পেনসিলভেনিয়া, 14 জুলাই: অল্পের জন্য প্রাণরক্ষা ৷ পেনসিলভেনিয়ায় এক জনসভায় বক্তব্য রাখছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ সে সময়েই গুলি চালায় এক আততায়ী ৷ ডায়াসের নীচে বসে যান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ৷ পরে নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে উদ্ধার করেন ৷ দেখা যায়, ট্রাম্পের ডান কান গড়িয়ে রক্ত পড়ছে ৷
TRUMP WAS JUST SHOT ON LIVE TV
— End Wokeness (@EndWokeness) July 13, 2024
Please stop what you're doing and pray pic.twitter.com/jlYtCeRe3O
এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, ‘‘আমার ডান কানের উপরের অংশে বুলেট লেগেছে ৷ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানাতে চাই ৷ সমাবেশে নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা । এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এমন ঘটনা ঘটতে পারে। বন্দুকধারী মারা গিয়েছে, তার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । আমার ডান কানের উপরের অংশে গুলি লেগেছিল । রক্তক্ষরণ হয়েছে ৷ ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন !’’
নির্বাচনী প্রচারে শনিবার পেনসিলভেনিয়ায় এক জনসভায় গিয়েছিলেন ট্রাম্প ৷ প্রাক্তন প্রেসিডেন্টের বহু অনুরাগীও ওই সভায় ছিলেন ৷ ডায়াসে গিয়ে কথা বলতেও শুরু করেন মার্কিন মুলুকের প্রাক্তন সর্বাধিনায়ক ৷ তারপরেই দেখা যায় কান চেপে মাটিতে বসে পড়েন তিনি ৷ হুড়োহুড়ি পড়ে যায় পেছনে থাকা দর্শকদের মধ্যেও ৷ নিরাপত্তারক্ষীরা উদ্ধার করলে দেখা যায়, কান থেকে রক্ত বেরোচ্ছে ৷ তারমধ্যেই হাত মুঠো করে স্লোগান দিতে থাকেন ট্রাম্প ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
সিক্রেট সার্ভিসের তথ্য বলছে, প্রাক্তন প্রেসিডেন্টের কান ঘেঁষে বুলেট বেরিয়ে গিয়েছে ৷ তাতেই আহত হয়েছেন তিনি ৷ যদিও হাসপাতালে চিকিৎসার পর এখন সম্পূর্ণ সুস্থ রিপাবলিকান পার্টির নেতা ৷ ওই ঘটনায় এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে ৷ গুলিবিদ্ধ হয় এক ট্রাম্প সমর্থকেরও মৃত্যু হয়েছে ৷
এক্স পোস্টে ঘটনার নিন্দা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ট্রাম্পের আরোগ্য কামনা করে তিনি লিখেছেন, ‘‘পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে জানানো হয়েছে । আমি শুনে আশ্বস্ত হয়েছি যে ট্রাম্প নিরাপদ এবং ভালো রয়েছে । আমি তাঁর এবং তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছি ৷ আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি । আমি সিক্রেট সার্ভিসের কাছে কৃতজ্ঞ তাঁকে নিরাপদে নিয়ে আসার জন্য । আমেরিকায় এ ধরনের হিংসার কোনও স্থান নেই । এর নিন্দা জানাতে এক জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ।’’
I have been briefed on the shooting at Donald Trump’s rally in Pennsylvania.
— President Biden (@POTUS) July 13, 2024
I’m grateful to hear that he’s safe and doing well. I’m praying for him and his family and for all those who were at the rally, as we await further information.
Jill and I are grateful to the Secret…
নির্বাচনী প্রচারে মার্কিন মুলুকের 45তম প্রেসিডেন্টের উপর হামলায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে ৷ ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি লিখেছেন, ‘‘পেনসিলভানিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাবেশের সময় গুলিবিদ্ধ হয়েছেন । তাঁর আরোগ্য কামনা করছি ৷ আশা করছি পরের কয়েক মাস ঘৃণা ও হিংসা নয়, দায়িত্ব ও কর্তব্য প্রাধান্য পাবে ৷’’
Seguo con apprensione gli aggiornamenti dalla Pennsylvania, dove il 45esimo Presidente degli Stati Uniti @realDonaldTrump è stato colpito durante un comizio. A lui la mia solidarietà e i miei auguri di pronta guarigione, con l’auspicio che i prossimi mesi di campagna elettorale…
— Giorgia Meloni (@GiorgiaMeloni) July 13, 2024