কলম্বিয়া, 3 মার্চ: ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়াইয়ের দৌড়ে তরতরিয়ে এগিয়ে যাচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শনিবার রিপাবলিকান পার্টির মনোনয়ন পর্বে তাঁর প্রতিদ্বন্দ্বী নিক্কি হ্যালিকে অনেকটা পিছনে ফেলে আইডাহো, মিসৌরি ও মিশিগান প্রদেশ জিতে নিয়েছেন ৷ ট্রাম্প সংগ্রহ করেছেন 244জন প্রতিনিধির সমর্থন ৷ অপরদিকে, রাষ্ট্রসংঘের প্রাক্তন রাষ্ট্রদূত নিক্কি হ্যালের সংগ্রহে সংখ্যাটা মাত্র 24 ৷
রিপাবলিকান মনোনয়ন পেতে একজন প্রার্থীকে 1,215 জন প্রতিনিধি নিশ্চিত করতে হবে । রিপাবলিকান ক্যালেন্ডারের পরবর্তী ইভেন্টটি কলম্বিয়ায় জেলায় রয়েছে, রবিবার । দুই দিন পরে সুপার মঙ্গলবার, নভেম্বরের নির্বাচনের বাইরে এটাই বছরের সবচেয়ে বড় ভোটদানের দিন, সে দিন 16টি প্রদেশ (প্রাইমারি) প্রাথমিক মনোনয়ন করবে ।
ট্রাম্প এখনও পর্যন্ত ভালো ফলের দিকেই রয়েছেন ৷ হ্যালির সামনে প্রতিকূলতা এসেছে কলম্বিয়া, মিসৌরিতে ৷ সেখানে রিপাবলিকানরা একটি গির্জায় ককাসে জড়ো হয়েছিলেন । সেথ ক্রিস্টেনসেন মঞ্চে দাঁড়িয়ে হ্যালিকে ভোট দেওয়ার আহ্বান জানান । তাঁকে একেবারেই ভালোভাবে গ্রহণ করা হয়নি । আর একজন ককাসের শ্রোতাদের মধ্যে থেকে চিৎকার করে বলেন: "আপনি কি রিপাবলিকান ?" একজন সংগঠক জনতাকে শান্ত করেন এবং ক্রিস্টেনসেন তাঁর বক্তৃতা শেষ করেন । বুন কাউন্টিতে উপস্থিত 263 রিপাবলিকানদের মধ্যে হ্যালি মাত্র 37টিতে জয়লাভ করেন ।
শনিবারের লড়াই একনজরে:
মিশিগান: মিশিগানের রিপাবলিকানরা গ্র্যান্ড র্যাপিডসে তাঁদের কনভেনশনে সেখানকার 55 জিওপি প্রেসিডেন্টের প্রতিনিধিদের মধ্যে 39 জনকে বরাদ্দ করা শুরু করে । ট্রাম্প বরাদ্দকৃত 39 জন প্রতিনিধির সবকটিতেই জয়ী হন । কিন্তু দলের তৃণমূল স্তরের একটি উল্লেখযোগ্য অংশ দলের নেতৃত্ব নিয়ে মাসব্যাপী বিরোধের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে সমাবেশ এড়িয়ে যাচ্ছিলেন । গত মঙ্গলবার মিশিগানের প্রাইমারিতে হ্যালির 27 শতাংশ ভোটের তুলনায় 68 শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প । সেখানে প্রায় 98 শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প ৷ মিশিগান রিপাবলিকানরা তাঁদের প্রতিনিধি বরাদ্দ দুটি ভাগে বিভক্ত করতে বাধ্য হয়েছিল ৷
মিসৌরি: মিসৌরিতেও জিওপি কনভেশনে নিক্কি হ্যালেকে পরাজিত করেছেন ট্রাম্প ৷ প্রাইমারি ব্যবস্থার অধীনে ট্রাম্প দু'বার সেখানে বিজয়ী হয়েছেন । আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে আমেরিকায় ৷ ডেমোক্র্যাটিকদের তরফে লড়বেন বর্তমান প্রেসিজেন্ট জো বাইডেন ৷ তাঁর বিরুদ্ধে রিপাবলিকানদের তরফে কে লড়বেন, তা ঠিক করতেই চলছে জিওপি বা রিপাবলিকান পার্টির নির্বাচন পর্ব ৷
আরও পড়ুন: