামাস নেতারা গাজায় লুকিয়ে ছিলেন ৷ আমি সিনওয়ার-সহ অন্য হামাস নেতাদের খুঁজে বের করতে অভিযানের নির্দেশ দিয়েছিলাম ৷ অভিযানের বিশেষ আধিকারিক এবং আমাদের গোয়েন্দা আধিকারিকদের নির্দেশ দিই, এই লক্ষ্য পূরণে তাঁরা যেন ইজরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ৷"
Hamas leader Yahya Sinwar is dead.
— President Biden (@POTUS) October 17, 2024
This is a good day for Israel, for the United States, and for the world.
Here’s my full statement. pic.twitter.com/cSe1czhd9s
"আমাদের গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইজরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) হামাস নেতাদের সন্ধান চালায় ৷ তাঁদের ধাওয়া করতে থাকে ৷ তখন হামাস নেতারাও পালিয়ে বেড়াতে বাধ্য হয় ৷ এরকম সামরিক অভিযান বিরল ৷ হামাস নেতারা সুড়ঙ্গের মধ্যে দিয়ে কয়েকশো মাইল পথ পাড়ি দিয়েছে, বহুতলের নীচে আত্মগোপন করে থেকেছে ৷ সাধারণ নাগরিকদের কথা ভাবেনি ৷ তাঁরা শুধুমাত্র নিজেদের প্রাণে বাঁচার কথাই চিন্তা করেছে ৷ আজ আরও একবার এটা প্রমাণিত হল যে, কোনও জঙ্গি পৃথিবীর যে কোনাতেই লুকিয়ে থাকুক না কেন, বিচার হবেই ৷ তা যতই সময় লাগুক", জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ৷
এই প্রসঙ্গে উঠে এসেছে ওসামা বিন লাদেনের কথা ৷ জো বাইডেনের কথায়, "আমার ইজরায়েলি বন্ধুদের বলতে চাই, কোনও সন্দেহ নেই যে, এটা একটা স্বস্তির দিন ৷ 2011 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ওসামা বিন লাদেনকে হত্যার জন্য অভিযান চালিয়েছেন, ঠিক তেমনই ৷"
গাজায় হামাস গোষ্ঠীর সময় শেষ, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ "হামাস আর কখনও 7 অক্টোবরের মতো কোনও বিধ্বংসী হামলা চালাতে পারবে না ৷ এবার গাজায় হামাসদের ছাড়াই একটা অন্য দিন শুরুর সুযোগ এসেছে ৷ একটি রাজনৈতিক বোঝাপড়ার সময় হয়েছে, যাতে ইজরায়েলিদের ভবিষ্যৎ যেমন ভালো হবে, একইভাবে প্যালেস্তাইনের নাগরিকদেরও ৷ এই সব কাজের পথে সিনওয়ার একটা বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল ৷ সেই বাধা আর নেই ৷ কিন্তু অনেক কাজ বাকি রয়েছে ৷"
Yahya Sinwar is dead.
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) October 17, 2024
He was killed in Rafah by the brave soldiers of the Israel Defense Forces.
While this is not the end of the war in Gaza, it's the beginning of the end. pic.twitter.com/C6wAaLH1YW
ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিবৃতি
প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও জানিয়েছেন গাজা স্ট্রিপের রাফায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাহসী সেনাদের হাতে সিনওয়ারের মৃত্যু হয়েছে ৷ এটাই গাজায় যুদ্ধের শেষ নয়, বরং যুদ্ধের শুরু ৷ গাজার মানুষের উদ্দেশে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, "আমি একটা সহজ কথা বলতে চাই- এই যুদ্ধটা কালই শেষ হয়ে যেতে পারে ৷ হামাস যদি অস্ত্র-সহ সমর্পণ করে এবং আমাদের বন্দিদের ফিরিয়ে দেয় ৷ হামাস 23টি দেশের 101 জন নাগরিককে বন্দি করে রেখেছে ৷ তাঁরা শুধু ইজরায়েলের নাগরিক নয়, দুনিয়ার অন্য অনেক দেশের ৷ তাঁদের ফিরিয়ে আনতে ইজরায়েল তার শক্তি দিয়ে যা যা করা সম্ভব, সব করবে ৷"