ETV Bharat / international

ইরানে 9 পাকিস্তানিকে হত্যা করল বন্দুকবাজরা

9 Pakistani murdered in Iran: কয়েকদিন আগে দুই দেশ (ইরান-পাকিস্তান) একে-অপরের ওপর মিসাইল হামলা চালিয়েছিল। সেই হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল বলে দাবি করেছে দুই দেশই ৷ এরমধ্যেই এবার ইরানের তেহরানে 9 পাকিস্তানিকে গুলি করে হত্যা করা হল, এমনটাই দাবি করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসির টিপু ৷

ছবি- রয়টার্স ওয়ার্ল্ড
9 Pakistani murdered in Iran
author img

By ANI

Published : Jan 28, 2024, 10:28 AM IST

Updated : Jan 28, 2024, 11:33 AM IST

তেহরান (ইরান), 28 জানুয়ারি: সম্প্রতি পাকিস্তানের মাটিতে অভিযান চালিয়েছিল ইরান। জবাবে পাকিস্তানও ইরানের মাটিতে হামলা চালিয়েছিল। এই দুই হামলায় সীমান্তের দু'দিকেই সাধারণ মানুষের প্রাণ হারিয়েছে বলে দাবি করে দুই দেশের সরকার। আর তার মধ্যেই 9 পাকিস্তানিকে গুলি করে হত্যা করল ইরানের বন্দুকবাজরা ৷ এর পাশাপাশি আরও তিনজন আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ শনিবার রানের দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় এঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসির টিপু ৷

এই হত্যাকাণ্ডকে 'জঙ্গি হামলা' বলে আখ্যা দিয়েছে ইসলামাবাদ। যদিও ইরানি সরকার প্রাথমিক ভাবে সরাসরি জানায়নি যে হামলায় মৃতরা পাকিস্তানি ছিলেন। তিনি বলেন, "9 পাকিস্তানিকে হত্যার ঘটনায় গভীরভাবে মর্মাহত। দূতাবাস শোকস্তব্ধ পরিবারকে পূর্ণ সহায়তা দেওয়া হবে ৷ আমরা ইরান সরকারকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছি।" দূতাবাসের একজন কর্মকর্তা ঘটনাস্থলে যাচ্ছেন ও যেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেই হাসপাতালও পরিদর্শন করবেন ওই কর্মকর্তা।

পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "আমরা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং অবিলম্বে ঘটনার তদন্ত করার এবং এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের বিচার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, একটি বাড়িতে ঢুকে 9 জন পাকিস্তানিকে খুন করা হয়। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমের ওয়াহিদি প্রাথমিকভাবে জানান, মৃতরা সকলেই 'বিদেশি'। পরে ইরানে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মুদাসির টিপু নিশ্চিত করেন মৃতরা সকলেই পাকিস্তানি। এই ঘটনায় শোক প্রকাশ করে মুদাসির জানান, এই ঘটনার তদন্তে ইরানের পূর্ণ সহযোগিতার আশা করছে পাকিস্তান।

আরও পড়ুন:

  1. গাজায় গণহত্যা চালিয়েছে ইজরায়েল? শুক্রবার রায় দেবে আন্তর্জাতিক আদালত
  2. নির্বাচনে প্রভাব খাটিয়েছে ভারত? তদন্তে কমিশন গঠন কানাডার
  3. শিকাগোয় বন্দুকবাজের হামলা, নিহত একাধিক

তেহরান (ইরান), 28 জানুয়ারি: সম্প্রতি পাকিস্তানের মাটিতে অভিযান চালিয়েছিল ইরান। জবাবে পাকিস্তানও ইরানের মাটিতে হামলা চালিয়েছিল। এই দুই হামলায় সীমান্তের দু'দিকেই সাধারণ মানুষের প্রাণ হারিয়েছে বলে দাবি করে দুই দেশের সরকার। আর তার মধ্যেই 9 পাকিস্তানিকে গুলি করে হত্যা করল ইরানের বন্দুকবাজরা ৷ এর পাশাপাশি আরও তিনজন আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ শনিবার রানের দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় এঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসির টিপু ৷

এই হত্যাকাণ্ডকে 'জঙ্গি হামলা' বলে আখ্যা দিয়েছে ইসলামাবাদ। যদিও ইরানি সরকার প্রাথমিক ভাবে সরাসরি জানায়নি যে হামলায় মৃতরা পাকিস্তানি ছিলেন। তিনি বলেন, "9 পাকিস্তানিকে হত্যার ঘটনায় গভীরভাবে মর্মাহত। দূতাবাস শোকস্তব্ধ পরিবারকে পূর্ণ সহায়তা দেওয়া হবে ৷ আমরা ইরান সরকারকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছি।" দূতাবাসের একজন কর্মকর্তা ঘটনাস্থলে যাচ্ছেন ও যেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেই হাসপাতালও পরিদর্শন করবেন ওই কর্মকর্তা।

পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "আমরা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং অবিলম্বে ঘটনার তদন্ত করার এবং এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের বিচার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, একটি বাড়িতে ঢুকে 9 জন পাকিস্তানিকে খুন করা হয়। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমের ওয়াহিদি প্রাথমিকভাবে জানান, মৃতরা সকলেই 'বিদেশি'। পরে ইরানে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মুদাসির টিপু নিশ্চিত করেন মৃতরা সকলেই পাকিস্তানি। এই ঘটনায় শোক প্রকাশ করে মুদাসির জানান, এই ঘটনার তদন্তে ইরানের পূর্ণ সহযোগিতার আশা করছে পাকিস্তান।

আরও পড়ুন:

  1. গাজায় গণহত্যা চালিয়েছে ইজরায়েল? শুক্রবার রায় দেবে আন্তর্জাতিক আদালত
  2. নির্বাচনে প্রভাব খাটিয়েছে ভারত? তদন্তে কমিশন গঠন কানাডার
  3. শিকাগোয় বন্দুকবাজের হামলা, নিহত একাধিক
Last Updated : Jan 28, 2024, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.