কলকাতা, 14 জুলাই: অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ আততায়ীর ছোড়া গুলি কান ঘেষে বেরিয়ে গিয়েছেন ৷ পেনসিলভেনিয়ায় এক জনসভায় বক্তব্য রাখছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ৷ গুলি এসে লাগে তাঁর ডান কানের উপরের অংশে ৷ প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ৷
ইতিহাস বলছে, এর আগেও প্রাণঘাতী আঘাত নেমে এসেছে রাষ্ট্রনায়কদের উপর ৷ জন এফ কেনেডি, জেমস আর গারফিল্ড, মার্টিন লুথার কিং, আব্রাহাম লিঙ্কন ৷ শুধুমাত্র মার্কিন মুলুকের তালিকাই দীর্ঘ হয়েছে ৷ প্রথমবার ট্রাম্পের মতো বরাতজোরে রক্ষে পেলেও দ্বিতীয়বার বাঁচতে পারেননি আব্রাহাম লিঙ্কন ৷ প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে গিয়ে নিহত হন প্রগ্রেসিভ পার্টির থিওডর রুশভেল্ট ৷ শুধু মার্কিন মুলুকই নয়, বিশ্বেও এর উদাহরণ কম নেই ৷ তবে অনেকেই রয়েছেন যাঁরা হামলা সত্ত্বেও প্রাণে বেঁচে গিয়েছেন ৷ রইল সেই তালিকা...
15 মে, 2024: বরাতজোরে রক্ষা পান স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ৷
21 নভেম্বর, 2023: ব্রিটিশ ট্যাবলয়েডে একটি সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘‘রাশিয়া 2022 সালে ইউক্রেন আক্রমণ করার পর থেকে পাঁচ-ছ’বার বরাতজোরে বেঁচে গিয়েছেন ৷
অন্তত ছ’বার জীবনদান পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷
15 এপ্রিল, 2023: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ৷ ওয়াকায়ামা শহরে একটি সমাবেশে একটি হত্যার চেষ্টায় বরাতজোরে বেঁচে যান তিনি ৷
3 নভেম্বর, 2022: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান সরকারের বিরুদ্ধে 2022 সালে আজাদি মার্চে অংশ নেন ৷ ওয়াজিরাবাদে প্রতিবাদ সমাবেশ চলাকালীন ‘হত্যার চেষ্টা’ থেকে বেঁচে গিয়েছিলেন তিনি । বন্দুকধারী কয়েকজন পিটিআই নেতাকে আহত করলেও ও এক সমর্থককে মেরে ফেললেও ইমরানের কোনও ক্ষতি হয়নি ।
10 ফেব্রুয়ারি, 2022: লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দ্বিবাহার গাড়িতে গুলি চালায় আততায়ীরা ৷ অক্ষত ছিলেন আবদুল হামিদ ।
2 জানুয়ারি, 2022: হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ হয় ৷ হাইতি স্বাধীনতার 218তম বার্ষিকীতে গোনাইভস শহরের একটি গির্জায় অনুষ্ঠান চলছিল ৷ সেখানেই প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা । এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হলেও হেনরির কিছু হয়নি ।
7 নভেম্বর, 2021: ইরাকের বিদায়ী প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি ৷ বাগদাদে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ড্রোন ছোড়া হলেও অক্ষত ছিলেন তিনি ।
30 জুলাই, 2004: পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ অ্যাটক জেলার ফতেহ জংয়ে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলা থেকে রক্ষা পান ।
25 ডিসেম্বর, 2003: পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশারফ বরাতজোরে বেঁচে ফেরেন ৷ তাঁর গাড়ি যাওয়ার কয়েক মিনিট পরই রাওয়ালপিন্ডি শহরে দু’টি বড় বোমা বিস্ফোরণ হয় ৷ দুই আত্মঘাতী বোমা হামলাকারী-সহ অন্তত 15 জন নিহত হন ।
14 ডিসেম্বর, 2003: সেবারও বেঁচে ফিরেছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশারফ ৷ তাঁর কনভয় রাওয়ালপিন্ডিতে একটি সেতু অতিক্রম করার কয়েক মিনিট পরেই একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ হয় । লিমুজিনে একটি জ্যামিং ডিভাইস থাকায় রক্ষা পেয়েছিলেন পাক সর্বাধিনায়ক ৷ জ্যামিং ডিভাইস থাকায় বোমাটিকে অপারেট করতে পারেনি হামলাকারীরা ৷
15 জুলাই, 2002: ফরাসি রাষ্ট্রপতি জ্যাক শিরাক হামলা সত্ত্বেও বেঁচে যান ৷ বাস্তিল দিবসে সৈন্যদের পর্যালোচনা করার সময় আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷
18 ডিসেম্বর, 1999: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা রাষ্ট্রপতি নির্বাচনের তিনদিন আগে একটি আত্মঘাতী বোমা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ৷ ওই বোমার আঘাতে কমপক্ষে 14 জন নিহত হয়েছিল ৷
30 জুলাই, 1987: শ্রীলঙ্কার নৌ-বাহিনীর নাবিক উইজেমুনি ভিজিথা রোহানা ডি সিলভা কলম্বোতে গান্ধিকে তাঁর রাইফেলের বাট দিয়ে আঘাত করেছিলেন ৷ তিনি কলম্বোতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার পরিদর্শন করছিলেন ।
12 অক্টোবর, 1984: ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ৷ ‘আয়রন লেডি’ ব্রাইটনের একটি হোটেলে বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা পান । অস্থায়ী আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) সদস্যদের দ্বারা কনজারভেটিভ পার্টির সম্মেলনের আগে হোটেলে বোমা রাখা হয়েছিল । বিস্ফোরণে 5 জন নিহত এবং 34 জন আহত হয়েছেন ।