ETV Bharat / international

ভোটার কেন্দ্র ফেরাল প্রাক্তন প্রধানমন্ত্রীকে! নিজের বেড়াজালে ফাঁসলেন বরিস - Boris Johnson - BORIS JOHNSON

Boris Johnson: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভোট দিতে দিল না প্রশাসন ৷ কারণ তিনি ভোটার কার্ডটি ভুলে গিয়েছেন ৷ তাই ফের আইডি কার্ড নিয়ে ভোট দিয়েছেন বরিস জনসন ৷ এই আইন তিনিই বানিয়েছিলেন ৷

Boris Johnson
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (বরিস জনসনের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট)
author img

By ANI

Published : May 4, 2024, 2:21 PM IST

ব্রিটেন, 4 মে: নিজের নিয়মে নিজেই জড়ালেন মন্ত্রীমশাই! ভোটার কার্ড সঙ্গে নেই! তাই ভোটার কেন্দ্র থেকে ফিরতে হল খোদ প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৷ নতুন নিয়মে ভোট দিতে হলে ভোটার আইডি কার্ড নিয়ে ভোট দিতে যেতে হবে ৷ তা না থাকলে সে যে-ই হোক, তাঁকে ভোট দিতে দেবে না প্রশাসন ৷ আর তাই ভোট না দিয়ে ফিরলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ কারণ তিনি ভোটার কার্ডটি নিতে ভুলে গিয়েছিলেন ৷ আর এমন আইন তো তাঁর সরকারের আমলেই হয়েছিল ৷

আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার সাউথ অক্সফোর্ডশায়ারে স্থানীয় ভোট ছিল ৷ সেখানে ভোট দিতে গিয়েছিলেন প্রাক্তন কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ কিন্তু সঙ্গে তো ভোটার কার্ড নেই ৷ তাই তাঁকে ভোট দিতে দেননি আধিকারিক ৷ তখন ফিরে গিয়ে ভোটার কার্ড সঙ্গে নিয়ে আবার ভোট দিয়েছেন জনসন ৷ কহানি মে টুইস্ট যে, এই ভোটার কার্ড সঙ্গে নিয়ে ভোট দেওয়ার নিয়মটি আইন করে চালু করেছিলেন স্বয়ং জনসন ৷ তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন 2022 সালের ইলেকশনস অ্যাক্ট প্রণয়ন হয় ৷ আর তা কার্যকর হয় 2023 সালের মে মাসে ৷ এর আগে ভোট দিতে নাগরিকদের নাম ও ঠিকানাই যথেষ্ট ছিল ৷

দেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, গত বছর ইংল্যান্ডের স্থানীয় ভোটে প্রায় 14 হাজার মানুষ ভোট দিতে পারেননি ৷ শুধুমাত্র এই নতুন নিয়মের জন্য ৷ এর আগে একাধিক কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে পৌঁছেছেন বরিস ৷ কোভিডকালে লকডাউনের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ডাউনিং স্ট্রিটের অফিসে পার্টি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ৷ তাতে দোষী সাব্যস্ত হন তিনি ৷ এছাড়া তাঁর দল কনজারভেটিভের দুই সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৷ 2022 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বরিস ৷

আরও পড়ুন:

  1. ঋষিকে ঠেকাতে আসরে বরিস ! তড়িঘড়ি ব্রিটেনে ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী
  2. ভারতীয় হাইকমিশনারকে বাধা! ব্রিটিশ সরকারের সমালোচনায় বরিসের প্রাক্তন উপদেষ্টা
  3. আদানি যোগ, ইংল্যান্ডের ফার্ম ছাড়লেন বরিসের ভাই

ব্রিটেন, 4 মে: নিজের নিয়মে নিজেই জড়ালেন মন্ত্রীমশাই! ভোটার কার্ড সঙ্গে নেই! তাই ভোটার কেন্দ্র থেকে ফিরতে হল খোদ প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৷ নতুন নিয়মে ভোট দিতে হলে ভোটার আইডি কার্ড নিয়ে ভোট দিতে যেতে হবে ৷ তা না থাকলে সে যে-ই হোক, তাঁকে ভোট দিতে দেবে না প্রশাসন ৷ আর তাই ভোট না দিয়ে ফিরলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ কারণ তিনি ভোটার কার্ডটি নিতে ভুলে গিয়েছিলেন ৷ আর এমন আইন তো তাঁর সরকারের আমলেই হয়েছিল ৷

আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার সাউথ অক্সফোর্ডশায়ারে স্থানীয় ভোট ছিল ৷ সেখানে ভোট দিতে গিয়েছিলেন প্রাক্তন কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ কিন্তু সঙ্গে তো ভোটার কার্ড নেই ৷ তাই তাঁকে ভোট দিতে দেননি আধিকারিক ৷ তখন ফিরে গিয়ে ভোটার কার্ড সঙ্গে নিয়ে আবার ভোট দিয়েছেন জনসন ৷ কহানি মে টুইস্ট যে, এই ভোটার কার্ড সঙ্গে নিয়ে ভোট দেওয়ার নিয়মটি আইন করে চালু করেছিলেন স্বয়ং জনসন ৷ তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন 2022 সালের ইলেকশনস অ্যাক্ট প্রণয়ন হয় ৷ আর তা কার্যকর হয় 2023 সালের মে মাসে ৷ এর আগে ভোট দিতে নাগরিকদের নাম ও ঠিকানাই যথেষ্ট ছিল ৷

দেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, গত বছর ইংল্যান্ডের স্থানীয় ভোটে প্রায় 14 হাজার মানুষ ভোট দিতে পারেননি ৷ শুধুমাত্র এই নতুন নিয়মের জন্য ৷ এর আগে একাধিক কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে পৌঁছেছেন বরিস ৷ কোভিডকালে লকডাউনের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ডাউনিং স্ট্রিটের অফিসে পার্টি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ৷ তাতে দোষী সাব্যস্ত হন তিনি ৷ এছাড়া তাঁর দল কনজারভেটিভের দুই সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৷ 2022 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বরিস ৷

আরও পড়ুন:

  1. ঋষিকে ঠেকাতে আসরে বরিস ! তড়িঘড়ি ব্রিটেনে ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী
  2. ভারতীয় হাইকমিশনারকে বাধা! ব্রিটিশ সরকারের সমালোচনায় বরিসের প্রাক্তন উপদেষ্টা
  3. আদানি যোগ, ইংল্যান্ডের ফার্ম ছাড়লেন বরিসের ভাই
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.