ওয়াশিংটন, 1 জুলাই: মিলওয়াউকিতে অনুষ্ঠিত হতে চলা রিপাবলিকান জাতীয় কনভেনশনে সরকারি প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন প্রসিদ্ধ ইন্দো-আমেরিকান চিকিৎসক সম্পাত শিবাঙ্গী ৷ তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন মুলুকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করবেন ৷ রিপাবলিকান পার্টির সদস্য় হিসেবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প-ই ৷
উইসকনসিন প্রদেশের মিলাওয়াউকিতে চলতি মাসের 13 থেকে 19 তারিখ পর্যন্ত চলবে রিপাবলিকান জাতীয় কনভেনশন ৷ সেই কনভেশনের সরকারি প্রতিনিধি হিসেবে টানা ষষ্ঠবারের জন্য নির্বাচিত হলেন সম্পাত শিবাঙ্গী ৷ নিজেই সে কথা জানিয়েছেন ইন্দো-আমেরিকান চিকিৎসক ৷ চারদিনের এই কনভেনশন বা সম্মেলনেই আগামী নভেম্বরে নির্বাচনের জন্য প্রেসিডেন্ট পদে মনোনিত করা হবে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৷
এ বিষয়ে সম্পাত শিবাঙ্গী জানিয়েছেন, সরকারিভাবে পার্টির প্রতিনিধি হিসেবে তাঁর পথচলা শুরু হয়েছিল জর্জ ডব্লিউ বুশের সময় থেকে ৷ এরপর পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে জর্জ ম্যাককেইন, গভর্নর মিট রোমনে, ডোনাল্ড ট্রাম্প (2016 ও 2020) সরকারিভাবে মনোনিত হয়েছেন তাঁর হাত ধরেই ৷
রিপাবলিকান পার্টির আজীবন সদস্য সম্পাত শিবাঙ্গী রিপাবলিকান ইন্ডিয়ান কাউন্সিল এবং রিপাবলিকান ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিলের ফাউন্ডিং মেম্বারও বটে ৷ পাশাপাশি মার্কিন মুলুকে অবস্থিত সবচেয়ে পুরনো ইন্দো-আমেরিকান সংস্থা ইন্ডিয়ান-আমেরিকান ফোরাম ফর পলিটিক্যাল এডুকেশনে'র জাতীয় সভাপতি ৷ ষষ্ঠবার এই পদে মনোনীত হয়ে সম্পাত শিবাঙ্গী বলেন, "আমার কাছে এই ঘটনা সম্মানের এবং একইসঙ্গে মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়দের কথা জাতীয় স্তরে তুলে ধরারও অনন্য সুযোগও বটে ৷"