ETV Bharat / international

প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আরও এগোলেন ট্রাম্প, 3 প্রদেশে হারালেন প্রতিপক্ষ নিক্কিকে - আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন 2024

Donald Trump wins caucuses: প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে জিওপি কনভেশনে পরপর জিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ নিক্কি হ্যালিকে আইডাহো, মিসৌরি ও মিশিগানে নিক্কি হারিকে পরাজিত করেছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Mar 3, 2024, 10:38 AM IST

কলম্বিয়া, 3 মার্চ: ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়াইয়ের দৌড়ে তরতরিয়ে এগিয়ে যাচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শনিবার রিপাবলিকান পার্টির মনোনয়ন পর্বে তাঁর প্রতিদ্বন্দ্বী নিক্কি হ্যালিকে অনেকটা পিছনে ফেলে আইডাহো, মিসৌরি ও মিশিগান প্রদেশ জিতে নিয়েছেন ৷ ট্রাম্প সংগ্রহ করেছেন 244জন প্রতিনিধির সমর্থন ৷ অপরদিকে, রাষ্ট্রসংঘের প্রাক্তন রাষ্ট্রদূত নিক্কি হ্যালের সংগ্রহে সংখ্যাটা মাত্র 24 ৷

রিপাবলিকান মনোনয়ন পেতে একজন প্রার্থীকে 1,215 জন প্রতিনিধি নিশ্চিত করতে হবে । রিপাবলিকান ক্যালেন্ডারের পরবর্তী ইভেন্টটি কলম্বিয়ায় জেলায় রয়েছে, রবিবার । দুই দিন পরে সুপার মঙ্গলবার, নভেম্বরের নির্বাচনের বাইরে এটাই বছরের সবচেয়ে বড় ভোটদানের দিন, সে দিন 16টি প্রদেশ (প্রাইমারি) প্রাথমিক মনোনয়ন করবে ।

ট্রাম্প এখনও পর্যন্ত ভালো ফলের দিকেই রয়েছেন ৷ হ্যালির সামনে প্রতিকূলতা এসেছে কলম্বিয়া, মিসৌরিতে ৷ সেখানে রিপাবলিকানরা একটি গির্জায় ককাসে জড়ো হয়েছিলেন । সেথ ক্রিস্টেনসেন মঞ্চে দাঁড়িয়ে হ্যালিকে ভোট দেওয়ার আহ্বান জানান । তাঁকে একেবারেই ভালোভাবে গ্রহণ করা হয়নি । আর একজন ককাসের শ্রোতাদের মধ্যে থেকে চিৎকার করে বলেন: "আপনি কি রিপাবলিকান ?" একজন সংগঠক জনতাকে শান্ত করেন এবং ক্রিস্টেনসেন তাঁর বক্তৃতা শেষ করেন । বুন কাউন্টিতে উপস্থিত 263 রিপাবলিকানদের মধ্যে হ্যালি মাত্র 37টিতে জয়লাভ করেন ।

শনিবারের লড়াই একনজরে:

মিশিগান: মিশিগানের রিপাবলিকানরা গ্র্যান্ড র‌্যাপিডসে তাঁদের কনভেনশনে সেখানকার 55 জিওপি প্রেসিডেন্টের প্রতিনিধিদের মধ্যে 39 জনকে বরাদ্দ করা শুরু করে । ট্রাম্প বরাদ্দকৃত 39 জন প্রতিনিধির সবকটিতেই জয়ী হন । কিন্তু দলের তৃণমূল স্তরের একটি উল্লেখযোগ্য অংশ দলের নেতৃত্ব নিয়ে মাসব্যাপী বিরোধের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে সমাবেশ এড়িয়ে যাচ্ছিলেন । গত মঙ্গলবার মিশিগানের প্রাইমারিতে হ্যালির 27 শতাংশ ভোটের তুলনায় 68 শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প । সেখানে প্রায় 98 শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প ৷ মিশিগান রিপাবলিকানরা তাঁদের প্রতিনিধি বরাদ্দ দুটি ভাগে বিভক্ত করতে বাধ্য হয়েছিল ৷

মিসৌরি: মিসৌরিতেও জিওপি কনভেশনে নিক্কি হ্যালেকে পরাজিত করেছেন ট্রাম্প ৷ প্রাইমারি ব্যবস্থার অধীনে ট্রাম্প দু'বার সেখানে বিজয়ী হয়েছেন । আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে আমেরিকায় ৷ ডেমোক্র্যাটিকদের তরফে লড়বেন বর্তমান প্রেসিজেন্ট জো বাইডেন ৷ তাঁর বিরুদ্ধে রিপাবলিকানদের তরফে কে লড়বেন, তা ঠিক করতেই চলছে জিওপি বা রিপাবলিকান পার্টির নির্বাচন পর্ব ৷

আরও পড়ুন:

  1. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় বয়স, সোশাল মিডিয়ায় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পোস্ট ট্রাম্পের
  2. নিজেকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা ডোনাল্ড ট্রাম্পের
  3. প্রেসিডেন্ট পদের দৌড়ে ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে বাইডেন, বলছে নয়া সমীক্ষা

কলম্বিয়া, 3 মার্চ: ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়াইয়ের দৌড়ে তরতরিয়ে এগিয়ে যাচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শনিবার রিপাবলিকান পার্টির মনোনয়ন পর্বে তাঁর প্রতিদ্বন্দ্বী নিক্কি হ্যালিকে অনেকটা পিছনে ফেলে আইডাহো, মিসৌরি ও মিশিগান প্রদেশ জিতে নিয়েছেন ৷ ট্রাম্প সংগ্রহ করেছেন 244জন প্রতিনিধির সমর্থন ৷ অপরদিকে, রাষ্ট্রসংঘের প্রাক্তন রাষ্ট্রদূত নিক্কি হ্যালের সংগ্রহে সংখ্যাটা মাত্র 24 ৷

রিপাবলিকান মনোনয়ন পেতে একজন প্রার্থীকে 1,215 জন প্রতিনিধি নিশ্চিত করতে হবে । রিপাবলিকান ক্যালেন্ডারের পরবর্তী ইভেন্টটি কলম্বিয়ায় জেলায় রয়েছে, রবিবার । দুই দিন পরে সুপার মঙ্গলবার, নভেম্বরের নির্বাচনের বাইরে এটাই বছরের সবচেয়ে বড় ভোটদানের দিন, সে দিন 16টি প্রদেশ (প্রাইমারি) প্রাথমিক মনোনয়ন করবে ।

ট্রাম্প এখনও পর্যন্ত ভালো ফলের দিকেই রয়েছেন ৷ হ্যালির সামনে প্রতিকূলতা এসেছে কলম্বিয়া, মিসৌরিতে ৷ সেখানে রিপাবলিকানরা একটি গির্জায় ককাসে জড়ো হয়েছিলেন । সেথ ক্রিস্টেনসেন মঞ্চে দাঁড়িয়ে হ্যালিকে ভোট দেওয়ার আহ্বান জানান । তাঁকে একেবারেই ভালোভাবে গ্রহণ করা হয়নি । আর একজন ককাসের শ্রোতাদের মধ্যে থেকে চিৎকার করে বলেন: "আপনি কি রিপাবলিকান ?" একজন সংগঠক জনতাকে শান্ত করেন এবং ক্রিস্টেনসেন তাঁর বক্তৃতা শেষ করেন । বুন কাউন্টিতে উপস্থিত 263 রিপাবলিকানদের মধ্যে হ্যালি মাত্র 37টিতে জয়লাভ করেন ।

শনিবারের লড়াই একনজরে:

মিশিগান: মিশিগানের রিপাবলিকানরা গ্র্যান্ড র‌্যাপিডসে তাঁদের কনভেনশনে সেখানকার 55 জিওপি প্রেসিডেন্টের প্রতিনিধিদের মধ্যে 39 জনকে বরাদ্দ করা শুরু করে । ট্রাম্প বরাদ্দকৃত 39 জন প্রতিনিধির সবকটিতেই জয়ী হন । কিন্তু দলের তৃণমূল স্তরের একটি উল্লেখযোগ্য অংশ দলের নেতৃত্ব নিয়ে মাসব্যাপী বিরোধের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে সমাবেশ এড়িয়ে যাচ্ছিলেন । গত মঙ্গলবার মিশিগানের প্রাইমারিতে হ্যালির 27 শতাংশ ভোটের তুলনায় 68 শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প । সেখানে প্রায় 98 শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প ৷ মিশিগান রিপাবলিকানরা তাঁদের প্রতিনিধি বরাদ্দ দুটি ভাগে বিভক্ত করতে বাধ্য হয়েছিল ৷

মিসৌরি: মিসৌরিতেও জিওপি কনভেশনে নিক্কি হ্যালেকে পরাজিত করেছেন ট্রাম্প ৷ প্রাইমারি ব্যবস্থার অধীনে ট্রাম্প দু'বার সেখানে বিজয়ী হয়েছেন । আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে আমেরিকায় ৷ ডেমোক্র্যাটিকদের তরফে লড়বেন বর্তমান প্রেসিজেন্ট জো বাইডেন ৷ তাঁর বিরুদ্ধে রিপাবলিকানদের তরফে কে লড়বেন, তা ঠিক করতেই চলছে জিওপি বা রিপাবলিকান পার্টির নির্বাচন পর্ব ৷

আরও পড়ুন:

  1. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় বয়স, সোশাল মিডিয়ায় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পোস্ট ট্রাম্পের
  2. নিজেকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা ডোনাল্ড ট্রাম্পের
  3. প্রেসিডেন্ট পদের দৌড়ে ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে বাইডেন, বলছে নয়া সমীক্ষা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.