জেরুজালেম, 19 অক্টোবর: মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ! সম্প্রতি ইজরায়েলি হানায় মারা গিয়েছেন হামাসের শীর্ষনেতা ইয়াহিয়া সিনওয়ার ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্য় করে ড্রোন হামলা চালাল হিজবুল্লা ৷
ইজরায়েলি সেনার তরফে প্রকাাশিত বিবৃতি অনুযায়ী, শনিবার লেবানন থেকে ড্রোন নিক্ষেপ করা হয় ৷ তবে প্রধানমন্ত্রী বাসভবনের কোনও ক্ষতি হয়নি ৷ তাঁর বাড়ির খানিক দূরে হয় বিস্ফোরণটি ৷ হামলায় কোনও হতাহত হয়নি বলে আইডিএফ-এর তরফে জানা গিয়েছে ৷
হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেই বিবৃতি অনুযায়ী, শনিবার সকালে দক্ষিণ হাইফার সিজারিয়ায় প্রধানমন্ত্রীর বাসভবনের এলাকায় 3টি ড্রোন হামলা করা হয় ৷ প্রথম দুটি ড্রোনকে ধ্বংস করে দেয় আইডিএফ ৷ তৃতীয় ড্রোনটি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে খানিক দূরে গিয়ে বিস্ফোরণ ঘটায় ৷
হামলার সময় প্রধানমন্ত্রী কিংবা তাঁর স্ত্রী কেউই বাড়িতে না-থাকায় বড়সড় কোনও ক্ষতি হয়নি ৷ সেই সঙ্গে, ফাঁকা বাড়ির উপর ড্রোনটির বিস্ফোরণ ঘটায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷
Yahya Sinwar is dead.
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) October 17, 2024
He was killed in Rafah by the brave soldiers of the Israel Defense Forces.
While this is not the end of the war in Gaza, it's the beginning of the end. pic.twitter.com/C6wAaLH1YW
সিনওয়ারের মৃত্যুর পর যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নেবে, তার খানিকটা আঁচ পাওয়া গিয়েছিল আগেই ৷ যদিও এদিনের হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি ৷ তবে শুক্রবার হিজবুল্লার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, তারা বড় হামলার পরিকল্পনা করছে ৷ যুদ্ধের ঝাঁঝ বাড়াতে তারা গাইডেড মিসাইল ও ড্রোন নিয়ে হামলা চালাবে ৷ ফলে এদিনের এই হামলার পর তাদেরকেই কাঠগোড়ায় তোলা হয়েছে ৷
তবে শুধু সিজারিয়াতেই নয়, জানা গিয়েছে এদিন সকাল থেকে তিবেরিয়া ও ইজরায়েলের আশপাশের এলাকা লক্ষ্য় করে একাধিক ড্রোন হামলা চালানো হয় ৷ তেল আবিব ও শহরের উত্তরাঞ্চলে হামলার সতর্কতা সাইরেনও শোনা যায় ৷ যদিও সেখানে কোনও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি ৷
এদিকে, এই হামলার কয়েকঘণ্টা আগে গাজার মানুষের উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো বার্তা দেন নেতানিয়াহু ৷ তিনি বলেন, "যুদ্ধ আগামিকালই শেষ হয়ে যেতে পারে। যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং আমাদের পণবন্দিদের ফিরিয়ে দেয়।" তবে পণবন্দিদের ছেড়ে দেওয়া তো দূরের কথা সিনওয়ার মৃত্যুতে হামাস ও হেজবোল্লা হুঁশিয়ারি দিয়েছিল, "যুদ্ধের নতুন অধ্যায় শুরু হবে।"