ETV Bharat / international

মার্কিন মুলুকে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত 4 ভারতীয় - Texas Multi Car Crash

4 Indians Dead in USA in Car Crash: আমেরিকার টেক্সাসে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ পাঁচটি ঘাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু 4 ভারতীয়র ৷ মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন ৷

Texas Multi Car Crash
টেক্সাসে পথ দুর্ঘটনায় মৃত 4 ভারতীয় (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 1:23 PM IST

টেক্সাস, 4 সেপ্টেম্বর: একটার সঙ্গে আর একটি গাড়ির ধাক্কা ৷ মার্কিন মুলুকে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 4 ভারতীয়ের ৷ মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন ৷ তাঁর বাড়ি তামিলনাড়ুতে ৷ বাকি তিন জনের বাড়ি হায়দরাবাদে ৷ ঘটনাটি ঘটেছে টেক্সাসের আনা এলাকার 75 নম্বর রুটে ৷

কলিন কাউন্টি শেরিফের দফতর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত 30 অগস্ট একটি কারপুলিং অ্যাপের সাহায্য়ে একটি এসইউভি গাড়ি নিয়ে বেন্টোনভাইল যাচ্ছিলেন 4 ভারতীয় ৷ বিকেল সাড়ে 3টে নাগাদ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটিকে ধাক্কা মারে ৷ ধাক্কা লেগে এসইউভিটি একের পর এক 3টিতে গাড়িতে ধাক্কা মারে ওই ৷ গাড়িটিতে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ৷ ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যায় এসইউভিটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের ৷

মার্কিন পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে 3 জনের বাড়ি হায়দরাবাদে ৷ অন্য একজনের বাড়ি তামিলনাড়ুর ৷ মৃতরা হলেন, আরিয়ন রঘুনাথ ওরামপাটি, ফারুক শেখ, লোকেশ পালাচারলা এবং দর্শীনী বাসুদেব ৷ আরিয়ান এবং ফারুক দু'জনেই বেন্টোনভাইলে থাকেন ৷ এদিন ডালাসে আরিয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে যান তাঁরা ৷ অন্যদিকে, বেন্টোনভাইলে স্ত্রীর সঙ্গে এদিন দেখা করতে যাচ্ছিলেন লোকেশ ৷ আর দর্শীনী যাচ্ছিলেন তাঁর কাকার সঙ্গে দেখা করতে ৷

গন্তব্যস্থল এক হওয়ায় তাঁরা পরিকল্পনা করে অ্য়াপের মাধ্যমে গাড়ি বুক করেন ৷ গাড়িতে আগুন লেগে যাওয়ায় চারজনই পুড়ে যান ৷ ফলে প্রথমে দেহ শনাক্তকরণ করা যায়নি ৷ দেহ চিহ্নত করতে যথেষ্ট বেশ বেগ পেতে হয় প্রশাসনকে ৷ কারপুলিং অ্যাপের মাধ্যমে দেহগুলি শনাক্তকরণ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ৷ তবে নিশ্চিত তথ্যের জন্য মৃতদের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে ৷ এদিকে, মেয়ের দেহাবশেষ দেশে নিয়ে আনার জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আবেদন জানিয়েছেন দর্শীনীর পরিবার ৷

টেক্সাস, 4 সেপ্টেম্বর: একটার সঙ্গে আর একটি গাড়ির ধাক্কা ৷ মার্কিন মুলুকে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 4 ভারতীয়ের ৷ মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন ৷ তাঁর বাড়ি তামিলনাড়ুতে ৷ বাকি তিন জনের বাড়ি হায়দরাবাদে ৷ ঘটনাটি ঘটেছে টেক্সাসের আনা এলাকার 75 নম্বর রুটে ৷

কলিন কাউন্টি শেরিফের দফতর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত 30 অগস্ট একটি কারপুলিং অ্যাপের সাহায্য়ে একটি এসইউভি গাড়ি নিয়ে বেন্টোনভাইল যাচ্ছিলেন 4 ভারতীয় ৷ বিকেল সাড়ে 3টে নাগাদ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটিকে ধাক্কা মারে ৷ ধাক্কা লেগে এসইউভিটি একের পর এক 3টিতে গাড়িতে ধাক্কা মারে ওই ৷ গাড়িটিতে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ৷ ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যায় এসইউভিটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের ৷

মার্কিন পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে 3 জনের বাড়ি হায়দরাবাদে ৷ অন্য একজনের বাড়ি তামিলনাড়ুর ৷ মৃতরা হলেন, আরিয়ন রঘুনাথ ওরামপাটি, ফারুক শেখ, লোকেশ পালাচারলা এবং দর্শীনী বাসুদেব ৷ আরিয়ান এবং ফারুক দু'জনেই বেন্টোনভাইলে থাকেন ৷ এদিন ডালাসে আরিয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে যান তাঁরা ৷ অন্যদিকে, বেন্টোনভাইলে স্ত্রীর সঙ্গে এদিন দেখা করতে যাচ্ছিলেন লোকেশ ৷ আর দর্শীনী যাচ্ছিলেন তাঁর কাকার সঙ্গে দেখা করতে ৷

গন্তব্যস্থল এক হওয়ায় তাঁরা পরিকল্পনা করে অ্য়াপের মাধ্যমে গাড়ি বুক করেন ৷ গাড়িতে আগুন লেগে যাওয়ায় চারজনই পুড়ে যান ৷ ফলে প্রথমে দেহ শনাক্তকরণ করা যায়নি ৷ দেহ চিহ্নত করতে যথেষ্ট বেশ বেগ পেতে হয় প্রশাসনকে ৷ কারপুলিং অ্যাপের মাধ্যমে দেহগুলি শনাক্তকরণ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ৷ তবে নিশ্চিত তথ্যের জন্য মৃতদের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে ৷ এদিকে, মেয়ের দেহাবশেষ দেশে নিয়ে আনার জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আবেদন জানিয়েছেন দর্শীনীর পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.