নয়াদিল্লি, 8 ডিসেম্বর: সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ, একাধিক হিংসার ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ ! অশান্তির আঁচ লেগেছে ভারতেও ৷ দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বাংলাদেশ বিরোধী প্রতিবাদ ৷ এই আবহে সোমবার ঢাকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী ৷ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে নয়াদিল্লি ৷ সুতরাং, দুই দেশের মধ্য়ে এই প্রসঙ্গে আলোচনা হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে বলে খবর ৷
একদিনের বাংলাদেশ সফরে সে দেশের বিদেশসচিব মহম্মদ জসিমুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন বিক্রম মিস্রী ৷ তারপর সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশমন্ত্রী মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর ৷ পাশাপাশি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে বিক্রম মিস্রীর ৷ উল্লেখ্য, গত 5 অগস্ট গণঅভ্যুথানের মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের সরকারের পতন ঘটেছে ৷ সেই ঘটনার পর এই প্রথম ঢাকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশসচিব ৷
অন্যদিকে, হাসিনা সরকারের পতনের পর সেই দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে ইউনুস সরকারের বিরুদ্ধে ৷ হিন্দু মন্দিরে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার একাধিক অভিযোগও উঠেছে ৷ সম্প্রতি, সনাতনী নেতা প্রভু চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ৷ সেই ঘটনার প্রতিবাদে ভারতের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে হিন্দু সংগঠনগুলি ৷ এই সমস্ত ঘটনার প্রভাব পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর ৷
গত 29 নভেম্বর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, সংখ্য়ালঘু হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব বাংলাদেশের ৷ তিনি বলেন, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন ৷ এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার ৷ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ৷" চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি প্রসঙ্গে বাংলাদেশের সরকার সঠিক ও স্বচ্ছ পন্থা অবলম্বন করুক বলে আশা ভারতের ৷