ETV Bharat / international

মার্কিন প্রশাসনের শীর্ষে ইলন মাস্ক, বিবেক রামাস্বামী ! জল্পনায় সিলমোহর ট্রাম্পের - US DOGE

'ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি'র শীর্ষকর্তা হিসেবে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ এই প্রসঙ্গে একটি বিবৃতিও প্রকাশ করেছেন তিনি ৷

DEPARTMENT OF GOVERNMENT EFFICIENCY
মার্কিন প্রশাসনের শীর্ষস্থানে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 10:18 AM IST

ওয়াশিংটন, 13 নভেম্বর: প্রথম থেকেই জল্পনা চলছিল ৷ এবার তাতে সিলমোহর দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ 'ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি'র শীর্ষকর্তা হিসেবে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে বেছে নিলেন ট্রাম্প ৷ হোয়াইট হাউজের প্রশাসনিক কর্তাদের দক্ষতা বিচারের জন্য এই দুই মার্কিন ব্য়বসায়ীকে বেছে নিয়েছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ৷

বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক বরাবরই রিপাবলিকান সমর্থক ৷ সেই সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের ভক্তও ৷ সদ্যসমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হয়ে প্রচারকের ভূমিকায় দেখা যায় তাঁকে ৷ প্রচারের কাজে লক্ষ লক্ষ মার্কিন ডলারও খরচ করেছেন মাস্ক ৷ পাশাপাশি, ট্রাম্পের মনোবল বাড়াতে এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্টও করেন তিনি ৷ আবার প্রচারে বেড়িয়ে ইলন মাস্ককে 'মহান' বলেও অভিহিত করতে শোনা গিয়েছে ট্রাম্পকে ৷

এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছেন ট্রাম্প ৷ তিনি লেখেন, "একসঙ্গে এই দুই বিস্ময়, প্রশাসনিক ক্ষেত্রে অতিরিক্ত বিধি-বিধান কমাতে, অযথা ব্যয় কমাতে এবং ফেডারেল সংস্থাগুলির পুনর্গঠনের পথ তৈরি করতে আমার সরকারকে সাহায্য় করবে।"

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর আরও একবার হোয়াইট হাউজে ফিরতে চলেছেন ট্রাম্প ৷ জানুয়ারিতে তিনি শপথ নেবেন ৷ তার আগেই সাদা বাড়ির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বের জন্য সম্ভাব্য প্রার্থীদের বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছেন ট্রাম্প ৷ কিছুদিন আগে হোয়াইট হাউজের 'চিফ অফ স্টাফ' পদে সুসি ওয়াইলস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে ফ্লোরিডার কংগ্রেস থেকে রিপাবলিকান প্রতিনিধি মাইক ওয়াল্টজকে বেছে নেন তিনি ৷ এবার ওভাল অফিসের আরও একটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীবাছাই সেরে ফেললেন ট্রাম্প ৷

উল্লেখ্য়, বুধবার ওভাল অফিসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প ৷ সেখান থেকে মার্কিন ক্য়াপিটলেও যাওয়ার কথা রয়েছে তাঁর ৷ ইতিমধ্যেই, সেনেটে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন রিপাবলিকান প্রার্থীরা ৷ অবশ্য়, তাঁদের সঙ্গে ট্রাম্পের কোনও বৈঠক হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি ৷ আর মাত্র দু'মাসের অপেক্ষা ৷ তারপরই দ্বিতীয়বার মার্কিন মসনদে বসবেন ট্রাম্প ৷

পড়ুন: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়াল্টজকে বেছে নিলেন ট্রাম্প

ওয়াশিংটন, 13 নভেম্বর: প্রথম থেকেই জল্পনা চলছিল ৷ এবার তাতে সিলমোহর দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ 'ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি'র শীর্ষকর্তা হিসেবে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে বেছে নিলেন ট্রাম্প ৷ হোয়াইট হাউজের প্রশাসনিক কর্তাদের দক্ষতা বিচারের জন্য এই দুই মার্কিন ব্য়বসায়ীকে বেছে নিয়েছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ৷

বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক বরাবরই রিপাবলিকান সমর্থক ৷ সেই সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের ভক্তও ৷ সদ্যসমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হয়ে প্রচারকের ভূমিকায় দেখা যায় তাঁকে ৷ প্রচারের কাজে লক্ষ লক্ষ মার্কিন ডলারও খরচ করেছেন মাস্ক ৷ পাশাপাশি, ট্রাম্পের মনোবল বাড়াতে এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্টও করেন তিনি ৷ আবার প্রচারে বেড়িয়ে ইলন মাস্ককে 'মহান' বলেও অভিহিত করতে শোনা গিয়েছে ট্রাম্পকে ৷

এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছেন ট্রাম্প ৷ তিনি লেখেন, "একসঙ্গে এই দুই বিস্ময়, প্রশাসনিক ক্ষেত্রে অতিরিক্ত বিধি-বিধান কমাতে, অযথা ব্যয় কমাতে এবং ফেডারেল সংস্থাগুলির পুনর্গঠনের পথ তৈরি করতে আমার সরকারকে সাহায্য় করবে।"

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর আরও একবার হোয়াইট হাউজে ফিরতে চলেছেন ট্রাম্প ৷ জানুয়ারিতে তিনি শপথ নেবেন ৷ তার আগেই সাদা বাড়ির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বের জন্য সম্ভাব্য প্রার্থীদের বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছেন ট্রাম্প ৷ কিছুদিন আগে হোয়াইট হাউজের 'চিফ অফ স্টাফ' পদে সুসি ওয়াইলস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে ফ্লোরিডার কংগ্রেস থেকে রিপাবলিকান প্রতিনিধি মাইক ওয়াল্টজকে বেছে নেন তিনি ৷ এবার ওভাল অফিসের আরও একটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীবাছাই সেরে ফেললেন ট্রাম্প ৷

উল্লেখ্য়, বুধবার ওভাল অফিসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প ৷ সেখান থেকে মার্কিন ক্য়াপিটলেও যাওয়ার কথা রয়েছে তাঁর ৷ ইতিমধ্যেই, সেনেটে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন রিপাবলিকান প্রার্থীরা ৷ অবশ্য়, তাঁদের সঙ্গে ট্রাম্পের কোনও বৈঠক হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি ৷ আর মাত্র দু'মাসের অপেক্ষা ৷ তারপরই দ্বিতীয়বার মার্কিন মসনদে বসবেন ট্রাম্প ৷

পড়ুন: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়াল্টজকে বেছে নিলেন ট্রাম্প
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.